ওবামার হুঁশ নাই

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৪ জুলাই, ২০১৪, ০৮:৫৩:৫৯ রাত



ওবামা’র হুঁশ নাই

চায় শুধু যুদ্ধ

নাই তার খুশ নাই

কী ভিষণ ক্রুদ্ধ?



খেয়ে নিলো আফগান

পেটে গেলো ইরাকও

সাথী ছিলো শয়তান

পাগলাটে শিরাকও!



ইজরাইল সাথী তার

ফিলিস্তিন দমনে

নারী-শিশু হত্যার

পরপর সাধুসাজে

কুটনীতি গমনে!!



ইরানেও চোখ তার

দখলেই ঝোঁক তার

কী ভিষণ ঘৃণ্য

দখলের জোতদারী

পরধনে পোদ্দারী

করে দাও ছিন্ন

বিষয়: বিবিধ

৮১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247890
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:০৬
এনামুল হক এনাম লিখেছেন : অনেক সুন্দর ছড়া।
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:৫৬
192491
শাহ আলম বাদশা লিখেছেন : ধন্যবাদ আপনাকে ভাই Good Luck Good Luck
247892
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:১৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:৫৭
192492
শাহ আলম বাদশা লিখেছেন : আপনাকেও ফুলেল শুভেচ্ছা Good Luck Good Luck
247894
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : এই ওবামাই কিন্তু ক্ষমতায় আসার ৩ সপ্তাহের মধ্যে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনিত হয় এবং পায়ও ।

এখন ওবামার কাজ কারবার কি শান্তি স্থাপনের পক্ষে যায় ?


২৪ জুলাই ২০১৪ রাত ১০:০০
192493
শাহ আলম বাদশা লিখেছেন : শয়তানের বাচ্চার চৌদ্দগোষ্ঠি মুসলিম, সে মুসলিম নামধারী হয়ে খ্রিস্টান সেজে এখন মুসলিমনিধনে ব্যস্ত
247900
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:৩৯
ভিশু লিখেছেন : অথচ ইলেকশনের সময় এই লোকটিকে অনেক ভালো মুসলিমদেরকে অনলাইনে ডলার পাঠাতে দেখেছি অ্যামেরিকায়!
২৪ জুলাই ২০১৪ রাত ১০:০১
192494
শাহ আলম বাদশা লিখেছেন : সে মুসলিম নামধারী শয়তান একটা-তাই অনেকেই একাজ করেছে
247947
২৫ জুলাই ২০১৪ রাত ১২:১৪
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর ছড়া। বিশ্ব মোড়লদের কাছে সব দোষ শুধু ইসলামে। মালয়েশিয়ান এয়ারলাইন্স ভূপাতিত করা হল কারো টু শব্দটি নেই। এটা কোন মুসলিম দেশ করলে সন্ত্রাসী হামলা বলে এতক্ষনে কয়েকদফা হামলা হয়ে যেত। যুদ্ধপ্রিয় এসব জাতিই আবার শান্তির বানী শোনায়। ধন্যবাদ আপনাকে।
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:০৮
192790
শাহ আলম বাদশা লিখেছেন : মুসলিমরাই নিজেদের ব্যাপারে সোচ্চার নয় বলেই এ অবস্থা Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File