মা নিয়ে দুটি অনুগল্প

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ১১ মার্চ, ২০১৪, ১১:০৭:০৯ সকাল

"মা" নিয়ে সোস্যাল মিডিয়ায় অনেক মাতামাতি দেখি, কিন্তু দৃষ্টান্তমূলক কিছু পাইনা l বন্ধুদের উত্সাহের জন্য ছোট়ৄ একটি ঘটনার অবতারনা করছিঃ

সময়টা দুই হাজার এক খ্রিস্টাব্দ l কলেজে ছাত্র সংসদ নির্বাচন এর তফসীল ঘোষনা হয়েছে l ভিপি পদে আমাদের প্রতিদ্বন্দি সম্ভাব্য প্রার্থী ছাত্রদলের অনুপ কুমার সাহা (আগের সংসদে সহ পত্রিকা বা ক্রীড়া সম্পাদক পদের নির্বাচিত সদস্য), ছাত্রলীগের পিয়াস (সে আমার ক্লাসমেট ও বটে) আর অন্যান্য দলের দু'এক জনের নাম মনে নেই l মূলতঃ এই তিন জনের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দিতার আশা সকলের l হঠাত কি যেন হলো, শুনি অনুপ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে - প্রথমে ভালই লাগল; বিনা বাধায় খেলায় জেতার লক্ষন দেখলে কার না ভাল লাগে l পরে যখন শুনলাম তার মা অসুস্থ এবং মাকে চিকিত্সার জন্যে ভারতে নিয়ে যাবে, মনটা খারাপ হয়ে গেল l বেচারা মায়ের জন্যে নির্বাচনের ট্রেন মিস করতে হলো - আসলে আমাদের সময় পর্যন্তও ছাত্র রাজনীতিতে চরম মতবিরোধ থাকলেও সবাই সবার বন্ধু ছিলাম, তাই কেউ বিপদে পড়লে কষ্ট পেতাম l

আমি আজও অবাক হয়ে ভাবি এমন ক্রেজি বয়সে ক্ষমতার লোভ এড়িয়ে অনুপ যে ত্যাগ স্বীকার করেছিল, মাকে কতখানি ভালবাসলে তা সম্ভব !!!

নাম- দুরুল হুদা, পুরোদসতুর একজন রাজনীতিবিদ l ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, শহরের নির্বাচিত এমপি ও ছিলেন l তার মায়ের বার্ধক্যকালিন অসুস্থতায় তিনি দল থেকে নিষ্ক্রিয় হয়ে যান - যিনি ছিলেন এক সময় রাজশাহী জাতীয় পার্টির সর্বেসর্বা l ব্যাপক বিপর্যয়ের পর প্র্তাপশালী সাবেক শাসক এরশাদ যখন তাকে দলের হাল ধরতে নির্দেশ দিলেন, তিনি সাফ জানিয়ে দিলেন মায়ের জন্য তিনি তার রাজনীতি কুরবান করতে রাজী আছেন কিন্তু মায়ের সেবায় কোন ঘাটতি করতে নয় l অগত্যা এরশাদকে পিছু হটে আসতে হয় l আমাদের নীতিহীন রাজনীতিতেও এমন মা-অন্তপ্রাণ মানুষ দেখে মনে আশার উদ্রেক জাগে l

শুধু একটি কথা মনে রাখলেই মায়ের প্রতি যত্নশীল হওয়া যায়, তা হলো মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত l

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190348
১১ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাল লাগল । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
190370
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৭
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগল।
190414
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
190459
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
জাকির হোসেন খালেদ লিখেছেন : আপনাদেরও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File