ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে সাবধান, মৃত্যুও ঘটতে পারে!!

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২২ মার্চ, ২০১৪, ০২:৫৫:৪২ দুপুর

ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে সাবধান, মৃত্যুও ঘটতে পারে!!

ছিনতাইকারী আশেপাশে থাকতে পারে আর এই মহিলার মত আপনারও পরিণতি হতে পারে । দেখুন-এটা ভারতের ঘটনা Click this link

এমন ঘটনা এদেশেও ঘটে। কিন্তু হত্যার নজির নেই আপাতত। শুধু কার্ড ছিনতাই করে পিন নম্বর নিয়ে গেছে এমন ঘটনা আমার জানা আছে। অথবা কার্ড কেড়ে নিয়ে অস্ত্রের মুখে পিন নম্বর দিয়ে টাকা তুলে নিয়ে গেছে। পিন না দিলে অস্ত্র ধরে কার্ডসহ পিননম্বর নিয়ে গেছে এবং পরে টাকা তুলে নিয়েছে।

সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, ব্যাংকের বুথগুলোর শাটার যেন ব্যাঙ্কের লোক এবং নিয়োজিত নিরাপত্তা কর্মী ছাড়া আর কেউ বন্ধ করতে না পারে, তার নিশ্চয়তা দিতে হবে।আর অবশ্য প্রতি বুথে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী রাখতে হবে। সিসি টিভি থাকায় এই অপরাধী ধরা পড়তে বাধ্য কিন্তু জীবন তো ফিরে আসবেনা।তাই সিসিটিভিও বাধ্যতামূলক করতে হবে।

আর এটিএম বুথে যারা যান, তাদের উচিত নিরাপত্তা কর্মীবিহীন বুথ এড়িয়ে চলা এবং জনবহুল বুথে গ্লাসঘেরা বুথে যাওয়া। সিসিটিভি আছে এমন বুথও খুঁজে বের করা উচিত।

এই মহিলার জীবনের মত কারো নির্মম পরিনতি আমরা চাইনা।

নিরাপত্তাকর্মী ও সিসিটিভিবিহীন এটিএম বুথকে ''না'' বলুন

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196156
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : যে দেশের সরকার জনগনের বেডরুমের নিরাপত্তা দিতে পারে না তাদের কাছে এটিএম বুথের নিরাপত্তা চাওয়া বেশী বেশী হয়ে যায় ।
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৪
146273
শাহ আলম বাদশা লিখেছেন : আমরা সরকারকে কর দেই-তাই আমাদের দাবী যৌক্তিক।
196158
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৬
আহমদ মুসা লিখেছেন : দুনিয়া যেমন প্রযুক্তিগতভাবে এগিয়েছে তেমনি অপরাধের মাত্রাতেও নতুনত্ব এসেছে। ভিডিও চিত্রটি দেখে সন্দেহ জাগছে অপরাধী লোকটি হতভাগা মহিলার পূর্ব পরিচিত এবং বুথের সিকিউরিটি পারসোনেলের সাথে অপরাধীর যোগশাজষ থাকতে পারে।
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
146274
শাহ আলম বাদশা লিখেছেন : তা হতে পারেতাবেশীর ভাগ ক্ষেত্রে এমনটিই ঘটে থাকে
196164
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : হাই ডেয়ারফুল। আমি তো দেখে অবাক হলাম। এখন থেকে সতর্ক থাকবো।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৬
146283
শাহ আলম বাদশা লিখেছেন : আমি তাই চাই ভাই
196193
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি তো দেখে অবাক হলাম। এখন থেকে সতর্ক থাকবো।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৮
146316
শাহ আলম বাদশা লিখেছেন : ''মেঘ ভাঙা রোদ লিখেছেন : হাই ডেয়ারফুল। আমি তো দেখে অবাক হলাম। এখন থেকে সতর্ক থাকবো।''

নতুন কিছু বলে না কেন? মন্তব্যও কপি করলে চলে?
196205
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : এ আমি কি দেখলাম। এটা সত্যি নাকি? সতর্ক করার জন্য মোবারকবাদ। আসেন বুকে আসেন Big Hug Big Hug Big Hug
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
146328
শাহ আলম বাদশা লিখেছেন : হায়, হায় আপনি ছেলে না মেয়ে না জেনে বুকে মিলাই কেমনে?!!!!(~~) (~~) (~~)
196251
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ব্যাংকের বুথ টা খুলামেলা রাখা ভালো।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
146362
শাহ আলম বাদশা লিখেছেন : এইটাই নিয়ম এবং কাচের বুথ হওয়া চাই
196387
২২ মার্চ ২০১৪ রাত ১১:২৬
আওণ রাহ'বার লিখেছেন : শুকরিয়া ।
আমি সাধারনত বুথে গেলে সাধারনত একজন কে নিয়ে যাই।
আমার এক ভাইয়ের পরিচিত লোককে ছুড়ি দিয়ে জখমও করা হয়েছিলো ভুল পিন দেয়ার কারনে ।
তাই সাবধনতা অবলম্বন প্রয়োজন।
২৩ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
146617
শাহ আলম বাদশা লিখেছেন : মানুষ কর যে অনৈতিক জীব হয়ে গেছে
197645
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
নূর আল আমিন লিখেছেন : লেখাটি খুব গুরুত্বপুর্ণ তবে অনেক হাসলাম সরকারের কাছে আপনার দাবির কথা শুনে
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:৪৯
147888
শাহ আলম বাদশা লিখেছেন : হাসারই কথা ভাই--কিন্তু এই সরকারই এই ডিজিটাল সিস্টেম চালু করেছে হোক না সে ঘোড়ার আগে গাড়ি জুড়ানো?
197687
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : সচেতনতামূলক পোষ্ট। যাযাকাল্লাহু খাইরান।
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
147889
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক শুভেচ্ছা- Good Luck Good Luck
১০
199146
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমি এমন একটি ঘটনার শিকার হয়েছিলাম ১৯৮৬ সালে কুয়েতে। গাল্ফ ব্যঙ্ক থেকে দিনার তুলে কোটের পকেটে ভরে কিছুদূর যাওয়ার পর একটু অন্ধকার যায়গায় ৩/৪জন তরুন আমার দিনার ছিনিয়ে নেয়ার জন্য আমাকে ঝাপটে ধরে। আমার আবার সামান্য ট্রেনিং আছে, একটাকে কান বরাবর কষে ঘুষি এবং আরেকটাকে কিক মারার সাথে সাথে দৌঁড়ে পালিয়ে গেলো। অবশ্য ধস্তা ধস্তিতে যথেষ্ট শক্তি ব্যয় হয়েছিল আমার।
ওরা ছিল ফিলিস্তিনি রিফিউজি ওখানে আশ্রয় পেয়ে এসব অপকর্মের সাথে জড়িত হয়েছিল।
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:৫৪
149131
শাহ আলম বাদশা লিখেছেন : যা, আপনি দেখছি সকল কাজের কাজীও ভাই Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File