জুমলা ওয়েবসাইট প্রতিস্থাপনঃ টেকি ভাইদের সাহায্য দরকার
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৪ এপ্রিল, ২০১৪, ১১:০৯:২২ রাত
জুমলা দিয়ে তৈরি একটা চালু ওয়েবসাইটের স্থলে আরেকটি জুমলার কাস্টমাইজ ডিজাইনের ওয়েবসাইট কিভাবে রিপ্লেস বা প্রতিস্থাপন করা যায়--তা জানতে চাই।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক হোস্টকৃত চালু ওয়েবসাইটের স্থলে নতুনটি রিপ্লেস করতে হলে ওয়েবসাইটের মালিক নিজেই তা করতে পারবে কিনা?
নাকি এ ব্যাপারে হোস্টিং কর্তৃপক্ষ হিসেবে বিসিসি'র অনুমতির দরকার আছে বা তাদের সাহায্য ছাড়া কি এ কাজ করা যাবেনা? যদি এ কাজ নিজেরা করা সম্ভব হয়, তা কিভাবে জানালে উপকৃত হবো।
আমার জানা নেই--তাই বিস্তারিত জানালে খুশী হবো।
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের হোস্টিং একাউন্টে লগ ইন করে যে কোন পরিবর্তন করা যায়। জুমলার ক্ষেত্রে আলাদা আরো একটি এডমিনিস্ট্রেটর লগ ইন থাকে। ওখানে ঢুকে নতুন ডিজাইন (টেমপ্লেট) ইন্সটল করা যায়। আপনার ওয়েব সাইট দেখলে, বিষয়টি আরো ভালো বুঝিতে পারতাম।
বিস্তারিত তথ্য বা কোন পরামর্শের জন্য ইমেইল করুন :
যাই হোক, জুমলা জিনিসটা আপনার কাছে নতুন কিনা জানিনা। জুমলা এর একটা সুবিধা হল, এর ডিজাইন (টেমপ্লেট) জিনিসটা হল গায়ের জামার মতন । যখন ইচ্ছা পরিবর্তন করা যায়, মানুষটা একই থাকবে । অর্থাৎ, ডিজাইন পরিবর্তন করলেও ওয়েব সাইটের কন্টেন্ট একই থাকবে। শুধু ওয়েব সাইটের চেহারাটা বদলে যাবে। কন্টেন্টগুলো ইম্পোরট/এক্সপোরট করার কোন প্রয়োজন নেই।
এর জন্য জুমলা আডমিনে লগ ইন করে, নতুন ডিজাইন (টেমপ্লেট) ইন্সটল করতে হবে।
সব কিছুর আগে আপনার দরকার
1. Hosting space - username and password
2. Joomla administrator - username and password
এর পরে আপনার কোন প্রশ্ন থাকলে এখানে নয় , দয়া করে আমাকে ইমেইল করুন :
মন্তব্য করতে লগইন করুন