আত্নজিজ্ঞাসা।
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ০৯ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৩ সকাল
মানুষ কিভাবে নির্লিপ্ত
হয়ে রয় ?
কিভাবে আবার
মেতে ওঠে তারা
রংগীন দুনিয়ার ভাঁজে....?
কেমন করে
উদাস জীবনময়...
পরিসীমা শুধু
চাওয়া -পাওয়ার কারুকাজে...?
বুকের বাঁ দিকে
ওঠে না কখনো কাপন?
হ্রদপিন্ডের বুঝি
বন্ধ হয়েছে শ্বাস...?
সময় এসেছে
করতে প্রভুকে আপন,
'ইয়া নাফসি'
হাহাকারে শুনি
বনী আদমের নাশ...!
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাহাকার শুনি বনী আদমের নাশ!
চরম!
আরো প্রত্যাশা করছি ।
মন্তব্য করতে লগইন করুন