অজানা অনেক কিছু: তথ্য কমিশনের বিচারিক কার্যক্রমের ভিডিও

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ০৯ মার্চ, ২০১৪, ০৯:২৯:৩৭ রাত

১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টের আওতায় অফিসিয়াল তথ্য কাউকে দিলে ২,৭,১৪ বছর জেল ছাড়াও ফাঁসিও দিতো ইংরেজ সরকার। এতেকত বাঙ্গালীর যে ফাঁসী হয় তার ইয়ত্তা নেই।

সেই জালেম ইস্ট ইণ্ডিয়া কোম্পানী আমাদের কিছু মিরজাফরের কারণে এদেশে খুঁটি গেড়ে কেড়ে নেয় আমাদের স্বাধীনতা। তাদের বিরুদ্ধে যারাই লড়েছে তাদেরই মেরেছে বা জেলে ভরেছে। অবশেষে এমন এক আইন জারী করলো যার নাম--''দি অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টস-১৯২৩''।

ইস্ট ইন্ডিয়া কোম্পানীর জালেমরা এদেশ দখল করে এদেশের জনগণকে দাস বানিয়ে রেখেছিলো। যারা প্রতিবাদ করতো বা সরকারী চাকরি করেও তাদের তথ্য পাচার করে দিতো, তাদের ফাঁসি দিতেই তারা এই আইন জারী করে। আমরাও কয়েকশো বছর এই কালো আইনের দাসত্ব করে জনগণের তথ্য জানার অধিকার দমিয়ে রেখেছিলাম এতদিন।

কিন্তু সরকার তথ্য অধিকার আইন কার্যকর করে সেই আইনের ওপরেই একে স্থান দেয়ায় এখন সহজেই যে কোন তথ্য আপনি পেতে পারেন। কেউ তথ্য না দিলেই বরং এখন শাস্তি পেতে হয়!!

তাই আপনাদের অজানা অনেক কিছু জানতে পারবেন তথ্য কমিশনের কার্যক্রমের এই ভিডিও্তে।

দেখুন তবে--

১) বিচারিক কার্যক্রমের ভিডিও দেখুন

২) তথ্য কমিশনের কার্যক্রমের ভিডিও

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189560
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:৪৬
140653
শাহ আলম বাদশা লিখেছেন : এত ধৈর্য ধরে দেখেছেন বলে Good Luck Good Luck
189583
০৯ মার্চ ২০১৪ রাত ১০:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথ্য অধিকার অ্ইনের প্রয়ৈাগ ঠিক থাকলে সরকারী অফিসারদের উপরি আয়রে সমস্যা হতে পারে।
০৯ মার্চ ২০১৪ রাত ১০:২৮
140673
শাহ আলম বাদশা লিখেছেন : তাতো হচ্ছেই ভাই--্তাদের জবাবদিহিতার জন্যই এ আইন
189634
০৯ মার্চ ২০১৪ রাত ১১:১৩
মিডিয়া ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২১
140720
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় আমি অনেক খুশী--Good Luck Good Luck
189652
১০ মার্চ ২০১৪ রাত ১২:০২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আশা করি লেখা চালিয়ে যাবেন । Thumbs Up
১০ মার্চ ২০১৪ দুপুর ০৩:০০
141000
শাহ আলম বাদশা লিখেছেন : আপনাকেও Good Luck Good Luck
189808
১০ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
সজল আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ।
১০ মার্চ ২০১৪ দুপুর ০৩:০১
141001
শাহ আলম বাদশা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
190578
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৮
প্রবাসী মজুমদার লিখেছেন : যে জাতির মাথায় পচন ধরেছে, সে জাতির সব কিছুই নোংরা। নেই আবর্জনার মাঝে আমরা ভাল থাকার কথা নয়।

ধন্যবাদ।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৩
141568
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত তবু হতাশা নয় মুসলিমের কাজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File