আপনারা যাঁরা ইফতারকে উত্সবে রূপ দিয়েছেন
লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ০৬ জুলাই, ২০১৪, ১১:০৭:৫১ সকাল
গতকাল একটি ইফতার পার্টির দাওয়াত ছিলো, আওয়ামী লীগ দলীয় সাংসদের উপস্থাপনায় - অত্যন্ত আন্তরিক আহবান, কিন্তু যাইনি l
কেন যাব?
আওয়ামী লীগ-বিএনপি ও এ জাতীয় ভদ্রকূলেরা আয়োজন করেন 'ইফতার পার্টি' আর মোল্লা মহাজনরা করেন 'ইফতার মাহফিল' l বাহারী সব খাবার আর আয়োজনে গমগম করে এসব ইফতার সমাবেশ, আনন্দে চোখ জ্বলজ্বল করে মানুষের l খুশির ফল্গুধারা বয়ে যায় উপস্থিতিদের চেহারায় l অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেঁকুর তুলেন আয়োজকরা; কে কত চোখ ধাঁধানো প্রোগ্রাম করল, কারটায় কতজন লোক হলো, কে মানুষকে সন্তুষ্ট করে নিজের মতে টানতে পারল ইত্যাদি ইত্যাদি l
কিন্তু আমি প্রতিদিন দেখি এই শহরে কত লোক রাস্তায় পলিথিন মুঁড়ি দিয়ে বসে থাকে বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় l কত-শত কিশোর-বৃদ্ধ হাত পেতে রয় বাসস্টপে, বাজারে l কাল রাত্রেও দেখলাম এক মাঝবয়েসী ছোলাওয়ালা চিত্কার করে কাঁদতে কাঁদতে পথ চলেছে, কে যেন তাঁর রক্তঘাম করা পয়সাগুলো ছিনিয়ে নিয়েছে l এ গুলোর প্রতিকারের সাধ্য আমার নেই - যাদের আছে তারা সারাদিন উপোস থেকে গরীবের কষ্ট উপলদ্ধি করে ইফতার পার্টিতে যেয়ে সেই কষ্ট বিসর্জন দেয় l
আমি কষ্ট উপলদ্ধি করিনা, তাই পার্টিতে যেয়ে তা বিসর্জনও দেইনা l
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ আপনি পারতেন এদের কাউকে নিয়ে সেই ইফতার পার্টিতে যেতে । আপনার ভাগের যে ইফতারী ছিল সেটা থেকে অল্প কিছু খেয়ে বাকী সবটুকু দিয়ে দিতে পারতেন তাকে ।
মন্তব্য করতে লগইন করুন