আত্নার প্রত্যাবর্তন।

লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ০৮ মার্চ, ২০১৪, ০১:২৩:১২ দুপুর

আলোহীন কালোয়,

আমি সেজেছিলাম

জাহেলিয়াতের আলোয়,

জ্বলন্ত অঙ্গার

জ্বলে জ্বলে

যেমন

বিবর্ণ রঙ ধারণ করে,

দীর্ঘক্ষণের দাবদাহে

আমিও হয়েছিলাম

বিবর্ণ, নিস্প্রভ ।

হঠাৎই

ধূসর হ্রদয় নগরে

তোমার

স্বরুপ প্রকাশিল...!

আর

আমার শুষ্কতায়

রহমতের বুদবুদেরা

জন্ম দিল

দুর্ভেদ্য বলয়ঘেরা

'সীরাতুল মুস্তাকীম'।

অবশেষে,

দূর্লভ প্রাপ্তিতায়

অনুভূত হলো -

"আমার

সমগ্র স্বকীয়তা তো

তোমাকে ঘিরেই ।

এতদিন,

তোমা হতে বিচ্ছিন্ন

আমি ছিলাম

'আমিহীন'...!"

এখন,

আমার স্বগতোক্তিরাও

উক্তি করে ওঠে,

"আহ ! কি প্রশান্তি...!!!"

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189621
০৯ মার্চ ২০১৪ রাত ১০:৪৩
বদর বিন মুগীরা লিখেছেন : নিয়মিত ব্লগে এক্টিভ থাকিস।
189740
১০ মার্চ ২০১৪ সকাল ০৭:৪২
মানসুরা জেসমিন তানি লিখেছেন : ইনশাআল্লাহ.....!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File