শিশুসাহিত্যিক টিপু কিবরিয়া শিশুনির্যাতন এবং শিশুপর্ণগ্রাফি তৈরি ও ব্যবসায়ের দায়ে গ্রেফতার!!

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১৩ জুন, ২০১৪, ০২:৫৪:১৯ রাত

আমাদের দেশের গুণীজন কিছু শিক্ষক, সাহিত্যিক নারী-ছাত্রীধর্ষণ এবং শিশুনির্যাতনে যেমন পটু তেমনই এরা রক্ষকেজেও ভক্ষক হয়ে থাকে, যা আমাদের মিডিয়ার দরুণ আমরা মাঝে মাঝে জানতে পারি। কিন্তু সব ঘটনা কিন্তু জানা যায়না আড়ালেই থেকে যায়। তবে মজার ও সান্ত্বনার বিষয় এই যে, এসব নরাধমের সবাই হয় নাস্তিক না হয় ইসলামবিরোধী বেনামাজীর দল, ইসলামী ব্যক্তিত্ব কেউ নন।

পিতাতুল্য শিক্ষক ছাত্রীদের ধর্ষণ ও নির্যাতন যেমন করে তেমনই শিশুসাহিত্যিক নামধারীরাও শিশুদের জন্য কাজ করার কথা হলেও তারা আজকাল নির্যাতন করে সেই অবুঝ শিশুদের পর্ণগ্রাফি বানিয়ে বিদেশেও পাচার করে এবং টাকা অর্জন করে।

দেখুন তবে খবরটি

শিশুদের নিয়ে পর্নোগ্রাফি তৈরি করে বিদেশে সরবরাহের অভিযোগে শিশুসাহিত্যিক টিপু কিবরিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।




পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার রাজধানীর মুগদা ও খিলগাঁও থেকে তাঁদের গ্রেপ্তার করে।

সিআইডি’র পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) আশরাফুল ইসলাম জানান, বিদেশি ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী পর্নোছবি বানিয়ে জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও যুক্তরাজ্যে পাঠাতেন শিশুসাহিত্যিক টিপু কিবরিয়া। এই অভিযোগ পাওয়ার পর রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে টিপু কিবরিয়া ছাড়াও তার আরও দুই সহযোগীকে পর্নোছবি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাকি দু’জন হলেন, নুরুল আমিন নুরু ও শাহারুল ইসলাম।


তাদের গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকাল ৪টায় সিআইডি’র সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সিআইডি’র পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) আশরাফুল ইসলাম।

তিনি জানান, ৩ থেকে ৪ শ’ টাকার লোভ দেখিয়ে পথশিশুদের দিয়ে টিপু দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন দেশে সরবরাহ করে আসছিলেন। তারা মূলত ছেলে শিশুদের দিয়ে পর্নোগ্রাফি বানাতেন।

টিপু কিবরিয়ার আসল নাম টি আই এম ফকরুজ্জমান। তিনি মূলত একজন ফ্রি-ল্যান্সার ফটোগ্রাফার। আর এসবের আড়ালে তিনি পর্নোছবি বানিয়ে ব্যবসা করতেন বলেও জানান আশরাফুল ইসলাম।

তিনি জানান, সম্প্রতি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের অনুরোধে শিশু পর্নোছবি বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। এর ধারাবাহিকতায় রাজধানীর খিলগাঁও এলাকার তারাবাগের বাসা থেকে টিপু কিবরিয়াকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মানিকনগরের মুগদা এলাকায় অবস্থিত পর্নোছবি বানানোর স্টুডিওতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় এক ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ পর্নোছবি,কম্পিউটারের হার্ডডিস্ক, স্টিল, ভিডিও ক্যামেরা, ল্যাপটপ ও ৭০টি লুব্রিকেটিং জেল উদ্ধার করা হয়।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ( অর্গানাইজড ক্রাইম) শাহ আলম জানান, এ পর্নো ছবিগুলো বিক্রি করে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি এক্সটচঞ্জের মাধ্যমে বিদেশ থেকে টাকা আনতেন টিপু। এক একটি পর্নোছবি মোটা অংকের টাকায় বিক্রি হত বলেও জানান তিনি।

এ বিষয়ে মুগদা থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃতরা তিন দিনের রিমান্ডে আছেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।

আরেকটি ঘটনা না বলে পারছিনা। আমি নিজেও শিশুসাহিত্যিক হিসেবে চরম লজ্জিত ও অপমানিত এসব কুলাঙ্গারদের জন্য।

আমি ১৯৭৭ সাল থেকে লেখালেখি করি কিন্তু কখনো ব্যবসায় করিনি সাহিত্যের নামে। অনেকেই আমাকে আমার বই ছাপানোর বা যৌথগ্রন্থ ছাপানোর নামে টাকা চাইলেও আমি দেইনি। ফলে প্রায় ৪০ বছর লেখালেখি করেও আমি নিজের টাকায় এখনো কোনো মৌলিক বই ছাপিনি।







অথচ টিপু কিবরিয়ার মতোই ভোরের কাগজের সহ-সম্পাদক তথাকথিত এক ছড়াকার অশোকেশ রায় বাচ্চাদের ছড়াছাপানোর নামে দীর্ঘদিন লাখ লাখ টাকা মেরে দিয়ে ব্যবসায় করে খাচ্ছে। ২০০৬ সালে এই প্রতারকের লেখা আহবানের ফলে আমার দু'মেয়ের অনুরোধ ও দাবিতে তাদের ছড়াছাপানোর জন্য আমি নিজহাতে জনপ্রতি ৫০০/= দেই অশোকেশ রায়কে।





ঘোষণানুযায়ী তার বইয়ের নাম হবে'' ছড়াগুলো লিখেছে ছোটরা'' কিন্তু আজ ২০১৪ সালেও সেই বই সে বের করেনি। ছোটদের কাছে নেয়া টাকাগুলোও ফেরত দেয়নি এই প্রতারক। সে কতো টাকা কামাই করেছে শিশুদের নামে? আসলে এদের সবার চরিত্র এক।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234398
১৩ জুন ২০১৪ রাত ০৩:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুই নাম্বার পাবলিক রা সব সময় দুই নাম্বারিই করবে। টিপু কিবরিয়া প্রধানত রহস্য পত্রিকা ও কিশোর পত্রিকাতে লিখত।
১৩ জুন ২০১৪ রাত ০৩:০৮
181101
শাহ আলম বাদশা লিখেছেন : জানি, সে আমার লেখাও ছাপাতা। কিন্তু এতোটা জানোয়ার ধরা না পড়লে জানতেই পারতাম না।
234441
১৩ জুন ২০১৪ সকাল ০৮:১৫
নূর আল আমিন লিখেছেন : ভাই তাদের বিরুদ্ধে কিছু বলবেন না তারা চেতনার ধারক বাহক
১৩ জুন ২০১৪ সকাল ১০:৩৮
181151
শাহ আলম বাদশা লিখেছেন : মজার ব্যাপার দেখেন এই জঘন্য পাপীকে শিবির বানিয়ে ছেড়েছে এক শয়তান; লিঙ্ক-http://www.somewhereinblog.net/blog/talpatarshepaibd/29957859

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File