আপনারা যাঁরা ইফতারকে উত্সবে রূপ দিয়েছেন

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ০৬ জুলাই, ২০১৪, ১১:০৭:৫১ সকাল

গতকাল একটি ইফতার পার্টির দাওয়াত ছিলো, আওয়ামী লীগ দলীয় সাংসদের উপস্থাপনায় - অত্যন্ত আন্তরিক আহবান, কিন্তু যাইনি l

কেন যাব?

আওয়ামী লীগ-বিএনপি ও এ জাতীয় ভদ্রকূলেরা আয়োজন করেন 'ইফতার পার্টি' আর মোল্লা মহাজনরা করেন 'ইফতার মাহফিল' l বাহারী সব খাবার আর আয়োজনে গমগম করে এসব ইফতার সমাবেশ, আনন্দে চোখ জ্বলজ্বল করে মানুষের l খুশির ফল্গুধারা বয়ে যায় উপস্থিতিদের চেহারায় l অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেঁকুর তুলেন আয়োজকরা; কে কত চোখ ধাঁধানো প্রোগ্রাম করল, কারটায় কতজন লোক হলো, কে মানুষকে সন্তুষ্ট করে নিজের মতে টানতে পারল ইত্যাদি ইত্যাদি l

কিন্তু আমি প্রতিদিন দেখি এই শহরে কত লোক রাস্তায় পলিথিন মুঁড়ি দিয়ে বসে থাকে বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় l কত-শত কিশোর-বৃদ্ধ হাত পেতে রয় বাসস্টপে, বাজারে l কাল রাত্রেও দেখলাম এক মাঝবয়েসী ছোলাওয়ালা চিত্কার করে কাঁদতে কাঁদতে পথ চলেছে, কে যেন তাঁর রক্তঘাম করা পয়সাগুলো ছিনিয়ে নিয়েছে l এ গুলোর প্রতিকারের সাধ্য আমার নেই - যাদের আছে তারা সারাদিন উপোস থেকে গরীবের কষ্ট উপলদ্ধি করে ইফতার পার্টিতে যেয়ে সেই কষ্ট বিসর্জন দেয় l

আমি কষ্ট উপলদ্ধি করিনা, তাই পার্টিতে যেয়ে তা বিসর্জনও দেইনা l

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242232
০৬ জুলাই ২০১৪ সকাল ১১:৩৮
বেআক্কেল লিখেছেন : ইফতারের এই টাহাটা কুন খান থেইকা আসে? সরকার জনগনের টাকা চুরি কইরা ভুড়ি ওয়ালাদের ইফতার করায়! সেই হানে ফরিদউদ্দীন মাসুদ গিয়া দুয়া-দয়া পইড়া আসে। জাইনা শুইনা ডাকাতির টাকা দিয়া ইফতার করিলে রোজা তো যাইবেই পেট টা খারাপ হইবে। আমনে নিজেই একজন মুফতি হইয়া কন, চুরি-ডাকাতি, অাত্মসাতের টাকা দিয়া ইফতার হয় কিনা!
242260
০৬ জুলাই ২০১৪ দুপুর ০২:০৯
জাকির হোসেন খালেদ লিখেছেন : বাংলাদেশের হুজুরদের কি-ইবা বলার আছে
242265
০৬ জুলাই ২০১৪ দুপুর ০২:২৯
হতভাগা লিখেছেন : ''কত-শত কিশোর-বৃদ্ধ হাত পেতে রয় বাসস্টপে, বাজারে ''

০ আপনি পারতেন এদের কাউকে নিয়ে সেই ইফতার পার্টিতে যেতে । আপনার ভাগের যে ইফতারী ছিল সেটা থেকে অল্প কিছু খেয়ে বাকী সবটুকু দিয়ে দিতে পারতেন তাকে ।
০৬ জুলাই ২০১৪ রাত ০৯:০৪
188210
শেখের পোলা লিখেছেন : আপননার কথায় সুখ পেলাম৷কিন্তু আপনিকি পারবেন একজন ভিক্ষুককে ঐ সব ইফতার পার্টিতে সঙ্গে করে ভিতরে নিতে? ওখানে ভিক্ষুক নয় এক জন জন মজুরেরও প্রেশাধিকার নেই ভাই৷
242555
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:০০
অনুরণন লিখেছেন : রোজা/ইফতার বাদ দেন। অসংখ্য গরীবমানুষ সারাবছর না খেয়ে থাকে। সেজন্য কি আপনি একবেলা কম খান? তা যদি না করেন, তাহলে আরেকজন সামর্থ্য থাকলে বড়সড় ইফতার আয়োজন করলে সমস্যা কি?
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৯
197003
জাকির হোসেন খালেদ লিখেছেন : আপনি রোযা-ইফতারির মাহাত্ম্য বুঝার চেষ্টা করুন - উত্তর পেয়ে যাবেন
242559
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব ইফতার পার্টিতে পেঠ ভরে খেয়ে আসা লোকদের উপস্থিতিও কম নয়। ধন্যবাদ। খুব ভাল লাগা পোষ্ট।
252867
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
জাকির হোসেন খালেদ লিখেছেন : সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File