সুন্দরী মেয়েরা পুরুষদের মুখ লালাময় করে তোলে!!
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১২ মার্চ, ২০১৪, ১২:৪১:০৬ দুপুর
আল্লামা শফির কথা বিজ্ঞানসম্মত বলে লণ্ডনের ডেইলি মেইল সমর্থনমূলক প্রবন্ধে দাবী করেছে !! সবাইকে লেখাটি পড়ে দেখার অনুরোধ রইল। তার বিরোধিতাকারীরা কি আরেকটা ধাক্কা খেলো?
শফি সাহেবের ভাষা ছিলো আপত্তিকর এবং নারীদের জন্য অপমানকর, যা আমিও মনে করি। কুরআন-হাদিসে নারীকে এমন উপমায় উপমিত করা হয়নি-যা তিনি করেছেন। কিন্তু ডেইলি মেইলের প্রবন্ধে তার কথাকেই সমর্থন করা হয়েছে।
ইসলামে নারীদের সবচে বেশী মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কোন ধর্মে বা রাষ্ট্রে দেয়া হয়নি। হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। কিংবা যে পিতামাতা কন্যাসন্তানকে যথযথভাবে লালনপালন করবে, তাদের স্থান হবে বেহেস্তে ইত্যাদি।
কিন্তু শফি সাহেবের অনেক আপত্তিকর কথা ছিল তথাকথিত ওয়াজে। এর মধ্যে নারীকে তেতুলের সাথে তুলনা করাটা সঠিক হয়নি। সম্মানজনক বস্তুর সাথে তুলনা করা যেত, যেমন আগুন, চুম্বক ইত্যাদি। আর কুরআনে উত্তম কৌশলের সাথে কথা বলার নির্দেশ আছে-যা তিনি রপ্ত করতে পারেননি বলে মনে হয়। যদিও দেখা যাচ্ছে--তার এই কথা বিজ্ঞানসম্মত বা ইসলাম সম্মত যে, নারীদের আকর্ষণে পুরুষ আকর্ষিত হতে বাধ্য, যেমনটি ডেইলি মেইলে বলা হয়েছে। অথচ একই কথা এই পত্রিকায় কী সুন্দরভাবেই না লেখা হলো!
দ্বিতীয়ত তিনি নারীশিক্ষার বিরুদ্ধে কথা বলেছেন নারীকে অল্প শিক্ষিত করার কথা বলেছেন--যা ইসলামসম্মত নয়। ইসলামে আছে--নর-নারীর জন্য শিক্ষার্জন ফরজ। এমনকি এজন্য সুদুর চীনে যেতে হলেও যাবার কথা বলেছেন নবী (সা)।
তৃতীয়ত তিনি গারমেন্টসের নারীকর্মীদের ঢালাওভাবে চরিত্রহীন বলেছেন--এটাও ইসলামসম্মত নয়।
Pretty women make a man's mouth water
(সুন্দরী মেয়েরা পুরুষদেরকে আবেদনময় করে বা তাদের মুখ লালাময় করে তোলে!!)
by ISABEL OAKESHOTT, Evening Standard
They say the prettiest girls make men's mouths water - and now scientific research suggests that it is true.
A study has revealed that male saliva undergoes dramatic changes during small talk with attractive young women.
It suggests they almost start drooling during the briefest of flirtations with members of the opposite sex.
And the more they try to impress, the more their saliva gives them away.
Experts at the University of Chicago in America set out to test male hormonal reactions. College students who took part in the study, all of whom were heterosexual, were asked to make small talk with a young man or a young woman.
The participants, most of whom were in their early twenties, provided saliva samples before and after the encounter.
Results reveal that after just five minutes talking to young women, men's saliva undergoes significant changes.
While little or no change was noted in the saliva of those paired with other males, those paired with young women produced saliva containing high levels of the male sex hormone testosterone.
The most dramatic changes were noted in men who appeared to be trying to impress. Dr James Roney, of the Institute for Mind and Biology at the University of Chicago, who led the research, said: "I would not say that the men were actually drooling but there were significant changes to their saliva. After these conversations with the women, they showed a major testosterone increase.
"The degree of change was associated with the extent to which the girls thought they were interested in them as romantic partners or trying to show off."
The study participants were quizzed about how physically attractive they found the woman they talked to, using such categories as 'sexy' and 'cute'.
Following the five-minute sessions, the women were asked detailed questions about the men's behaviour, focusing on how interested and engaged they seemed, and whether or not they appeared to be trying to impress.
The women involved in the study were not professional models or exceptionally good-looking - suggesting that many women may have the power to make men's mouths water.
In their research paper, published in the latest edition of the journal Evolution And Human Behaviour, the American team describes the process as a 'courtship response'.
It is thought that when men find women attractive, their brains send messages to the pituitary gland, triggering production of testosterone. Changes in the level of the hormone is easiest to test in saliva.
[semcopia]কোন পুরুষ কোন সুন্দরী বা আকর্ষণীয় মেয়ের সংস্পর্শে আসলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠাতে থাকে পিটুইটারী গ্ল্যান্ডে, যার ফলে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হতে থাকে বেশি মাত্রায় এবং এর ফলে মুখের স্যালিভা (লালা) বেড়ে যায়।
এ সময় ছেলেদের আচার আচরণেও ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায় যা স্বাভাবিক আচার আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। গবেষণায় অংশ নেয়া মেয়েরা জানান যে, এসময় ছেলেরা নিজেদের এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন, তারা খুব রোমান্টিক।”-(খবরঃ-ডেইলি মেইল, স্বাস্থ্যপাতা-সংগ্রহ) Click this link
ডেইলি মেইল
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কইরলে পাপ!!!
এটাই তথাকথিত সুশিল দের নিতি।
এতে কারো তো লাভ ছাড়া ক্ষতিও নেই-তাইনা?
ভালো লাগলো ভাই আপনার লেখাটা।
নাহ--এই আঁতেলদের অবস্থাও তেমন--মিঠাও অদের লাগে তিতা--এতে আল্লাহর বা ভালো জিনিসের কী দোষ--দোষ ওদের জিহবার।
ওদের আসলে দরকার চিকিৎসার
অনেক দিন পর আপনাকে পেলাম। ভালো আছেন তো?
আসলে এটা আমার লেখা নয়--কপিপেস্ট, ভাল লাগায় এখানে দিয়েছি-- অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন