বাংলা ভাষার পথে

লিখেছেন লিখেছেন জাকির হোসেন খালেদ ১০ মার্চ, ২০১৪, ০৩:১০:০৯ দুপুর

এফ এম রেডিও, ডিজুস জেনারেশন আর তথাকথিত শিক্ষিত সমাজের কল্যাণে বাংলা ভাষা তার স্বকীয়তা হারাচ্ছে l গতকাল এস এ টিভির একটি অনুষ্ঠান দেখতে বসে মনটা খুব খারাপ হয়ে গেল l উপস্থাপিকা অনর্থক বাংলা-ইংরেজি পেঁচিয়ে গোল গোল কথা বলছেন l আমি পেশায় প্রকৌশলী, ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা ভাল করেই উপলদ্ধি করি l কিন্ত পেশাগত বা লৌকিক বিশেষ প্রয়োজন ব্যাতিরেকে অহর্নিশ বাংলা-ইংরেজি-হিন্দি মিলিয়ে যে কথ্য-প্রথা আমরা প্রতিষ্ঠা করছি, তা আমাদের ভাষার জন্য কতটা ক্লেশের তা কি কখনও ভাবি ? আমি টেলিফোনকে দূরালাপনি, অফিসকে দপ্তর, পুলিশকে নিরাপত্তা বিধায়ক প্রভৃতি নামবাচক বিষয়ের কথা বলছি না l যে শব্দসমষ্টি আমাদের সমাজে শিক্ষিত-অশিক্ষিত, ছোট-বড় নির্বিশেষে সকলেই আত্মস্থ: করে ফেলেছে বা প্রচলিত আছে সে ব্যাপারে বলতে চাই না l

যেমন একটি নাটকের সংলাপে দেখলাম নায়িকা বলছেন, ইউ নো কাল নাইটে তোমায় আমি হাউ মাচ মিস করেছি l এই ধরনের ভাষাচর্চা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা কি তা চিন্তা করে দেখেছি ? আমাদের ভাষা আন্দোলনের যারা শহিদ, এ কি তাদের প্রতি এক চরম অবমাননা নয় ?

আমি একটি স্বেচ্ছা আন্দোলন শুরু করেছি, সেটা হলো নিজের চারপাশে শুদ্ধ বাংলা প্র্চলনে সবাইকে উদ্বুদ্ধ করা l সকলের প্রতি আহবান জানাব, আসুন অনর্থক বিদেশি ভাষা পরিত্যাগ করে পরিশীলিত কথ্য বাংলা প্রচলনের আন্দোলন করি l নিজের ভাষাকে সন্মান দিয়ে সামনে এগিয়ে নিই l

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190092
১০ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
গেরিলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৫৯
141344
জাকির হোসেন খালেদ লিখেছেন : ভাল লাগলে আমার মত আন্দোলনে নেমে পড়ুন
190496
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগল।
১৩ মার্চ ২০১৪ সকাল ১০:০২
142490
জাকির হোসেন খালেদ লিখেছেন : ধন্যবাদ,সজল ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File