রম্যঃ একটি বাজে কিন্তু বুদ্ধিদীপ্ত ছাত্রের প্রশ্নোত্তর পর্ব
লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ২০ মার্চ, ২০১৪, ০৫:৪০:০৭ বিকাল
* নেপোলিয়ন কোন যুদ্ধে মারা যান ?
** তার জীবনের শেষ যুদ্ধে l
* মুক্তিযুদ্ধে আত্মসমর্পনের দলিল কোথায় স্বাক্ষর হয়েছিল ?
** দলিলের নীচের দিকে l
* পদ্মা নদী কোন অন্চলে প্রবাহিত হয় ?
** পাহাড় থেকে নীচের দিকের অন্চলে l
* বিবাহ বিচ্ছেদের মূল কারন কি ?
** বিয়ে করা l
* পরীক্ষা নেয়ার মূল উদ্দ্যেশ্য কি ?
** ফেল করান l
* সকালের ব্রেকফাস্টে কী খেতে পারবেনা ?
** লান্চ বা ডিনার l
* একটি আপেল মাঝ থেকে কাটলে কিসের মত দেখা যায় ?
** অর্ধেক আপেলের মত l
* একটি লাল পাথর সাগরের নীল পানিতে ডুবালে কি হবে ?
** পাথরটি ভিজে যাবে l
* একজন মানুষ কিভাবে দশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে ?
** সহজ, রাত্রেবেলা ঘুমিয়ে l
* যদি তোমার এক হাতে তিনটা আপেল আর দুইটা কমলা এবং অন্য হাতে দুইটা আপেল আর তিনটা কমলা থাকে তাহলে কি হয় ?
** হাত অস্বাভাবিক বড় হয় l
* যদি দশজন মানুষ একটি বাড়ি দশদিনে বানায় তাহলে দুইজন মানুষ বাড়িটি কয়দিনে বানাবে ?
** তার দরকার হবেনা, কারন বাড়িটি বানান হয়ে গেছে l
* একটি ডিম কিভাবে কংক্রিটের মেঝেতে ফেললে ফাটবেনা ?
** যেভাবেই ফেলেন ডিমের আঘাতে কংক্রিট ফাটার কোন সম্ভাবনা নেই l
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুণ লাগলো । আরো চাই আরো
** বিয়ে করা।
কঠিন একটা কথা বলেছেন ভাই।
এবার বলুন - গরু ও মহিষের মধ্যে পার্থক্য কি?
আমরা গরু ভেবে মোষের মাংস কিনে মজা করে খাই
মন্তব্য করতে লগইন করুন