বাংলাদেশ ব্যাংকের এ কোন নীতি?
লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২৩ জুন, ২০১৪, ১২:৩৯:৫৬ দুপুর
সামাজিক অসংগতির কারনে ফেসবুকে অনেক আলোচনা-সমালোচনা করেছি, এবারে প্রথমবারের মত ব্যাক্তিগত বিড়ম্বনার কারনে একজনের সমালোচনা করছি l অবশ্য একান্ত ব্যাক্তিগত নয় - হয়ত আমার মত তিক্ত অভিজ্ঞতা আরো অনেকের হয়েছে অথবা হবে l
ব্র্যাক ব্যাংকে গিয়েছিলাম এক বন্ধুর একাউন্ট ওপেন করতে l যাবতীয় ফর্মালিটিজ শেষ হলে ব্যাংক কর্মকর্তা বললেন, স্যার, কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা এসেছে, আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের (বিদ্যুত, গ্যাস বা পানি) কপি দিতে হবে l
কেন?
আপনার ঠিকানা প্রুভ করার জন্য l
কিন্তু আমাদেরতো ভাড়া বাসা l
সমস্যা নেই, যে বাসায় থাকেন সেটাই দিতে পারবেন, অন্য বাসার বিলতো আর আপনাকে কেউ দিবে না l
ঠিক আছে, কাল দিয়ে যাব l
ক'দিন বাদে ব্যাংক থেকে ফোন, আপনার একাউন্টটি একটিভ করা সম্ভব নয় l
কেন?
আপনার নিজ নামে বিল থাকতে হবে l
কিভাবে সম্ভব, আমাদেরতো ভাড়া বাসা?
সরি স্যার, আমাদের কিছু করার নেই, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ l
তাহলে মানেটা দাঁড়াচ্ছে, ব্যাংকে একাউন্ট খুলতে হলে ঢাকায় আমার বাপের দেয়া বাড়ি অথবা নিজের টাকায় কেনা ফ্ল্যাট থাকতে হবে l
মি. আতিউর রহমান, ক'দিন আগেও আপনি অর্থনীতির তত্ব ফেরী করে বেড়াতেন l আর এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর হয়ে আমাদের সাপের পাঁচ পা দেখাচ্ছেন l এডিপি, জিডিপি, প্রবৃদ্ধি, তারল্য, মুদ্রাস্ফীতি, মন্দা, ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরাও বক্তব্য দিতে পারি - কিন্তু ক্ষমতার মোহে আপনার মত সরকারি চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখতে পারি না l
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সারাদিন মনে হয় এই চিন্তাই করেন অফিসে বসে বসে কিভাবে মানুষকে আরও বেশী বেশী করে পেইন দেওয়া যায় ।
মন্তব্য করতে লগইন করুন