ভন্ডামীর যে কারিশমা দেখালো নির্বাচন কমিশন

লিখেছেন লিখেছেন আকতার হোসাইন ১৭ মার্চ, ২০১৪, ০৮:১০:৪৫ সকাল

৩য় দফা উপজেলা নির্বাচন হয়ে গেল গত ১৫ই মার্চ ২০১৪। ৪১টি উপজেলায় নির্বাচন হয় এক সাথে। তার মধ্যে কুমিল্লার ব্রাহ্মণ পাড়া একটি। এই কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলায় নির্বাচন কমিশনের একটি কারিশমার কথা বলব। ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করেন দু’জন প্রার্থী। একজন হলো জামাত সমর্থিত জনাব মিজানুর রহমান আতিকী প্রতীক মাইক নিয়ে। অপরজন হলো আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জনাব সুলতান আহমদ চশমা প্রতীক নিয়ে। এই নির্বাচনের ফলাফল ঘোষনা নিয়েই মূলত নির্বাচন কমিশন কারিশমাটা দেখালো। সকল কেন্দ্রর ফলাফল এসে যায় সন্ধা ৭টা’র দিকে। কিন্ত রাত ১০টা’য়ও চুড়ান্ত ফলাফল প্রকাশ করল না উপজেলা নির্বাচন কমিশন। প্রিজাইটিং অফিসারদের দেয়া তথ্য মতে জামাত সমর্থিত জনাব মিজানুর রহমান আতিকী প্রতীক মাইক নিয়ে মোট ভোট পেয়েছ ৪১৯৮৪ এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জনাব সুলতান আহমদ চশমা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছে ১০১৯০টি। এই অবস্থায় কারো জানার বাকি থাকে না কে বিজয়ী। কিন্তু রাত ১২টা’র দিকে সবাইকে অভাক করে দিয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জনাব সুলতান আহমদ চশমা প্রতীক কে বিজয়ী ঘোষনা করে এক কারিশমা দেখাল নির্বাচন কমিশন। কিন্তু সাধারন মানুষ তো সকল কিছুই জানে তাই তারা শুরু করল আন্দোলন ‘আমরা এ ঘোষনা মানিনা’ শ্লোগান শুরু করল। শেষ

পর্যন্ত সাধারন মানুষের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন পুনঃরায় ফলাফল ঘোষনা করতে বাধ্য হলো। জামাত সমর্থিত প্রার্থী জনাব মিজানুর রহমান আতিকী, মাইক প্রতীককে বিজয়ী ঘোষনা করল। নির্বাচন কমিশনের এই অপরূপ কারিশমা প্রথম দেখলাম।

বিষয়: রাজনীতি

১২১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193363
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
রাইয়ান লিখেছেন : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেইমান নির্বাচন কমিশন ..... Frustrated Frustrated Frustrated Frustrated Frustrated Waiting Waiting Waiting Waiting Waiting
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:০০
144064
আকতার হোসাইন লিখেছেন : আওয়ামীলীগের দালান।
193366
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:০৫
হতভাগা লিখেছেন : ৫ই জানুয়ারী না কি বলা ছিল যে, ভোটের সংখ্যা কথায় না লিখে অংকে লিখতে ।

ব্যাংকের চেকে টাকার পরিমান কথায় ও অংকে উভয়টাতেই লিখতে হয় ।

এরকম মানসিকতা যাদের তারা কিভাবে নিজেদের নিরপেক্ষ দাবী করে ?
193435
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাপরো!!! এতো দেখি পুরাই ডিজিটাল। শুধু শুন্যের জায়গায় এক আর এক এর জায়গায় শুন্য বসালেই হয়। ফ্লিপফ্লপ!
193479
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৫২
193533
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
শিশির ভেজা ভোর লিখেছেন : আমার জানামতে এরকম নির্বাচন কমিশন পৃথিবীর ইতিহাসে বিরল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File