সম্পর্ক

লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ২৩ এপ্রিল, ২০১৪, ০১:০৭:০৩ দুপুর

ছোট্ট একটা বিষয় যে এতদূর গড়াবে এটা ভাবতেই পারে নি আনিকা!

সামান্য কথা থেকে এতবড় একটা ঝগড়া হয়ে গেল...

ভীষণ রাগ হচ্ছে আপুর ওপর...আপুটা যে কিনা...!

আনিকা রাতজেগে পড়বে বলে একা ঘুমাতে চেয়েছিল। এরই মধ্যে বড়বোন আতিয়া এসে বললো,"তুই ওঘরে নানুর সাথে ঘুমা...এখানে আমি ঘুমুবো..."

আনিকা কত করে বললো,নানু তো অসুস্থ... লাইট জ্বালিয়ে পড়লে,নানুর ঘুমাতে কষ্ট হবে...আর তুমি তো এখনই ঘুমিয়ে যাবে,তাহলে তুমিই নানুর সাথে ঘুমাও আর আমি এঘরে একা ঘুমাই...!

কিন্তু আতিয়া বুঝতেই চাইলোনা...বরং বকা দিয়ে ঘর থেকে বের করে দিল..!

আম্মুকে বিচার দিতে গেলে আম্মুও কিনা পক্ষ নিল ওই ঝগড়াটে মহিলাটির...!

দুঃখে-কষ্টে চোখে পানি চলে এলো আনিকার..." আম্মু তো ওর পক্ষই নিবে, ছ' মাস হয়েছে বিয়ে হয়েছে আতিয়ার। বাবার বাড়ি বেড়াতে এসেছে ক' দিনের জন্য...আম্মু ওর পক্ষ নিবে নাতো কার পক্ষ নিবে?ও তো আম্মুর আদরের মেয়ে..."

আপনমনে গজগজ করতে করতে ফুঁপিয়ে কেঁদে ওঠলো আনিকা...!

হোস্টেল থেকে দু'দিনের ছুটিতে বাড়ি এসেছে ও,আপু এসেছে বলে...!

অথচ,ভালোবাসার এই মানুষটি কিনা ওকে বকা দিয়েছে,ওর সাথে ঝগড়া করেছে..? ইচ্ছে করছে,রাতেই হোস্টেলে ফিরে যায়...! অভিমানে চাঁপা কান্না লুকোতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে...! কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেও বুঝতে পারলো না...!

সকালে ফজরের নামাজের পর টেবিলের উপর রাখা চিঠিতে নিজের নাম দেখে খুলে পড়তে থাকলো আনিকা...

"

আমার পিচ্চি বোনটি,

আসসালামু আলাইকুম।

কি রে তুই? একটু কিছু হতে না হতেই অমন বোকার মতো কাঁদতে থাকিস?

আমি তো শুধু একটু মজা করছিলাম...

আগের কথাগুলো মনে আছে তোর?

আমার বিয়ের আগে দু'বোন মিলে কতই না ঝগড়া করতাম!

রাগ করে কথা না বলে কত রাত কাটিয়েছি... সকাল হতে না হতে বেমালুম ভুলে যেতাম রাতের ঝগড়ার কথা...!

মনে পড়ে তোর?

কত রাত গল্প করে কাটিয়ে দিয়েছি...!

তখন তো জগৎটাই ছিল আমার আর তোর...!

কিন্তু এখন,আমার জীবনে আরেকটি মানুষের আগমন ঘটেছে,তাঁর দিকটাও এখন আমাকেই দেখতে হয়!

আর তুইও পড়াশোনার জন্য হোস্টেলে থাকিস..!

কতদিন মনখুলে গল্প করা হয় নারে তোর সাথে..!

এমনকি প্রাণভরে ঝগড়াও করিনি কতদিন হয়ে গেল...!

তাইতো....

তাইতো,অমন করে বকা দিয়েছিলাম...

আমি তো শুধু তোর সাথে একটু ঝগড়াই করতে চেয়েছি...

অথচ,তুই কিনা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলি...!

পাগলি বোনটি আমার, সম্পর্কের মধ্যে টক,ঝাল আর তিক্ততা না থাকলে এর মিষ্টতা উপলদ্ধি করবি কেমন করে...?

ইতি,

তোর ঝগড়াটে বোন "

বিষয়: বিবিধ

১৭১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212174
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক মিষ্টি গল্প। Thumbs Up সুউইট Bee Bee সো সুউইট Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose এত্তগুলো থ্যাংক্স আপ্নাকে Good Luck Good Luck Good Luck
212178
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
212190
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৬
হতভাগা লিখেছেন : নতুন বিয়ে হয়েছে তো ,তাই স্বামীর সাথে একা নিরালে কথা বলার জন্য আতিকা আনিকার রুমে এসে তাকে নানীর সাথে শুতে বলেছিল ।
212218
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৪
নীল জোছনা লিখেছেন : পাগলি বোনটি আমার, সম্পর্কের মধ্যে টক,ঝাল আর তিক্ততা না থাকলে এর মিষ্টতা উপলদ্ধি করবি কেমন করে...


সত্যি বলেছে বৈকি
212225
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
ফেরারী মন লিখেছেন : আজকাল মেয়েরা অনেক সুন্দর সুন্দর গল্প কবিতা লেখা শুরু করেছে যা কিছুদিন আগেও ওতটা দেখা যায় নি। তাদের গল্প কবিতাগুলো প্রাণ ছুঁয়ে যাওয়ার মত যেমন প্রাণ ছুঁয়েছে এই গল্পটি। বেসম্ভব সুন্দর লিখেছেন আপু।
212226
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৭
ডাঃ নোমান লিখেছেন : সম্পর্কগুলো সত্যি আল্লাহর অপূর্ব নিয়ামত।
212256
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : মাত্র বিয়ে হয়েছে,কদিন পর ঠিক হয়ে যাবে নো টেনশন।
212832
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৮
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : অনেক অনেক মিষ্টি গল্প। Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File