মানুষতো পশু নয়
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৬ জুলাই, ২০১৪, ১১:০৬:৫৬ সকাল
মানুষতো পশু নয় কিংবা নয় লাগামহীন
লক্ষ্যহীন নয়তো মোটেও আহা জীবনটা তার
মানুষতো পশু নয়, নয় কোনো চির উদাসীন
জন্মমৃত্যুর কঠিন শিকলেই বন্দী আল্লাহর।
মানুষতো পশু নয়, নয়তো কোনো বন্য অজ্ঞান
হীনাচার-পশ্বাচার তো মজ্জাগত স্বভাব নয়
সেরাসৃষ্টির সেরাজীব সে সুতীক্ষ্ণ বিবেকবান
তবু কেনো বুঝিনা লালসা-ফেসাদবন্দী সে হয়?
মানুষতো পশু নয় অনিন্দ্য এক মাখলুকাত
জগতটা অধীন তার নিজেও সে খোদার দাস
দায়িত্বহীন নয় সে মোটে চির খলিফার জাত
মানুষের হোক সে গোলাম কোথা সেই অবকাশ?
নিজেও তো সে নিজের নয় বিধাতার আমানাত
সরাইখানায় তার শুধু ক্ষনিকের বসবাস।।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই
মন্তব্য করতে লগইন করুন