আমার গাঁ
লিখেছেন লিখেছেন মাহফুজা শিরিন ১১ মার্চ, ২০১৪, ০৪:১৩:১৮ বিকাল
আমার গাঁয়ের গল্প বলি
চুপটি করে শোন্,
এই গাঁয়েরই কথা স্মরণ
রাখবি আমরণ।
আমার গাঁয়ের গাছ-গাছালী
নিবিড় মমতায়,
জড়িয়ে আছে পরস্পরে
ডাকছে কাছে আয়।
আমার গাঁয়ের ময়না শ্যামা
মধুর সুর তুলে,
দোয়েল, কোয়েল, কোকিল, টিয়ার
সুরেও মন ভুলে।
আঁকা বাঁকা মেঠো পথে
ধূলায় আঁচড় কেটে,
হারিয়ে যেতে পারবি যেথা
সূর্য নামে পাটে।
আমার গাঁয়ে আছে হরেক
নাম না জানা ফুল,
বুনো ফুলের গন্ধে বাতাস
পথ করে যে ভুল।
বেতস বনের পাতার ফাঁকে
ছোট্ট ডাহুক পাখি,
করুণ সুরে ডেকে চলে
মায়ায় ভরা আঁখি।
সর্ষে ফুল পড়ে আছে
হলুদ রজ্গা শাড়ি,
যেনো গাঁয়ের দুষ্টু মেয়ে
নাচছে নূপুর পড়ি।
আমার গাঁয়ে আছে আরো
ছোট্ট একটি নদী,
হাজার কালের সাক্ষী হয়ে
বইছে নিরবধী।
আমার গাঁয়ের রাখাল ছেলে
বাঁজায় যখন বাঁশি
দামাল ছেলেও শুনে তখন
শান্ত হয়ে বসি।
আমার গায়ে আছে আরো
সবুজ অনেক টিলা,
মন-মাতানো হৃদয় কাঁড়া
অপরুপের মেলা।
আমার গাঁয়ে আসবি যখন
দেখতে পাবি সবই ,
নয়ন ভরে দেখবি তখন
জীবন্ত এক ছবি।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখ জুড়ানো ছবি- জাযাকিল্লাহ..
পদ্য আর ছবি- কোনটা যে বেশী সুন্দর তা বোঝা দায়!!
আমার গা টা নয়তো আপু
কৈশরের সেই গা
যমুনা তার থাবা মেরে
নিয়ে গেছে তা।
আপনার গা যে অনেক ভালো
বুঝে কি যে বলি
না বুঝিয়া কীবোর্ড দিয়া
লিখিলাম দুই কলি।
ছোট্ট ডাহুক পাখি,
করুণ সুরে ডেকে চলে
মায়ায় ভরা আঁখি
ভালো লাগলো
এখন তো আর নাই
তোমার গাঁটা দেখতে যাবো
ভাবছি এখন তাই...
‘তোমার’ শব্দটা ছন্দের খাতিরে ইউস করলাম সরি...
যে গাঁয়ে মোর ঘর,
এমন করে ছবি আঁকার,
নেইতো কারিগর৷
মিলবে কি ভাই নিমন্ত্রন
যেতে সেই গায় ।
যেথায় কালো ডাহুক হাটে
মৃদু মৃদু পায় ।
মন্তব্য করতে লগইন করুন