“বিবেকের কাঠগড়ায়”
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ০৭ মার্চ, ২০১৪, ০২:৩২:৩৬ দুপুর
আমার
অপরিণত কাঠগড়ায়
ঠাঁয় দাড়িয়ে থাকি…
যেখানে,
বিচারক ‘আমি‘র
সম্মুখে নতজানু
আসামি ‘আমি‘ ।
দীর্ঘ অন্তর্দন্দ্বে
ভুগতে থাকার পর
বিচারে সাব্যস্ত হলো -
“বিপথগামীতার
সম্ভাব্য সম্ভাবনা প্রতিরোধে-
অনিয়ন্ত্রিত নফসের গলায়
ঝুলানো হোক
পবিত্র আয়াতের বিলবোর্ড…!”
এ অমোঘ রায়ে,
নফসের
প্রবল আপত্তি সত্ত্বেও,
আত্মশুদ্ধির অভিলাষে
অশান্ত আমি
নির্বাক, নিশ্চুপ …!
তাইতো,
পদস্খলনের ভয়ে
চকিতে ফিরে আসি
আমার
নড়বড়ে কাঠগড়াটিতে…।
যেটি শুধুইআমার …
একান্তই আমার …!
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে স্বাগতম।
অনেক সুন্দর একটা পোস্ট দিয়ে ব্লগের যাত্রা শুরু। জাজাকিল্লাহু খাইর
আশাকরি আরো আরো সুন্দর শিক্ষনীয় লিখা পাবো
মন্তব্য করতে লগইন করুন