বাংলাদেশ ব্যাংকের এ কোন নীতি?

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২৩ জুন, ২০১৪, ১২:৩৯:৫৬ দুপুর

সামাজিক অসংগতির কারনে ফেসবুকে অনেক আলোচনা-সমালোচনা করেছি, এবারে প্রথমবারের মত ব্যাক্তিগত বিড়ম্বনার কারনে একজনের সমালোচনা করছি l অবশ্য একান্ত ব্যাক্তিগত নয় - হয়ত আমার মত তিক্ত অভিজ্ঞতা আরো অনেকের হয়েছে অথবা হবে l

ব্র্যাক ব্যাংকে গিয়েছিলাম এক বন্ধুর একাউন্ট ওপেন করতে l যাবতীয় ফর্মালিটিজ শেষ হলে ব্যাংক কর্মকর্তা বললেন, স্যার, কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা এসেছে, আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের (বিদ্যুত, গ্যাস বা পানি) কপি দিতে হবে l

কেন?

আপনার ঠিকানা প্রুভ করার জন্য l

কিন্তু আমাদেরতো ভাড়া বাসা l

সমস্যা নেই, যে বাসায় থাকেন সেটাই দিতে পারবেন, অন্য বাসার বিলতো আর আপনাকে কেউ দিবে না l

ঠিক আছে, কাল দিয়ে যাব l

ক'দিন বাদে ব্যাংক থেকে ফোন, আপনার একাউন্টটি একটিভ করা সম্ভব নয় l

কেন?

আপনার নিজ নামে বিল থাকতে হবে l

কিভাবে সম্ভব, আমাদেরতো ভাড়া বাসা?

সরি স্যার, আমাদের কিছু করার নেই, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ l

তাহলে মানেটা দাঁড়াচ্ছে, ব্যাংকে একাউন্ট খুলতে হলে ঢাকায় আমার বাপের দেয়া বাড়ি অথবা নিজের টাকায় কেনা ফ্ল্যাট থাকতে হবে l

মি. আতিউর রহমান, ক'দিন আগেও আপনি অর্থনীতির তত্ব ফেরী করে বেড়াতেন l আর এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর হয়ে আমাদের সাপের পাঁচ পা দেখাচ্ছেন l এডিপি, জিডিপি, প্রবৃদ্ধি, তারল্য, মুদ্রাস্ফীতি, মন্দা, ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরাও বক্তব্য দিতে পারি - কিন্তু ক্ষমতার মোহে আপনার মত সরকারি চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখতে পারি না l

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237864
২৩ জুন ২০১৪ দুপুর ১২:৫১
হতভাগা লিখেছেন : মানুষকে হয়রানি দিতে পারলে উনারা খুব মজা পান ।

সারাদিন মনে হয় এই চিন্তাই করেন অফিসে বসে বসে কিভাবে মানুষকে আরও বেশী বেশী করে পেইন দেওয়া যায় ।
২৩ জুন ২০১৪ দুপুর ০১:৩১
184430
জাকির হোসেন খালেদ লিখেছেন : একমত, জটিলতা তৈরি করতে পারার মাঝেই বড় পদের স্বার্থকতা।
237870
২৩ জুন ২০১৪ দুপুর ০১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশ ব্যাংক এর প্রধান কাজই হচ্ছে সাধারন মানুষের জিবন যাত্রায় বাধার সৃষ্টি করা। এয়ারকন্ডিশন রুম আর গরম চেয়ারে বসে এরা ভূলে যায় যে বাইরে যারা আছে তারাও মানুষ।
২৩ জুন ২০১৪ দুপুর ০১:৩২
184431
জাকির হোসেন খালেদ লিখেছেন : ঠিক বলেছেন
237958
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩৮
সালাম বাংলাদেশ লিখেছেন : তারা নিজেদের কে জমিদার মনে করে ।
২৪ জুন ২০১৪ দুপুর ০১:৫৯
184748
জাকির হোসেন খালেদ লিখেছেন : ওরা আসলেই জমিদার !!!
238073
২৩ জুন ২০১৪ রাত ০৮:৫৩
লিখেছেন : কিছু বলার নেই। কারণ অনিয়ম আর দুনীতির দেশে যখন মানুষ দিশেহারা তখন এসব মশকরা বৈ কিছুই নয়।
২৪ জুন ২০১৪ দুপুর ০২:০০
184749
জাকির হোসেন খালেদ লিখেছেন : আমাদের করনী্য় কী ?
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:০২
184760
প্রবাসী মজুমদার লিখেছেন : করণীয় করার থাকলেইতো বলতাম। যেটি করার সেটি ব্লগে দিয়েছেন। যদি কারো নজরে আসে। বাস। যেখানে বড় বড় দুনীতির বিচার হয়না সেখানে কে বা কারা ব্যাংকে টাকা রাখবে, তা সহযোগীতা না করে কঠিন করে দেয়া মানেই এ ব্যাপারে অনুৎসাহিত করা। ধন্যবাদ আপনাকে।
২৫ জুন ২০১৪ সকাল ১০:১২
185098
জাকির হোসেন খালেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
238107
২৩ জুন ২০১৪ রাত ১০:১০
ভিশু লিখেছেন : গণবিরোধী অবৈধ সরকার মানুষের ভোগান্তি বাড়ানো, হত্যা, লুটপাট ছাড়া আর কি করবে?
২৪ জুন ২০১৪ দুপুর ০২:০১
184750
জাকির হোসেন খালেদ লিখেছেন : আমলারাও কম যায় না, যখন যে সরকারে থাকে তাকে বাতাস দিয়ে নিজেরা ফায়দা লুটে নেয়
239355
২৭ জুন ২০১৪ দুপুর ০২:৪৪
মাটিরলাঠি লিখেছেন : এটা হয়রানী করবার জন্য করা হয়েছে। একজন নাগরিক তার স্থায়ী ঠিকানা ব্যবহার করে রাষ্ট্রের যে কোন জায়গা থেকে তার নাগরিক অধিকার ও সুবিধা অর্জন করবার অধিকার রাখে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File