শাহ আলম বাদশার ছড়া
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৮ মে, ২০১৬, ০৯:৫২:০৯ রাত
শাহ আলম বাদশার ছড়া
শব্দের মারপ্যাঁচ
শব্দেরই মারপ্যাঁচে
মাথাটাই গ্যাছে গ্যাছে
‘মার’ মানে কিল যে?
'মার' কেন প্যাঁচে রে
মরতেই গ্যাছে রে
উহু মুশকিল যে?
'হাত' নাকি 'টান' হয়
খুব অসম্মান হয়
ধরাটাই পড়লে;
হাত কি টানা যায়
ছিঁড়ে যাক মানা যায়-
টানাটানি করলে?
'নাককাটা' কীরে ভাই
এসবেও আমি নাই
কাটাকাটি থাকনা;
কারো নাককাটা যায়
লজ্জায়ও হাঁটা দায়
যাক তবে যাক না!
————————
বাঁশ ঠাসঠাস
আছি আমি কী পদে
ভাবে নাতো কেউরে
আমি যেন ফেউ রে
পড়েছি কী বিপদে!
দোতলায় বাস করে
তিনিও অফিসার
সারাদিন চাষ করে
উহ কীযে অবিচার।
যত আছে ময়লা
ছেঁড়েফাঁটা কয়লা;
ছুঁড়ে দেয় নিচে হায়
যতবলি মিছে হায়-
মোটা তার চামড়া।
বলদ ওই দামড়া।।
কী করি কী করি
কী জ্বালা ছিঃ মরি
ওপরেও করে ধুমধুম
মারে আর ভাঙায় ঘুম।
এইবার পেয়ে যাই বুদ্ধি
মাঝরাতে চালাই যে শুদ্ধি;
নিয়ে এক বড়বাঁশ
ছাদে মারি ঠাসঠাস।
পরদিন এসে বলে ভাই
আর নয় ঠাণ্ডালড়াই!
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সুন্দর কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন