পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)

লিখেছেন লিখেছেন বশর সিদ্দিকী ০৯ অক্টোবর, ২০১৪, ০৬:২৬:৩৬ সন্ধ্যা

১) Äscher Cliff, Switzerland



সুইজারল্যান্ড এ অবস্থিত এই হোটেলটা সমুদ্র পৃস্ঠ থেকে ১৬০০ মি উপরে। তার মানে এটার প্রায় ১.৫ কিলোমিটার উপরে। এখানে যাওয়ার জন্য আপনি কোন গাড়িতে চরতে পারবেন না। কারন এখনে গাড়ি চলার মত রাস্তা নেই। যাওয়ার জন্য বেশ কিছু ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। প্রথমে হাইকিং করতে হবে। হাইকিং এর জন্য কর্তৃপক্ষ ভালো ব্যাবস্থা করে রেখেছে।



আর দ্বিতিয় হচ্ছে কেবল কারে করে যেতে পারেন। কেবল কারের সিস্টেমটাতে আপনাকে বারতি পয়সা গুনতে হবে সাথে সাথে আপনি পাহারি চমৎকার জঙ্গলের পরিবেশ মিস করবেন। তাই এই হোটেল এর বেশিরভাগ গেস্টই হাইকিং মানে পায়ে হেটে আসেন।



হোটেলের ভিতরে শুধু মাত্র হাইকারদের জন্য অল্পকিছু ব্যাবস্থা করা হয়েছে। এই হোটেলটার আসল সৌন্দর্য হচ্ছে এর সামনের বারান্দার অংশটুকু। সামনেই বিশাল গিরিখাত। তার সামনে জঙ্গলঘেরা পর্বত। হরেক রকমের পাখি আর বন্যপ্রানির বাসস্থান। অসাধারন এক পরিবেশ আপনাকে অসাধারন একটা ফিলিংস দেবে।

২) Hotel Kakslauttanen, Finland



এটি ফিনল্যান্ড এ অবস্থিত। মেরু অঞ্চলের খুব কাছাকাছি হওয়াতে সারাবছরই বরফে ঢাকা থাকে এই এরাকাটি। ফলে এস্কিমোদের বাসস্থান ইগুলুর আদেলে তৈরি করাহয়েছে এই পুরো হোটেলটি।



এখানে অনেক ধরনের থাকার ঘর পাওয়া যাবে। এর মধ্যে কাঠের কেবিন গুলো অন্যতম। সম্পুর্ন কাঠের তৈরি বাড়িগুলো দেখতে খুব পুরোমনে হলেও এগুলোতে ব্যাবহার করা হয়েছে পৃথিবীসেরা প্রযুক্তি।



এই ঘরগুলোর মজার বিষয় হচ্ছে কাঠের গুরিগুলোকে কোন কাটাকাটি করা হয় নি। মানে একবোরে আসল কাঠের গুরিদিয়ে প্রত্যেকটি ফার্নিচার তৈরি করা হয়েছে।

আর একটি অসাধারন জিনিষ হচ্ছে গ্লাস ইগলু।



পুরোছাদটি স্বচ্ছ কাচের তৈরি হওয়াতে বরফের জঙ্গলটি পু্রোপুরি ভাবে আপনি উপভোগ করতে পারবেন। বিশেষ করে রাতের বেলা আকাশের মেরুর অরোরা দেখার দৃশ্য কেউ ভুলতে পারবে বলে মনে হয় না। এছারাও এখানকার পুরো অঞ্চলটি বরফাবৃত জঙ্গল হওয়াতে আপনি স্লেজিং, হাইকিং সহ চমৎকার সময় কাটাতে পারবেন।

৩) Ladera Resort, St. Lucia



ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জের সেন্টলুসিয়াতে অবস্থিত। সেন্টলুসিয়া পর্বতে ঘেরা খুব ছোট ছিমছাম পাহারি জঙ্গলে ঘেরা একটি দ্বিপ। মাত্র ৩২ টা সুইট আছে হোটেলটাতে। প্রত্যেকটাতে রয়েছে বেড, নিজস্বড্রইং, ডাইনিং, কিচেন, এবং অসাধারন একটা সুইমিং পুল।



পুরো হোটেলটা নির্মান করা হয়েছে দুইটা পর্বতের মাঝসন্ধিখনে। এমন একটা পজিশনে যেখন থেকে আপনি পুরো সাগরটার একটা বিশাল অংশ দারুন ভাবে উপভোগ করতে পারবেন। বিশেষ করে ঝরের দিনে অথবা শিতের কুয়াসাতে। প্রত্যেকটি মুহুর্ত মেমেরবিল হবে আপনার জন্য।



পাহার গুলো আগ্নেয় পাথর হওয়াতে এই ধরনের একটা রিস্কি পজিশনে এতবর একটা স্ট্রাকচার নির্মান করা সম্ভব হয়েছে। এটি নির্মানের সময় নির্মাতাদের প্রতি কর্তৃপক্ষের শর্তছিল কোন গাছ কাটা যাবে না। অসাধারন এইকাজটি সম্পন্য হয়েছিল কাঠদ্বারা। কারন সিমেন্টিং করতেগেলেই পচুর পরিবেশ দুষন হওয়ার সম্ভাবনা ছিল।

হোটেলের দুই পাশদিয়েই খারা গিরিখাদ নেমে গেছে। যার ফলে কোন বারান্দায় গিয়ে দারালেই আপনার মধ্যে আলাদা ভয় মিশ্রিত একটা ভাললাগার সৃস্টি হবে। তাছারা রয়েছে সমুদ্রের ফ্রেস বাতাস আর দৃস্টিনন্দন প্রকৃতি।

৪) The Manta Resort, Zanzibar



কল্পনাতে মাঝে মধ্যে যে জিনিষ গুলা আসে এরা সেই জিনিষগুলাই করে রাখছে। হোটেলটা করা হয়েছে মাঝ সমুদ্রে। দ্বিতল বিশিষ্ট হোটেল রুমগুলোর প্রধান বৈশিষ্ট হচ্ছে নিচের তালাটি পানির নিচে অবস্থিত।



একেবারে লাইভ একুরিয়াম এর মতন। ডিফারেন্ট হচ্ছে এখনে মাছের বদলে মানুষ বাক্সের মধ্যে থাকবে। এখানে আপনার বেডের জানালা গুলাই সেই একুরিয়ামের মাছ দেখার উপায়। প্রশান্ত মহাসাগরিয় ছোট দ্বিপ জাঞ্জিবারে অবস্থান হওয়াতে পানি একদম পরিস্কার। ফলে খুব সহজেই ডুব দিতে পারবেন কাধে অক্সিজেন আর মাস্ক লাগিয়ে।



অথবা চাইলে ঘুরে আসতে পারেন দ্বিপের পাহারি প্রাকিতিক পরিবেশ। অসাধারন একটা হোটেল। আমার ইচ্ছে করতেছিল এইটারে একনাম্বারে দেয়ার জন্য।

৫) Conrad Maldives, Rangali Island



এইটা খুব কাছেই আছে। আমাদের সার্কভুক্ত দেশ মালদ্বিপের রাঙ্গেলি দ্বিপে অবস্থিত এই হোটেলটি। এখানকার পানি, মাটির শেইপ এবং মাছের প্রজাতি এতটাই বিচিত্রকর যে নির্মাতারা এই পুরো বিষয়টা কেই অন্যভাবে দেখেছেন। তারা পুরো হোটেলটাকেই পানির নিচে নিয়ে এনেছেন



পানির নিচ থেকে এর এক্সেটেরিয়র দেখলে মনে হবে কোন সাইন্সফিকশন মুভির ট্রেইলার দেখা যাচ্ছে। পুরো হোটেলটারে পানির নিচে প্রিফেব্রিকেশন করে বসানো হয়েছে। কাচের ছাদ হওয়ার কারনে চারপাশের মাছ এবং প্রাকিতিক পরিবেশ অসাধারন ভাবে দেখা যায়।

এখানে রয়েছে ডাইনিং, সার্ফিং এর ব্যাবস্থা এবং একটি অত্যাধুনিক হোটেলের সকল সুবিধাদি। রয়েছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সুবিধা। রয়েছে অসাধারন সব বেডরুম সু্ইটস এবং সবচেয়ে মজার জিনিষ আন্ডার ওয়াটার এলিভেটর। অনেকে আবার বিয়েস্বাদিও সেরে নেন এমন অসাধারন একটা স্থানে।



বিষয়: বিবিধ

২২০৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272597
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্‌! চমৎকার। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ Rose Rose Rose
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
216739
বশর সিদ্দিকী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। কমেন্টস এর জন্য।
272600
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
শেখের পোলা লিখেছেন : অসাধারন চমৎকার জিনিষ দেখালেন, ধন্যবাদ৷ আপনার লেখায় প্রতিটা 'ড়' 'র' হয়ে গেছে৷ হয়ত খেয়াল করেন নি৷
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৯
216758
বশর সিদ্দিকী লিখেছেন : বানান ভুল একটা মারাত্মক সমস্যা আমার জন্য।
272622
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:২০
216759
বশর সিদ্দিকী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:০৬
216775
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
272643
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ


কিন্তু এই হোটেলগুলিতে যাওয়ার মত অর্থ আসবে কিভাবে???
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:২০
216760
বশর সিদ্দিকী লিখেছেন : অর্থ লাগবে না। টেকা লাগবে।
272650
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২২
পুস্পিতা লিখেছেন : মালদ্বীপেরটি ভাল লেগেছে।
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:২০
216825
বশর সিদ্দিকী লিখেছেন : খরচরে দিকথেকে ওইটাই মনে হয় সবচেয়ে বেশি
272684
০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৬
আনিস১৩ লিখেছেন : Amazing.
Thanks for sharing.
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:২০
216824
বশর সিদ্দিকী লিখেছেন : ধন্যবাদ।
272696
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:০৭
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব, তবে বানান ভুল হয়েছে দেড় কোটি।
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:১৯
216823
বশর সিদ্দিকী লিখেছেন : বানান ভুল আমার পুরানা অভ্যাস। বাংলা ভাষা সম্পর্কে কম জ্ঞান তাই এই অবস্থা।
272701
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:১৬
দ্য স্লেভ লিখেছেন : কাচ আর কাঠের ইগলুগুলো াসাধারন রাগল। সামুতেও কমেন্ট করে আসলাম্। Happy
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:১৯
216822
বশর সিদ্দিকী লিখেছেন : ডাবল ধন্যবাদ
272763
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বড়ই সুন্দর! Day Dreaming
কিন্তু এসব জায়গায় যেতে যে পয়সা লাগে! পয়সা পাব কই? Worried Worried Worried
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৯
216894
বশর সিদ্দিকী লিখেছেন : ইচ্ছে থাকলে উপায় হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File