প্রত্যয়

লিখেছেন লিখেছেন মাহফুজা শিরিন ১২ মার্চ, ২০১৪, ০৪:৩৫:২৪ বিকাল

লক্ষপানে চলতে গিয়ে

হঠাৎ যদি থমকে দাড়াও,

বাঁধার পাহাড় দলতে গিয়ে

ভয়ে যদি সাহস হারাও।

তোমার মনে অবিরত ছড়ায়

শুধু ভয়ের দানা,

নিরাশ করে সারাক্ষণই ভয়ের

পাখি ঝাপটে দানা।

উতাল ঢেউয়ের দাপট দেখে

থমকে দাড়াও পথের বাঁকে,

হাল ছেড়ে দাও যাত্রাপথে

দাও না সাড়া বীরের ডাকে।

একটুখানি তাকাও তখন

সোনালী সে যুগের দিকে,

কিংবা তোমার পাশে যারা

ন্যায়ের পথে আছে টিকে।

হয়নি ওরা সাহসহারা

পাহাড়সম বাঁধার মুখেও,

সত্য পথে অটল ছিলো

সাগরসম অথৈ দুখেও।

তাদের মত তেমনি তুমি

দৃঢ় হবার স্বপ্ন দেখো,

প্রত্যয়েরই গান গেয়ে আজ

সবার মনে আবীর মাখো।।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191206
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
সালাহ খান লিখেছেন : কি দারুন শিল্পের সমাহার গো । দারুন কাব্য শিল্পের মাধ্যমে অতীতে ফিরিয়ে নিবার জন্য রইল অনেক অনেক শুভ.....
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
143694
মাহফুজা শিরিন লিখেছেন : ধন্যবাদ
191217
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
143695
মাহফুজা শিরিন লিখেছেন : ধন্যবাদHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File