তথ্য কমিশনের বুলেটিন
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৫ জুন, ২০১৪, ০৯:৫১:৩৪ রাত
তথ্য অধিকার আইন বাস্তবায়নে নিয়োজিত তথ্য কমিশনের কার্যক্রমের একটি বড় অংশ হচ্ছে--সরকারি-বেসরকারি অফিসার, এনজিও প্রতিনিধি, ইমাম, অন্যান্য ধর্মীয় গুরু, মুক্তিযোদ্ধা, আলেম, সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণদান।
এছাড়াও যারা তথ্যবঞ্চিত হন, তাদের মামলাগুলোর বিচারিক কার্যক্রম পরিচালনা করাও একটি কাজ। দেওয়ানী আদালত হিসেবে প্রতিমাসেই কমিশন ট্রাইব্যুনাল পরিচালনা করে অভিযোগকারীদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করে থাকে। এতে যারা তথ্য দিতে চায়না, তাদের বিভিন্ন শাস্তির বিধান করাও হয়।
পাশাপাশি শিশুসাহিত্যিক শাহ আলম বাদশা'র সম্পাদনায় নিয়মিত একটি বুলেটিন প্রকাশ করে থাকে, যা ইতোমধ্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
সর্বশেষ সংখ্যাটি পড়তে ক্লিক করুন এখানে
এছাড়াও তথ্য কমিশনের কার্যক্রম জানতে ক্লিক করুন এখানে
ফেসবুকপাতা দেখুন
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তথ্য কমিশন এবং এর কমিশনার দের আচরন দেখে এইটা নিয়ে কোন আশা পোষন করিনা।
ভালো লাগলো।
মন্তব্যই বেশি করেন---১ম হবেন নাকি?????
আপনের পরিচিতি জেনে মাথায় গ্যাঞ্জাম লেগে গেলো।
আমার কমেন্ট পছন্দ না অইলে মুইচ্ছ্যা দিবার পারেন। কুনো সমস্যা নেই। আমার হাতে ক্ষেমতা নেই আপনের ব্লগ পাতায় আমার কমেন্ট মুছে দেওনের।
মন্তব্য করতে লগইন করুন