একজন প্রবাসী কামলার বাড়ী ফেরা এবং কিছু এলোমেলো ভাবনা.!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১৩ মার্চ, ২০১৪, ০৭:৫৫:১৩ সন্ধ্যা
ইনশা আল্লাহ.! আল্লাহর রহমতে দীর্ঘ ৪মাসের প্রবাস জীবনের অন্যরকম এক বৈচিত্রময় অভিজ্ঞতাকে সাথে নিয়ে আর মাত্র একদিন পরেই দেখা হবে প্রিয় জন্মভূমি, প্রাণের মাতৃভূমি সবুজ বাংলাদেশের সাথে ।
আম্মু আর আব্বু সহ ছোট ভাই-বোনদের সাথেও।
আরও যারা আমার আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষার কষ্টময় প্রহর গুনছেন তাদের মধ্যে অন্যতম হল আমার প্রাণের প্রিয় ভাই আমার জন্য নির্দ্বিধায় যে জীবন বিলাতে প্রস্তুত, নিঃস্বার্থ আত্মত্যাগী বন্ধু★রেজাউর রহমান চৌধুরী রিয়াজ★ আমার অত্যন্ত প্রিয় বন্ধু★শেখ আহমদ খোকন★ আমার সুপ্রিয় বন্ধু মজলুম-নির্যাতিত সদ্য কারা মুক্ত ভাই ★নসরুল করিম রায়হান★ এবং ★চৌধুরী মাহমুদুল হক★ সহ আরও অনেকেই।
আর আমি অধীর অাগ্রহে অপেক্ষায় আছি ব্লগিং জগতের সেরা কিছু ব্যক্তিত্ব, আপোষহীন সংগ্রামী অনলাইন-অফলাইন এক্টিভিষ্ট *সিবিএফ * এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমার অত্যন্ত প্রিয় কিছু কবি ও সাহিত্যিকের সাথে মিলিত হবার জন্য।
আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে প্রিয়জনদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেন।
....আমিন।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
শোকরান।
জানতে চাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন