শেখ হাসিনাঃ একজন সফল রাজনীতিক, কিন্তু মানুষ হিসেবে........?

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২৭ মার্চ, ২০১৪, ০৪:৩৬:৪১ বিকাল

উপমহাদেশের গোলযোগপূর্ন রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকা এবং রাষ্ট্রক্ষমতার শীর্ষে আরোহন করা যেমন দুরূহ তেমনি চমকপ্রদ l মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুরূহ কাজটি তার মেধা, অভিজ্ঞতা আর রাজনৈতিক কৌশলের সাহায্যে খুব সুচারুভাবে সম্পন্ন করেছেন l সেই সাথে তিনি প্রতিদ্বন্দীদের দেখিয়ে দিয়েছেন রাজনীতি কত প্রকার ও কি কি l একজন পরিপক্ক রাজনীতিকের যে সকল দূরদৃষ্টি থাকা প্রয়োজন তার সবটুকু হয়ত তার নেই কিন্তু উপস্থিত সমাধানের জন্য যা কিছু দরকার তা দেখানর মত যোগ্যতা শেখ হাসিনা রাখেন - এই হিসেবে তাকে একজন দক্ষ 'ক্রাইসিস ম্যানেজার' বলা যায় l

ভারত-বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে রাজনীতির যে প্যাটার্ন দেখা যায়, তাতে নীতির খুব একটা বালাই নেই বরং প্রতিপক্ষকে যেন তেন উপায়ে ধরাশায়ী করতে পারার মধ্যেই প্রকৃত বিজয় নিহিত l এ হেন কান্ডে শেখ হাসিনার জুড়ি মেলা ভার l আমাদের চলমান রাজনীতির যে সকল অবসম্ভাবী উপাদান আছে যেমনঃ দূর্বার আন্দোলন, অবিরাম প্রচারনা, বিরোধী মতের বিপক্ষ প্রপাগান্ডা, গন-প্রসাশনে নিজস্ব লোক নিয়োগ এমন কি ভিন্নমত দমনে কঠোরতা সব কিছুতেই তার ব্যবস্থাপনা সফল l অর্থাত বাংলাদেশি মানে একজন পরিপূর্ন ও সফল রাজনীতির প্রতিচ্ছবি হলেন শেখ হাসিনা l আর তারই পরিনামে তিনি এখন তৃতীয়বারের মত দেশের সর্বোচ্চ পর্যায়ে আসীন l

দেশের সর্বোচ্চ পর্যায়ে আর কোটি মানুষের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকলেও তিনি তার স্বভাবগত বালখিল্যতা কখনই এড়িয়ে চলতে চাননা l মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই গ্রন্থে বা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ক বই এর উল্লেখ এখানে অর্থহীন কেননা সেগুলি ছিল লোকচক্ষুর অন্তড়ালে তার ব্যাক্তিক আচরন l কিন্তু তার সামাজিক জীবনে যার প্রকাশ ঘটে সেগুলি মানুষ অবশ্যই আলাপ করবে l রাজনীতিতে আগমনের অব্যবহিত পরেই ছিয়াশির নির্বাচনে তার ইউ টার্ন বিশ্বাসঘাতকতা হিসেবে পরিগনিত হয় এবং ব্যাক্তি হিসেবে তার ইমেজ ম্লান হয় l ধর্মীয় অনুসংগের ব্যাপারে বিভিন্ন সময়ে তার ভিন্ন ভিন্ন অবস্থান ও আবরন, বিরোধী পক্ষের চরিত্র হননমূলক নানান বিবৃতি, গোলযোগের মুহুর্তে সুবিধাবাদি অবস্থান গ্রহন তাকে চরম বিতর্কিত করেছে l কথা বলার ব্যাপারে যে তিনি সাবধান না এ বিষয়ে প্রায় সবাই একমত l দুঃখজনক হলেও সত্যি তার মত এতটা সমালোচনা বাংলাদেশের আর কোন রাজনীতিককে নিয়ে হয়নি l

মানুষের আবেগ যখন স্তিমিত হয়ে আসে তারপরেই ইতিহাস লিপিবদ্ধ হয় - সেই ইতিহাসে শেখ হাসিনার নাম মানুষ হিসেবে কিভাবে অংকিত হবে সেটা আগামীই বলে দিবে l

বিষয়: রাজনীতি

১৪৩৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198784
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৯
জেদ্দাবাসী লিখেছেন : হাসিনার যেটা ভাল লাগে সেটা হচ্ছে, যাহা বলে সেটা করে ছাড়ে । অন্যরা যেখানে ধরি মাছ না ছুঁই পানি,হাসিনা সেখানে মাছ তো ধরবেই, পানিকে ও ছিড়ে পেলবে । তার সব চাইতে বড় সফলতা হচ্ছে ৫৭জন সেনা হত্যা ।




ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৮
149282
জাকির হোসেন খালেদ লিখেছেন : Straight Face
198817
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
শেখের পোলা লিখেছেন : মানতে আপত্তি নেই তবে, তেল ফুরাবার আগে প্রদীপ উজ্জ্বল হয় বলে জেনে এসেছি৷
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৯
149283
জাকির হোসেন খালেদ লিখেছেন : Happy
198875
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সবদিকে সবাই ভালো হবে তার কোনো মানে নাই। তবে উনার ১২ টা ডিগ্রি আছে।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:০২
149285
জাকির হোসেন খালেদ লিখেছেন : :Thinking
198883
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্ষমতা ধরে রাখাই সফল রাজনিতিবিদ এর লক্ষন নয়। বরং বাঁকা পথে ক্ষমতায় আসা অক্ষম রাজনিতিবিদ এর লক্ষন।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:০৭
149286
জাকির হোসেন খালেদ লিখেছেন : সবুজ ভাই,আপনার সাথে আমি একমত। কিন্তু আপনি যে নৈতিক দৃষ্টিকোন থেকে কথাটি বললেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কতটুকু কার্যকর?
198885
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
সজল আহমেদ লিখেছেন : শেখের পোলার মন্তব্যটা ভাল লাগছে।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:০৮
149287
জাকির হোসেন খালেদ লিখেছেন : Happy Happy Happy
198938
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৫০
ফেরারী মন লিখেছেন : শেখ হাসিনা একটা পাক্কা রাজনীতিবিদ।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
149288
জাকির হোসেন খালেদ লিখেছেন : Smug Smug Smug
198974
২৭ মার্চ ২০১৪ রাত ১০:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : বিবিসি কতৃক লেডি হিটলার নামে খ্যাত শেখ হাসিনা একজন সৈরতন্ত্রী নেত্রী। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। জীবন্ত মানুষকে গুলি করে হত্যা করেছে। ঢাকার রাজপথে লাশের উপর নৃত্য করেছে। দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাস আর দর্শন তান্ডবে এ জাতির বাকহীন মানুষগুলো বড় অসহায়। সুতরাং শেখ হাসিনার পক্ষে সাফাই গাইতে পারে তারা যারা
- দুনিয়াবী স্বার্থ লুটেরাদের মত আদায় করছে।
- অন্ধ মোহে কেবলা বাবার দরগাহে শিরনী খাওয়ার লোভে ...
শেখ হাসিনাদের ইতিহাস নোংরামীর ইতিহাস।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:১২
149290
জাকির হোসেন খালেদ লিখেছেন : সত্য সমাগত, মিথ্যা অপসৃত; মিথ্যার পরাজয় অবধারিত।
198975
২৭ মার্চ ২০১৪ রাত ১০:০৭
প্রবাসী মজুমদার লিখেছেন : পৃথিবীর ইতিহাসে কোন কাফেরও এতগুলো কোরআনে হাফেকে হত্যা করেনি ৫ই মে শেখ হাসিনা যা করেছে।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
149292
জাকির হোসেন খালেদ লিখেছেন : আল্লাহর সাহায্য ও বিজয় অত্যন্ত নিকট।
202209
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
ইবনে আহমাদ লিখেছেন : সত্যি আপনার পর্যালোচনা। লিখুন।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৪
152154
জাকির হোসেন খালেদ লিখেছেন : ধন্যবাদ জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File