হিংস্রশ্বাপদ
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২২ নভেম্বর, ২০১৫, ১১:১০:২২ সকাল
দু'গাছের পৃথক দুটি গোলাপে কী আছে ফারাক
হুবহু কি পাওনা একই রূপ-রঙ কিংবা আকার?
বলো বন্ধু, দুইফুলে কী ফারাকটা খুঁজে পাও
নাকি পাও শুধুই বিমুগ্ধমধুর এক সুঘ্রাণ!
সাদাকালো মানুষেও কি হবেনা রকমফের
নর-নারীছাড়া আর কী আছেই বা প্রভেদ
মা-বউ, বোন-মেয়েরও কি নেই বাছবিচার
গোলাপের চেয়েও আলাদা কি কিছু খুঁজে পাও?
গোলাপ তো ফোটে তোমারই জন্য
তোমার জন্যও আছে তো বউ, নাকি বোন?
তবে কেনো হতে যাও তুমি বন্য!
সবগোলাপই ভোগ করে যাও বাধা নেই
নারীর বেলায় বলো, কী আছে বিধান
তারা কি সবাই তবে মধুর গোলাপফুল
নাকি তুমিও মদমত্ত মাতাল ভ্রমর-মৌ!
কেনো তবে আজ, কেউ ভীত কেউ নিরাপদ
তুমি কি বন্ধু, হায়েনা কিংবা হিংস্রশ্বাপদ?
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবেই না অন্যরা তাকে সম্মান করবে।
মন্তব্য করতে লগইন করুন