বাংলাবানান ও শব্দগঠনঃ ভুল শুধু ভুল-২

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২০ মে, ২০১৪, ১২:০৮:৩৮ রাত



প্রথম পর্বের মন্তব্যে আহমদ মুসা লিখেছেন : সাহিত্য চর্চা (ভুল, হবে সাহিত্যচর্চা ) ধীরে ধীরে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এ সুযোগে ভাষার ব্যকরণ বিদ্যার(ভুল, হবে ব্যকরণবিদ্যার) প্রতি বেখবর অনেক মানুষ নিজের অনভূতি প্রকাশ (ভুল, হবে অনভূতিপ্রকাশ) করতে পারছে সহজেই। সামাজিক যোগাযোগের তথ্য প্রযুক্তিয়ানের(ভুল, হবে তথ্যপ্রযুক্তিয়ানের) ফলে আজ অনেক অক্ষরজ্ঞানসম্পন্ন(সঠিক) মানুষও তাদের ভাব বিনিময়(ভুল, হবে ভাববিনিময়) করছেন সহজেই। মনে হয় অদূর ভবিষ্যতে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের জন্য নতুন কোন পদ্ধতি উদ্ভবন করার প্রয়োজন হতে পারে।

আমাদের মত অনেক আনাড়ি লোকরাও(ভুল, ডবল বহুবচন নয়) আজ ব্লগিং, ফেইসবুকিংয়ের সুবাদে লেখালেখির সাথে জড়িত হয়ে গেছি। যদিও প্রচলিত সাহিত্য বিচার বিশ্লেষণের(ভুল,সাহিত্যবিচার-বিশ্লেষণের) ক্ষেত্রে আমাদের লেখাগুলো বিচার্য কোন সাহিত্যেপাদান(ভুল,সাহিত্যোপাদান) নয়। তার পরেও (ভুল, তারপরেও) আমরা ফ্রি ল্যান্সিংয়ের(ভুল,ফ্রিল্যান্সিংয়ের) সুযোগে নিজের অনুভুতিগুলো প্রকাশ ও প্রচার করেই যাচ্ছি।

আজকাল মোবাইল কোম্পানীগুলো তো আরো কয়েক ধাপ এগিয়ে ইংরেজী অক্ষর দিয়ে আমাদেরকে বাংলা বানান(ভুল,বাংলাবানান) শিখাতে দায়িত্ব কাধে তুলে নিয়েছেন! অথচ তারা গ্রাহকদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার অফারগুলো(ভুল, ডবল বহুবচন হবেনা) সরাসরি বাংলাতেই বার্তা পাঠাতে পারতেন। কিন্তু তারা সেদিকে আগ্রহী না।

জবাবে শাহ আলম বাদশা লিখেছেন :আসলে তার কথায় যুক্তি আছে এবং বাংলা একাডেমীর উচিত সেটাও আমলে নেয়া এবং বানানে আরো সহজ পদ্ধতি চালু করা যাতে একই রীতি চালু থাকে। নতুবা বাংলাভাষাও আঞ্চলিক ভাষায় রূপান্তরিত হতে বেশী দেরী নেই। এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে, মন্তব্যকারী ভাইদের লেখা নিয়েও আমি আমার আলোচনা এগিয়ে নিয়েছি নিছক পজিটিভ দিক ভেবে কাউকে ছোট করতে নয়।



চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বাংলা বানান(ভুল) নিয়ে খুব টেনশানে আছি । আমার মনে হয় অনলাইনে বাংলা বানানের উপর (ওপর) পাঠশালা থাকা দরকার।

তার সাথে আমি একমত; আসলে আমাদের বাংলাবানানরীতি এবং বাংলিশ থেকে আমাদের নবপ্রজন্মকে বাঁচাতে বাস্তবে এবং অনলাইনে পাঠশালা থাকলে মন্দ হয়না। আমি এমন একটা সাইট শীগগির চালু করার কথা ভাবছি।



লোকমান লিখেছেন : [b]বাংলাবানান নাকি বাংলা বানান? আমার ''বাংলাবানান'' শব্দটি ভুল ভেবে তিনি সন্দেহপ্রকাশ করলে আমি বলি ''বাংলাবানান'' সঠিক যেমন সঠিক বাংলাদেশ। কিন্তু তিনি ব্যকরণ না জানাসত্ত্বেও আমাকে কিছুটা চ্যালেঞ্জের সুরে লেখেন-লোকমান লিখেছেন : বাংলাদেশ একটি শব্দ হলেও বাংলা বানান একটি শব্দ নয়।



ফলে আমি জবাবে যা বলি- ''কী করে বুঝলেন একটা একশব্দ আরেকটা একশব্দ[/b নয়? ব্যাকরণ না জেনে এভাবে বলা ঠিক নয়--[b]শব্দগঠন হয় অনেকভাবে; যেমন-কারক, উপসর্গ, সমাস, সন্ধি ইত্যাদি পন্থায়। আমি শব্দগঠন লিখেছি যা সঠিক। এটা কারকের নিয়মে হয়েছে যেমনঃ শব্দের গঠন=এর সপ্তমী বিভক্তি লোপ পেয়ে হয় শব্দগঠন। তেমনই বাংলা এবং দেশ পৃথক পৃথক দুটো শব্দ মিলেই বাংলাদেশ হয় এবং এটি এভাবেই একটিমাত্র শব্দে রূপান্তরিত হয়েছে।'' তেমনই কলেজছাত্র, (কলেজের ছাত্র), বিমানবন্দর (বিমানের বন্দর), মহা যে সাগর=মহাসাগর, বাংলাবানান ইত্যাদি গঠিত হয়েছে।



এখানেই বলে রাখি-একাধিক বর্ণের অর্থবোধক মিলনে যেমন শব্দ গঠিত হয় তেমনই একাধিক শব্দ মিলেও কিন্তু একটি শব্দ হয়, যা আমরা খেয়াল করিনে। যেমন মন্তব্যকারী ভাই বাংলাদেশকে একটি শব্দ বলে মানলেও বাংলাবানানকে কিন্তু একশব্দ মানতে পারেননি? যেমন অনেকেই একটি নামবাচক শব্দ বা নাউনকে বিভক্ত করেন এভাবে--এল্ডার ব্রাদার=বড় ভাই (হবে বড়ভাই)। এর মানে দাঁড়ায় যে, একজন বড়ভাইকে আমরা দ্বখণ্ডিত করে বড় ভাই করে দিলাম আরকি? যেমন একটাকা, এককাঠা, মন্তব্যকারী, অর্থবোধক, নামবাচক, নারীনেতৃত্ব ইত্যাদি সঠিক শব্দ।



আরেক ভাই সমালোচক লিখেছেন : ৯০-এর দশক থেকে দেশে চালু হয়েছে নারী নেতৃত্ব (ভুল, হবে নারীনেতৃত্ব); আর সে কারণে হাদীসের বাণী অনুযায়ী দেশে বিশৃংখলা বেড়েছে চরম আকারে । আর তার-ই (ভুল, তারই ) সাথে বানানের-ও (ভুল, হবে বানানেরও) দুর্গতি বেড়েছে কিনা কে জানে?!



সাধারণত: এই ধরণের মৌসুমী লেখা বছরের একটা বিশেষ সময়ে-ই (ভুল,সময়েই) দৃষ্টিগোচর হয়। এপ্রিল যাই যাচ্ছি করছে আর এমন (অ)সময়ে (ভুল নয় বিশেষ দ্রঃ আরকি) আপনার বানান নিয়ে দু:শ্চিন্তা(ভুল, হবে দুশ্চিন্তা) আপনার ভাষার প্রতি মমত্ববোধকে(সঠিক) প্রস্ফুটিত করে তুলেছে !

আপনি যে ভুল লিখতে গিয়ে “ভূল” করেননি সেজন্য সাধুবাদ না জানিয়ে পারছি না ।

অনেকের কম্পিউটারে কিছু বিশেষ বাংলা শব্দ (ভুল, বাংলাশব্দ) কম্পোজের অক্ষমতা, অজ্ঞতা, যুক্তাক্ষর বর্জন(ভুল,যুক্তাক্ষরবর্জন) প্রবণতা এমনকি দ্রুত লেখার প্রচেষ্টা-ও (ভুল,প্রচেষ্টাও) বানানের ধর্ষণযজ্ঞ (সঠিক) বাড়িয়ে দিয়েছে বললে অত্যুক্তি হবে না । যেমন, উৎপাদন হয়ে গেছে উতপাদন ।

কোথায় স, শ, ষ লিখতে হবে আমাদের সে জ্ঞানবুদ্ধি (সঠিক) লোপ পেয়েছে । ড. না ডঃ হবে সে ঘূর্ণিপাকে(সঠিক) আমরা এখনো চক্কর খাচ্ছি । মাদ্রাসা পড়ুয়ারা অনেকে খোদ তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে(সঠিক) মাদরাসা লিখছে এবং লেখাপড়ার (চলিত ও সঠিক) বদলে লিখাপড়া(সাধুভাষা) করছে ! চন্দ্রবিন্দু তো হারিয়ে যাবার পথে...

সামনের দিনগুলোতে(সঠিক) হিন্দীর প্রভাবে পড়ে বাংলার অপভ্রংশ হিসেবে বাংদী নামক শংকর জাতীয় (ভুল,শংকরজাতীয় ) ভাষা ও বানানের উদ্ভব হলে আশ্চর্য হবার কিছু থাকবে না ।

আপনি পরবর্তী পর্বগুলো লিখতে থাকুন । পরে আরো মন্তব্য করা যাবে।



এই ভাই সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, যা আমার ভাল্লেছে এবং তাকে নিম্নরূপ জবাব দিয়েছি। তবে তার লেখার সূত্র ধরে তারও সামান্য কিছু অসাবধানতাবশতঃ ভুল বানান সবার জন্য চিহ্নিত করেছি শেখার জন্য, যা তাকে ছোট করার জন্য নয় আদৌ।



শাহ আলম বাদশা লিখেছেন : আাপনার যৌক্তিক সমালোচনার সাথে সহমত। আমি অবশ্য কীবোর্ড/কিবোর্ডের টাইপজনিত ভুলের কথা বলিনি। আপনি সাধু-চলিত মিশ্রণের কথা বলেছেন, যা তেমন দূষণীয় নয়। কিন্তু আমি শব্দকেই বিভক্ত করার বিষয়টিকেই জোর দিয়েছি, যেমন হবে শংকরজাতীয়, ভূমিসংক্রান্ত,, নথিসংক্রান্ত, সংশ্লিষ্ট নথি, জাতীয় ঘটনা ইত্যাদি যার ফারাক আমরা করতে পারিনে। একশব্দের বানান দেখুন এবার-মৃত্যুসংবাদপ্রাপ্তিসাপেক্ষে , কিংকর্তব্যবিমূঢ়

এ পর্বে বানানসম্পর্কিত কিছু ছবি ব্যবহার করেছি-সেখানে কতো যে ভুল আছে, তা পরবর্তী পর্বে আলোচনা করতে চাই। (চলবে)

প্রথম পর্ব পড়ুন এখানে

বিষয়: বিবিধ

১৭৮১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223561
২০ মে ২০১৪ রাত ০১:০৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ মে ২০১৪ রাত ০২:০০
170894
শাহ আলম বাদশা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
223570
২০ মে ২০১৪ রাত ০২:০৩
ইবনে আহমাদ লিখেছেন : ভাই যেভাবে ধরেছেন। তাতে তো আমাদের মত লোক আর লেখা লেখিতে থাকা যাবে না। বানান ভুল হয়। উপকার হল।মোবারকবাদ।
২০ মে ২০১৪ রাত ০২:০৯
170895
শাহ আলম বাদশা লিখেছেন : না না ভাই--ভয়ের কারণ নেই; ব্যকরণবিদ হতে বলছিনে বরং সচেতন হলেই এসব ভুল পরিহার করা যায়।
223574
২০ মে ২০১৪ রাত ০৪:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার পোষ্ট,খুবই মনযোগ দিয়ে পড়লাম।
একটি কথা মাথায় এলো যে, আমাদের দেশের প্রিন্ট মিডিয়াগুলোতেও ভুল বানানের ছড়াছড়ি। তাছাড়া মনেহয় অনেকে ডিজিটাল সাজতে গিয়ে ইচ্ছা করে বানান ভুল করে।
২০ মে ২০১৪ বিকাল ০৪:১৬
171115
শাহ আলম বাদশা লিখেছেন : ভুল বানানের কারিগর হচ্ছে--প্রিন্ট মিডিয়া এবং রেডিও জকিরা। অনেকে সচেতন নয় বলেও বানান ভুল করে।
223586
২০ মে ২০১৪ রাত ০৪:৪৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ মে ২০১৪ বিকাল ০৪:১৮
171116
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় ভাল্লাগলো, আমার কিছু নিজস্ব বানানরীতি আছে বলে ঘাবড়াবেন না--
২০ মে ২০১৪ রাত ০৮:৫৩
171216
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ঠিক আছে ঘাবড়াব না। মাঝে মাঝে কিছু কিছু শব্দের বানান লিখতে যখন সন্দেহে পড়ি তখন আপনার কাছে জিজ্ঞেস করব কিভাবে? ফেসবুক বা অন্য কোনো ভাবে যোগাযোগ হলে ভাল হতো আপনার সাথে।
এখানে দুই একটি শব্দ লিখে দিচ্ছি।
চাচা মা? নাকি চাচিমা? গরম গ্ররম নাকি গরমগরম? সঠিক ভাবে নাকি সঠিকভাবে? এরকম কত কিছুই সন্দেহ হয়।
ধন্যবাদ আপনাকে।
২০ মে ২০১৪ রাত ১০:২৪
171243
শাহ আলম বাদশা লিখেছেন : ব্যকরণগতভাবে আপনার পরবর্তী শব্দগুলোই সঠিক ভাই? আর ''কোনোভাবে'' হবে।
223588
২০ মে ২০১৪ সকাল ০৫:৩৬
পললব লিখেছেন : খুব ভাল পোস্ট। সত্যি কথা বলতে কি বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের উচ্চারণও এলাকাভেদে ভিন্ন। মদ্দা কথা আমাদের গোড়ায় গলদ। ধন্যবাদ।
২০ মে ২০১৪ বিকাল ০৪:১৮
171117
শাহ আলম বাদশা লিখেছেন : হুম--ভালোই বলেছেন Good Luck Good Luck
223634
২০ মে ২০১৪ সকাল ১০:০৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর একটি উপকারী পোষ্টের জন্য প্লাসিত ধন্যবাদ । যারা শিখতে আগ্রহী তাদের জন্য উপকারী, কারো কারো বিরক্তও লাগতে পারে । আমি প্রিয়তে রাখলাম । আরো পোষ্ট চাই । আমার মনে হয় এজাতীয় পোষ্ট ব্লগের মান বাড়াবে । আমার বানান মিসটেক ধরিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, আরো ধরিয়ে দিলে বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। Rose Rose Rose Rose
২০ মে ২০১৪ বিকাল ০৪:১৯
171118
শাহ আলম বাদশা লিখেছেন : খুশি হলাম রাগ করেননি বলে
223637
২০ মে ২০১৪ সকাল ১০:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : বাংলা বানানে আমার খুব ভুল হতো। হাস্যকার বিষয় ছিল- ‘ভুল’টাও লিখতাম ‘ভূল’। ব্লগে টুকটাক লেখালেখির চর্চা করতে গিয়ে অনেকটা সতর্ক হওয়ার তারপরও ভুল হয়ে যাচ্ছে।

বানান শুদ্ধ করার জন্য পড়ার বিকল্প নেই। আমি অনেক সময় বানানের ব্যাপারে আমার স্ত্রীর সহযোগীতা নিয়ে থাকি। তার শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে একটু কম হলেও বানানের ব্যাপারে সে যথেষ্ট অগ্রগামী। সে বেশী বেশী পড়ে বলেই তা সম্ভব হয়েছে, আমি মনে করি।
২০ মে ২০১৪ বিকাল ০৪:২২
171119
শাহ আলম বাদশা লিখেছেন : আপনার সাথে একমত যে, প্রচুর পড়লে বানান ভুল এমনিতেই পালিয়ে যায় আর ভাবীর গুণে আমি গুণমুগ্ধ ভাই--তবে বিশেষ্যকে বিশেষণে পরিণত করতে গেলে ''সহযোগী'' কিন্তু ''সহযোগিতা'' হয়ে যায় স্মরণ রাখবেন।
223643
২০ মে ২০১৪ সকাল ১০:২৫
প্রেসিডেন্ট লিখেছেন : হুম। মাতৃভাষায় বানানে আমরা বেশি ভুল করে থাকি যেটা খুব দুঃখজনক। আপনার পোস্ট হতে সকলে উপকৃত হবে। চালিয়ে যান।
২০ মে ২০১৪ বিকাল ০৪:২২
171120
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক কৃতজ্ঞতা জানাই ভাই
223653
২০ মে ২০১৪ সকাল ১১:১৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
২০ মে ২০১৪ বিকাল ০৪:২৩
171121
শাহ আলম বাদশা লিখেছেন : আপনাকে ''ফুলেল'' শুভেচ্ছা ফুলের নয়
১০
328618
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৯
279437
শাহ আলম বাদশা লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File