কোন অবদান করবে অস্বীকার?

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০২ জানুয়ারি, ২০১৫, ১১:৫৩:৪১ রাত

(কাব্যনুবাদঃ শাহ আলম বাদশা)

করুণাময় শিক্ষা দিয়েছে কুরআন

সৃজন করেছে মানুষ, শিখিয়েছে বর্ণনা আর

চন্দ্র-সূর্যতো নিয়ম ও হিসেবের দাস;

তৃণলতা-গাছাপালাও সেজদা করে তার!

সেইতো সমুন্নত করেছে মহাকাশ

এবং তুলাদণ্ড এক করেছে স্থাপন

ওজনে যেনো না করে সীমালঙ্ঘন কেউ;

মানুষ ও জীন, তোমরা পরিমাপে হও ন্যায়বান

কাউকেই দিওনা প্রাপ্যতার এতটুকু কম?

সেই গড়েছে জীবের জন্যই বিশ্বচরাচর

যার বুকজুড়ে আছে ফলমূল বেশুমার

এবং বহিরাবরণযুক্ত খেজুর;

আর আছে খোসাওয়ালা শস্য-সুগন্ধি ফুল!

বলো তবে, তার কোন অবদান করবে অস্বীকার?

পোড়ামাটির মতোন শুষ্কমাটি থেকে মানুষ

আর অগ্নিশিখা থেকে জীন সে করেছে সৃজন।

বলো তবে, করবে অস্বীকার তার কোন অবদান?

[সুরা আর রহমানঃ ১-১৬ আয়াত (চলবে)]

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File