রঙ্ধনুরঙ ভালোবাসা
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৩ নভেম্বর, ২০১৫, ০১:০৩:২০ দুপুর
রঙ্ধনুরঙ ছড়িয়ে দেবো
তোমার মনে
ভালোবাসায় জড়িয়ে নেবো
আমার সনে।
লালরঙ দিয়ে তোমায় আমি
রাঙ্গাবো
রাগলে তোমার রাগটা আমি
ভাঙ্গাবো।
নীলরঙ দিয়ে ভরিয়ে দেবো
নীলাকাশ
তোমার আহা ছড়িয়ে দেবো
দীলাকাশ!
হলুদশাড়ির রঙটা দেবো
গাঁদাফুলের ঢঙটা দেবো
সাদায় সাদায়
দেখবো এবং খবর নেবো
কেসে কাঁদায়?
আসমানিরঙ পেলেও আহা
অবুঝ হবেই
সবুজপেয়ে খেলেও আহা
সবুজ হবেই!
বেগুনীরঙ দারুণ কীযে
সেটাও দেবো
কমলাপাগল আমিই নিজে
এটাও দেবো।
আমায় শুধুই দাও কথা দাও
এরপর হায় যাও কোথা যাও
কাঁদবো নাতো
সুখটা এতেই পাও যদি পাও
বাঁধবো নাতো।
মানুষের মন ভেঙ্গো না আর
ভাঙবে না
আকাশ-কুসুম মেঙো না আর
মাঙবে না!!
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন