এইডসের কীট
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০১ মার্চ, ২০১৫, ১০:৪২:১৫ রাত
সংসারধর্ম বিবেকের মাথাখেয়ে-দেয়ে
বেশরম পতিতা হয়ে যে নারী
আশ্বিনী কুকুরের মতো আদিমচালে
সততঃ চালায় কদর্য ব্যভিচার
সে কেমনে কর্মী হয় যৌনকর্মী
বুঝেই তো আসেনা আমার?
দুর্গন্ধবাহক যৌনদাসী এইডসের কীট
সে যদি পায় কর্মীর পবিত্র খেতাব
সন্ত্রাসী-চোর-ডাকাত-খুনীর তবে
কী নাম দেবে, কী হবে তার পরিচয়!
কুকর্মক্লান্ত ধর্ষক-পাচারকারী দস্যুও বলো
কেনোইবা পাবেনা কর্মীখেতাবের ছাড়;
বুঝেই তো আসেনা আমার।।
কানাছেলের নামরেখে পদ্মলোচন
করা কি যায় তার দুর্ভাগ্যমোচন?
ভ্রান্তনারীরও নতুন নামের খোলস
পারবে কি ভেঙ্গে দিতে আত্মবোধের দেয়াল;
কিংবা এইডসের কিলবিল কীটাণু তামাম
রাতারাতি পেয়ে যাবে প্রতিষেধক তার
এবং কলঙ্কও ঢেকে দেবে এই মধুনাম
বুঝেই তো আসেনা আমার!!
বিষয়: সাহিত্য
১২৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন