★ সিবিএফ কেন্দ্রিয় আহবায়ক কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ★

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৯ মার্চ, ২০১৪, ১০:২৪:২৪ রাত

চট্টগ্রামের সাতকানিয়ার কৃতি সন্তান বিশিষ্টি ব্যবসায়ী, মুরুব্বী ব্লগার ও জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্ট এবং সফল সংগঠক

** ব্লগার চাঁটিগা থেকে বাহার ** ভাই ব্লগারদের সংগঠন, কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর কেন্দ্রিয় আহবায়ক কমিটির

আহবায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে এবং কমিটির সদস্য সচিব **ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট** সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

সিবিএফ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটিঃ

আহবায়কঃ ব্লগার চাটিগাঁ থেকে বাহার

সিনিয়র যুগ্ম আহবায়কঃ

ব্লগার মাই নেম ইজ খান,

ব্লগার এমএম ওবায়দুর রহমান,

ব্লগার হাসনাইন ইকবাল।

যুগ্ম আহবায়কঃ

ব্লগার বাক প্রবাস,

ব্লগার আজব মানুষ,

ব্লগার নেহায়েৎ,

ব্লগার আবু জারীর,

ব্লগার সাইফ মাহদী,

ব্লগার রসিক হাজারী,

ব্লগার আবু আশফাক,

ব্লগার লোকমান বিন ইউসুফ।

সদস্য সচিবঃ

ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট।

যুগ্ম সদস্য সচিবঃ

ব্লগার আয়না শাহ (রেজাউল করিম), ,

ব্লগার আফসানা জেরীন খান অ্যানী,

ব্লগার মেরাজ,

ব্লগার আহমেদ তানভীর,

ব্লগার ইমন ফয়সাল,

ব্লগার সিটিজি৪বিডি,

ব্লগার চেয়ারম্যান,

ব্লগার শিয়াল পন্ডিত,

ব্লগার নূর নবী।

সদস্যঃ

ব্লগার শরফুদ্দীন আহমদ লিংকন,

ব্লগার ইমরুল কায়েস পরাগ,

ব্লগার ইকু ইকবাল,

ব্লগার আহমদ মূসা,

ব্লগার বাংলার দামাল সন্তান,

ব্লগার অজানা পথিক,

ব্লগার তুহিন হাসান,

ব্লগার মুজতাহিদ বাপ্পী,

ব্লগার রিদওয়ান কবির সবুজ,

ব্লগার ফেলানীর ছোট ভাই,

ব্লগার হাসানুল বান্না,

ব্লগার আধা শিক্ষিত মানুষ,

ব্লগার ওসমান গনি,

ব্লগার প্রবাসী আবদুল্লাহ শাহীন।



Rose Rose Rose





বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189613
০৯ মার্চ ২০১৪ রাত ১০:২৬
মিডিয়া ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ রাত ১১:০০
140695
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
189617
০৯ মার্চ ২০১৪ রাত ১০:৩১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও সিবিএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:০৩
140697
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার ধন্যবাদ আমার পথ চলাকে অনুপ্রাণিত করবে।
Happy Happy Happy
189619
০৯ মার্চ ২০১৪ রাত ১০:৩৪
শাহ আলম বাদশা লিখেছেন : ব্লগার চাঁটিগা থেকে বাহারকে ধন্যবাদ পিলাচ স্বাগতম স্বাগতম
০৯ মার্চ ২০১৪ রাত ১১:০১
140696
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া,
কেমন আছেন ? সেই যে দেখা দিয়ে গেলেন এর পর অসুস্থ ছিলেন, তারপর থেকেই আপনার নং হারিয়ে ফেলেছি বলে যোগাযোগ করতে পারিনি । ফেসবুকে ও অনেক খুজেছি । এখন আপনাকে আবারো ব্লগে দেখে অনেক ভাল লাগতেছে । আশা করি নিয়মিত থাকবেন ।
আপনি তখন অনেক কষ্ট করেছিলেন আমাদের জন্য ।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:০৫
140698
শাহ আলম বাদশা লিখেছেন : আাপনার নাম্বার আমার কাছে আছে---৫মাস অসুস্থ ছিলাম। আসলে এই ব্লগের খোঁজ ১বছর কেন পেলাম না--জানিনে। জনকণ্ঠ থেকে পেলাম।
নাম্বার দিলাম-০১৮১৭১১৭৯২৯
০৯ মার্চ ২০১৪ রাত ১১:১২
140707
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পথ হারা মরুভূমির মোসাফিরের মত অনেক ব্লগারকে মেইল করে করে আমি এই ব্লগের ঠিকানা দিয়েছি । আপনাকে দেওয়া হয় নাই ।
আমাদের বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ যখনই বের হতে যাচ্ছিল তখই আমরা মরুঝড়ের কবলে পড়েছিলাম ।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২৪
140726
শাহ আলম বাদশা লিখেছেন : আপনার প্রিয়'র তালিকায় এমনটি হয়েছে--মনে হয়? ফলে এক আপনাদের হারিয়ে অনেক কিছু মিস করেছি-- যাক অবশেষে দেখা হলো--একেই বলে পৃথিবী গোল।
189620
০৯ মার্চ ২০১৪ রাত ১০:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি কি উনার ফটো দেওয়ার সময় উনার অনুমতি নিয়েছেন ?
১০ মার্চ ২০১৪ রাত ১২:০৮
140743
বিদ্রোহী নজরুল লিখেছেন : না ভাইয়া,অনুমতি নিইনি।
এই অনাকাঙ্খিত ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।এবং ক্ষমা প্রার্থনা করছি।Love Struck Love Struck Love Struck
189624
০৯ মার্চ ২০১৪ রাত ১০:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ Rose Rose
১০ মার্চ ২০১৪ রাত ১২:১০
140744
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনিও কিন্তু আন্তরিকতা কম দেখাননি।Winking) Winking) Winking)
189627
০৯ মার্চ ২০১৪ রাত ১০:৫৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :



বাহার ভাই এগিয়ে চলো
মিষ্টির পেকেট জলদি খুলো।
যদি খেতে না পায় মিষ্টি
করবো গ্যাঞ্জাম সৃষ্টি।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:০৮
140704
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ৭নং কমেন্টের জিলাপী আপনার জন্য
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২২
140722
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : গ্যাঞ্জাম সৃষ্টি কইরেন না, আমার ভাগও আপনারে দিয়া দিমুনে Love Struck Tongue
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:০৯
140883
সিটিজি৪বিডি লিখেছেন : বাহার ভাই সুটকি দিয়ে বিরিয়ানী খাওয়াবে। নো টেনশন।
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৬
140916
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আগে মিষ্টি পাটাইয়া দেন। না হয় হারিকেন বন্ধ করে দিমুনে। হারিকেনের আলো জলন্ত থাকাবস্থায় ভালই ভালই মিষ্টি সেন্ট করেন। নাইলে অন্ধকারে গ্যাঞ্জাম সৃষ্টি করলে কেউ রেহাই পাবুনে।
189631
০৯ মার্চ ২০১৪ রাত ১১:০৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এই জিলাপীতে যত প্যাচ, গ্যাঞ্জামের মধ্যে এর চেয়ে ৭গুণ বেশী প্যাচ ।

/blog/bloggeruploadedimage/rashic/1394384774.jpg[/img]
১০ মার্চ ২০১৪ রাত ১২:১৫
140745
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমি কিন্তু জিলাপীতে রাজিনা।Winking Winking
"ফুলকলির"মিষ্টি চাই।Waiting Waiting Waiting
১০ মার্চ ২০১৪ রাত ০১:৩৫
140770
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার গুলা কই
১০ মার্চ ২০১৪ রাত ০২:৫১
140783
বিদ্রোহী নজরুল লিখেছেন : বাহার ভাই "এনামুল মামুন১৩০৫" আর আমার মিষ্টিগুলো পার্সেল পাঠিয়ে দিন।<:-P <:-P <:-P
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
140922
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : খবরদার! আমি থাইকতে এক্কান জিলাপিতেও কেউ হাত দিতে পারবে না। অবশ্য মূখ দিলে কুনো আপত্তি করমুনে।
189683
১০ মার্চ ২০১৪ রাত ০২:১০
জোবাইর চৌধুরী লিখেছেন : গৌরবে সৌরবে এগিয়ে যাক চিবিএফ। শুভ কামনা রইল।
189684
১০ মার্চ ২০১৪ রাত ০২:১১
জোবাইর চৌধুরী লিখেছেন : সরি সিবিএফ..
১০ মার্চ ২০১৪ রাত ০২:৪৭
140782
বিদ্রোহী নজরুল লিখেছেন : পূর্ণহোক সকলের চাওয়া-পাওয়া।
আমার ব্লগ বাড়ীতে বেড়াতেে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।Happy Happy Happy
১০
189692
১০ মার্চ ২০১৪ রাত ০২:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : সিবিএফ কেন্দ্রিয় আহবায়ক কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা । সাথে আপনাকে ও ।
১০ মার্চ ২০১৪ রাত ০৩:০৫
140784
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
১১
189698
১০ মার্চ ২০১৪ রাত ০৩:০১
দ্য স্লেভ লিখেছেন : ব্লগার চাঁটিগা থেকে বাহার ভাইকে ভাবতাম যুবক,এখন দেখী বুড়া যওয়ান...মাই নেম ইজ খান ভাইকে ভবিতাম বুড়া,পরে দেখী যুবক....সত্যিই দুনিয়া বদলে যাচ্ছে...। জাজাকাল্লাহ খায়রান ভায়েরা...
১০ মার্চ ২০১৪ রাত ০৩:০৯
140786
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার মতই আমার ধারনা ছিল...!!!
আপনাকে অসংখ্য ধন্যবাদ। Winking) Winking) Winking)
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:০৮
140882
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা......আমারও বয়স বেশী হয়নি।
১১ মার্চ ২০১৪ রাত ১২:৩৩
141187
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এখানে কৃতিত্বটা কার ? আপনাদের ? নাকি আমার ?Happy>- Happy>-
১২
189765
১০ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সাগর পাড়ে বাহার ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছেন উনি কে?

আম্নে ছবিগুলান কোথ্থেকে চুরি কর্লেন খোলাসা কইরা কন।

নবঘোষিত কমিটিকে অভিনন্দন।




১০ মার্চ ২০১৪ সকাল ১১:০২
140847
বিদ্রোহী নজরুল লিখেছেন : উনি হচ্ছেন (CBF) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ★ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট ★
ছবিগুলো সুইস ব্যাংকা এর লকার থেকে চুরি করেছি। Winking Winking

ধন্যবাদ।
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:০৮
140881
সিটিজি৪বিডি লিখেছেন : ওনি আমাদের প্রেসিডেন্ট..
১৩
189800
১০ মার্চ ২০১৪ সকাল ১০:২০
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।
১০ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
140849
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ। Good Luck Good Luck
১৪
189903
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:০৭
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন। আমাদের সাথেই থাকুন।
১১ মার্চ ২০১৪ রাত ১২:৪৩
141199
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ।
ইনশা আল্লাহ।
১৫
189910
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
ইকুইকবাল লিখেছেন : সুন্দর লেখার জন্য বিদ্রোহী নজরুল ভাইকে ধন্যবাদ।
ভাই আপনার কাছে একটি সত্য কথা জানতে চাচ্ছি- ফেসবুকে সুমাইয়া নজরুল কি আপনার আইডি ছিলো? যা মেয়ে থেকে এখন ছেলেতে রূপ নিয়েছে? আশা করি জানাবেন।
১১ মার্চ ২০১৪ রাত ১২:৪৯
141200
বিদ্রোহী নজরুল লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকেও মোবারকবাদ।

জি ঐ আইডিটা আমার হবু বউয়ের নামেই চালাতাম। নামের পাশে অবশ্যই ★ছদ্মনাম★ লিখা ছিল... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৬
190561
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৮
ভিশু লিখেছেন : আন্তরিক অভিনন্দন!
Rose Rose Rose
Happy Good Luck
Praying Praying Praying
১১ মার্চ ২০১৪ রাত ১০:৩৩
141830
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকেও আন্তরিক অভিনন্দন। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File