অস্বীকার করবে কোন অবদান!
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৪ জানুয়ারি, ২০১৫, ১০:৪৩:২২ রাত
(২)
কাব্যানুবাদঃ শাহ আলম বাদশা
সেইতো দুই সূর্যোদয় ও দুই সূর্যাস্তের রব
তবে তোমরা অস্বীকার করবে তার কোন অবদান!
সেই করেছে পাশাপাশি দুই দরিয়াও প্রবহমান—
দুয়ের মাঝে রেখেই এক অদৃশ্য অন্তরাল
যা তারা কক্ষনো করেও না পরস্পর অতিক্রম।
তবে তোমরা তার কোন অবদান করবে অস্বীকার?
———————————————————
তারই নিয়ন্ত্রণাধীন পর্বতসম জাহাজ সাগরে ভাসমান–
তবে তোমরা করবে অস্বীকার তার কোন অবদান!
———————————————————
ভূপৃষ্ঠের সবইতো নিশ্চিত ধ্বংসশীল আর
মহামহিম রবের সত্ত্বাই কেবল রবে চিরদিন;
তবে তোমরা কোন অবদান তার করবে অস্বীকার?
তারই মুখাপেক্ষী নভোমণ্ডল-ভূমণ্ডলের সবাই
সেতো অলস-অক্ষম নয়, কর্মকাণ্ডেই রত সর্বদাই;
তবে তোমরা করবে অস্বীকার তার কোনকোন ঋণ!!
[সুরা আররহমানঃ ১৭-৩০ আয়াত (চলবে)]
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন