পেশা-ই কি আমাদের পরিচয়?
লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২৪ মে, ২০১৪, ০২:১১:০৪ দুপুর
রিং.....................
জনৈক গ্রাহকের ফোন
হ্যালো, আমি......প্রজেক্টের ডাক্তার সাহেব বলছি, একটু ইন্জিনিয়র জাকির সাহেবকে চাচ্ছি।
জ্বী, জাকির বলছি, বলুন কি করতে পারি?
না, মানে ইন্জিনিয়র জাকিরের সাথে কথা বলতে চাই।
আমি-ই জাকির, বলুন প্লিজ।
আপনার নাম-ই ইন্জিনিয়ার জাকির?
জ্বী না, আমার নাম ইন্জিনিয়র জাকির না, শুধু জাকির, ইন্জিনিয়ারিং আমার পেশা।
কেমন সন্দেহ লাগছে, আপনার পেশা ইন্জিনিয়ারিং অথচ নাম ইন্জিনিয়ার জাকির না..............আপনি ওরিজিনাল ইন্জিনিয়ারতো?
অবশ্যই, বাংলাদেশ সরকার আমায় সার্টিফিকেট দিয়েছে.......... আর আমি আমার পিতৃদত্ত নামে পরিচিত হতে চাই, পেশা দিয়ে নয়।
থামেন, থামেন, সার্টিফিকেট বহুত কিনতে পাওয়া যায়, আপনি ভূয়া বলে নামের আগে লিখতে চান না....
এজ ইউ লাইক, মেক ইউর ডিসিশান......
.
.
.
কি অদ্ভুত দেশে বাস করি আমরা, যে মানুষটা জুতা সেলায় করে তাকে কি মুচি রফিক বলে ডাকব, অথবা ক্ষেতে কাজ করা লোকটিকে চাষা আবুল বলব?
মানুষের চরিত্রের, জ্ঞানের কোন দাম নেই আজ ...............দাম শুধু টাকা আর টাকার।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরিচয় মানুষের নামে ই হয়। আবার অনেক সময় পেশা হয়ে যায় নামের অংশ।
মন্তব্য করতে লগইন করুন