জীবনীশক্তির গভীরতা নির্ণয়
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ২৩ মার্চ, ২০১৪, ১০:৪৬:০৪ সকাল
নিঃশেষিত
জীবনীশক্তির গভীরতা
আর কতটুকুই বা হবে...!
প্রান্জল দুনিয়ার
জমকালো আহ্বান..
অথবা,
হৃদয় তটিনীর
জেগে ওঠা চরে
ভালোবাসার
একটি-দুটি অশ্রুবিন্দু,
গ্রাস করে নেয়
সমস্তটিই...!
এটুকু সম্বল নিয়েই
অনবদ্য এই
সম্পর্কের বেড়াজালে
আবর্তিত হয়
মানুষ...।
কিন্তু
নিঃশেষ হয়ে যাওয়ার
অন্তিম পরোয়ানা
নিয়েও
হাজারো আকাঙ্খার
উন্মুখতা...
এতো বাতুলতাই বৈকি...!
তাইতো,
আকাঙ্খা'রা এখন
অন্যদিকে মোড় নেয়...।
প্রাপ্তি তো শুধু,
হিসেবের ক্ষণটিতেই
কাম্য হতে পারে..!
কেননা,
নিঃশেষিত
জীবনীশক্তির যে,
কোনো গভীরতাই নেই...!!!
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৩৪ লাইনের পোস্ট ?
৬-৭ লাইনের পোস্ট ৩৪ লাইন ।
১২ মিনিটের নাটকে ১৮ মিনিট এড ।
মন্তব্য করতে লগইন করুন