মায়ানমারে মুসলিম শিশু হত্যা।
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ১০ মার্চ, ২০১৪, ১২:০৪:৪৮ দুপুর
মায়ানমারে মুসলিম শিশু হত্যা প্রসঙ্গে এই লেখাটির অবতরণ :
কতটুকুই বা দোষ ছিল আমার ...?
আমার ছোট ছোট হাত -পা,ছোট্ট একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ মগজ...!
খুব বেশি চেয়ে ফেলেছিলাম কিনা জানিনা ....!
আমি তো শুধু একটু বেঁচে থাকতে চেয়েছিলাম ...!
আর সব শিশুদের মতোই আমিও বাবা -মা'র আদরে বড় হতে চেয়েছি...।
এই ধরণীর বুকে স্বকীয়তার কিছুটা স্বাক্ষর আমিও রাখতে চেয়েছিলাম .....!
কিন্তু ...!
কিন্তু .......
কিছু বুঝে ওঠার আগেই ...
আমাকে আর বুঝতে দেয়া হলো না.....!
আমাকে সরিয়ে দেয়া হলো তোমাদের দুনিয়া থেকে ....!
কতখানিই বা অপরাধ ছিল আমার ...!
আমি শুধু জানতাম, আমরা মুসলিম ...।
বাবা -মাকে সবসময় ভীত অবস্থায় দেখেছি ....সারাক্ষণ কি নিয়ে যেন ফিসফিসিয়ে কথা বলত...! তাঁরা যদিও আমাকে কিছুই বুঝতে দিত না,তবে এটুকু বুঝেছিলাম..."মুসলমানদের অনেক কষ্ট..."।
ওইটুকু বুদ্ধিতে আমি আর কতটাই বা চিন্তা করতে পারি, বলো...???
বেশ তো আমার দিন কেটে যাচ্ছিল ...
আম্মির ডাক শুনে ফজরে ঘুম থেকে ওঠা ...এরপর, কোরআন বুকে জড়িয়ে ধরে পাইন গাছে ঘেরা রাস্তাটি দিয়ে মক্তবে পড়তে যাওয়া ...একটু বেলা হলে ফের ঘরে ফেরা....!
বড়দের আলোচনা কান পেতে শুনতাম...যা বুঝেছিলাম,তার সারমর্ম এতটুকুই ছিল আমার কাছে যে,"আমরা যারা -মায়ানমারের রোহিঙ্গা মুসলিম, আমাদেরকে এদেশে আর থাকতে দেয়া হবে না...।"
এগুলো শুনে ভাবতাম,বড় বড় মানুষগুলো এত্ত বোকা কেন ...?বললেই হলো, থাকতে দিবে না...?
আকাশে তো কত্ত পাখি উড়ে বেড়ায় ....কই,কোনোদিন তো শুনিনি,পাখিকে আর আকাশে থাকতে দেয়া হবে না....পাখিরা এখন হতে পানিতে থাকবে .....!
তবে, ওরা কিভাবে বলে, আমাদেরকে আমাদের দেশেই থাকতে দিবে না....!!!
পাখির দেশ যদি আকাশ হয়ে থাকে, তাহলে আমার দেশও তো এই মায়ানমার...।
আকাশ ছাড়া পাখির অস্তিত্ব না থাকলে ...আমার দেশ ছাড়া আমিও তো অস্তিত্বহীন.....!
অমনি দ্বিধা - সংশয়ে কাটছিল আমার দিন...!
একদিন ...
একদিন ....ওরা আসল.....!
আমার ছোট্ট তাকানোতে....বিশ্বাসই করতে পারছিলাম না,ওরা আমাকে আর বাঁচতে দিবে না...!!!
বুঝে ওঠার আগেই, গলায় ফাঁসের অস্তিত্ব টের পেয়েছিলাম ...!আমি পুনরায় আমার অপরাধ অনুসন্ধান করতে থাকলাম..." কই,মনে পড়ছে না তো...কাউকে মেরেছি কিনা ....! ও হ্যা...পাশের বাসার যুবাঈর কাল যখন আমার খেলনাটা নিয়ে চলে যাচ্ছিল, তখন খুব করে বকে দিয়েছিলাম ...! এজন্য কি আমার ফাঁসি হওয়া উচিৎ ...??? এটা কি খুব বড় অপরাধ ....???"
অবশেষে, অন্তরাত্মা বের হওয়ার আগ মুহূর্তে আমি আমার অপরাধ খুঁজে পেয়েছিলাম .....সেটি হলো ......"আমি একজন মুসলিম ...।"
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর একারণেই এদের বাঁচতে নেই ...!এরা বাঁচতে পারে না...!!!
মন্তব্য করতে লগইন করুন