একজন আলহাজ্ব এবং একটি সহিহ অংক

লিখেছেন লিখেছেন বশর সিদ্দিকী ১১ অক্টোবর, ২০১৪, ০৯:০৪:০৬ রাত

অনেক তো ফাইজলামি আর দুস্টামি হইলো। গরুকাটা হইলো, গোশত খাওয়া হইলো, গোশত বিলানো হইলো, আসেন এইবার একটু কিছু সিরিয়াস জিনিষ নিয়া আলুচুনা করি। শুরুতেই আপনি একটি তসবিহ নিয়া বসেন। কারন এতবার সুবানাল্লাহ বলতে হবে যে হিসাবে গন্ডোগোল লাইগা যাইতে পারেন।



উপরের যেই ছবিটা দেখতেছেন এইটা পৃথীবি বিখ্যাত আমেরিকান হোটেল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল বিলিওনিয়ার কোম্পানি হিলটন হোটেল কর্পরেশনের মালিকানাধিন একটি হোটেল। খুবই সুন্দর ছিমছাম এবং সাজানো গোছানো হোটেল। ভিতরে রয়েছে অত্যান্ত লাক্সারিয়াস সব সুইট, বল রুম, ডাইনিং এবং চমৎকার সব ফ্যাসিলিটি। সবাই বলেন সুবানাল্লাহ। এবং এটির অবস্থান হচ্ছে পবিত্র কাবাশরিফের দক্ষিন গেটের রাস্তার অপজিটে। মানে কাবাশরিফের সকল হাজিদের থাকার জন্য হোটেলটি মুলত ব্যাবহৃত হয়।

এবার আসি মুল কথায়। হোটেলটির মালিক আমেরিকান ধনকুবের ব্যারন হিলটন। তিনি একজন বিলিয়নিয়ার। তাদের পারিবারিক ট্রেডিশন হচ্ছে হোটেল ব্যাবসা করা। তবে মজার বিষয় হচ্ছে তিনি আমেরিকাতে বেশ কিছু সোসাইটির সম্মানিত ডোনার। এতটাকা যার থাকে তার ডোনেট করতে বাধে কোথায়। বিশেষ করে আমেরিকানরা আবার যথেস্ট দানশীল। তবে সেই দান যায়গা মত যায়



আমেরিকাতে আইপ্যাক নামে একটা সংগঠন আছে। এই সংগঠনটার মুল লক্ষ এবং উদ্যেশ্য হচ্ছে ইসরাইলের জন্য তহবিল সংগ্রহ করা, মার্কিন সংসদে ইসরাইলের পক্ষে বিল পাশ করানো এবং ইহুদি স্বার্থ রক্ষা করা। কিছুদিন আগে আইপ্যাকের ডোনার লিস্ট ঘেটে বেশ কিছু নাম আসছে যেখানে আমাদের হিলটন সাহেব বেশ উপরের দিকে আগাইয়া আছেন। সবাই জোরছে বলেন সুবানাল্লাহ।



উপরের ছবিটার দিকে ভাল করে তাকান। কি দেখতেছেন। জি জ্বনাব উহা কেএফসি দেখা যাচ্ছে। এবং উহার পয়সা যে সরাসরি ইসরাইলি ফান্ডে যায় তাহা এখন একটা সাধারন মুরগিও জানে। এই হোটেলের বেশিরভাগ দোকানই মাল্টিন্যাশনাল ব্রান্ডের এবং সেখানে আমাদের সবার প্রিয় এবং হিলটন পরিবারের সদস্যা প্যারিস হিলটনের একখান দোকান রয়েছে। উনি কিছুদনি আগে সেই দোকান খানা উদ্ধোদন করিয়াছেন। যদিও ইসলামি রেওয়াজ মতে কোন অমুসলিম মক্কাতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা আছে কিন্তু এই পবিত্র মাটিতে প্যারিস হিলটনের মত একটা বেশ্যা কি করে ঢুকার অনুমুতি পাইলো সেইটা সৌদি আরবের গ্রান্ড মুফতির কাছে কুশ্চেন রইলো।



যাউজ্ঞা আমরা এত বড় ব৭ড় আলেম না। তার উপরে আমি ইঞ্জিনিয়ার। অংক ছারা জিনিষ পত্তর কম বুঝি। যা বুঝি ম্যাথ দিয়া বুঝি। তাই আসেন একটা ম্যাথ কষি। প্রথমে আপনে নিয়্যাত করলেন আপনে হজ্বে যাবেন। তো আপনাকে যাইতে হবে হজ্ব এজেন্সির কাছে। তারা একটা নির্দিস্ট অংকের টেকা দাবি করবে। আপনি নিশ্চিত মনে টেকা দিয়া লাফ দিয়া পেলেনে উইঠা পরবেন। শুরু করি পেলেন দিয়া। পেলেন এর মডেল হইতাছে বোয়িং৭৭৭ মডেল। মালিক হইতাছে এমিরেটস এয়ার ওয়েজ অথবা কাতার এয়ার। তো প্রথম ঠেলায় বোয়িং পাইলো আপনার পয়সার একটা অংশ। এর পরে আপনি সৌদি আরবে ল্যান্ড কইরা সুম্মা আমিন কইয়া উইঠা পরলেন হোটেলে। হোটেলের টিকেটের গায়ে লেখা আছিল হিলটন হোটেল। এইবার আপনার টেকার আর একটা অংশ পাইলো ব্যারন হিলটন সাহেব। ধারেন আপনার হজ্ব শেষ। কোরবানি দেয়ার সময় আইছে। তো সৌদি সরকার নিয়ম মাফিক আপনার কোরবানিটা উনাদের উদ্যেগে করে দিবেন। তো সেই কোরবানির পশু আসবে কোথা থেকে?? সাপ্লাইয়ার লিস্ট দেখলে দেখবেন সেখানে অস্ট্রলিয়া, ব্রাজিল সহ বেশ কয়েকটা বড় বড় দেশের পশু আসে। তো পৃথিবীতে এই মুহুর্তে পশু পরিবহনের ব্যাবসাটা ইহুদিদের হাতেই আছে, এইবার ডাইরেক্ট গেল ইহুদিদের পকেটে। খারান জনাব। এখনো শেষ হয় নাই। হজ্ব শেষে আপনে চিন্তা করলেন সৌদি তো আইছি। বাড়িরর সবার জন্য কিছু নিয়া যাই। তো এত ভিরের মধ্যে আপনি আপনার হোটেলের সেই দোকান গুলাই নিরাপদ আর ঝামেলা মুক্ত মনে করবেন। এইবার কিনতে কিনতে চইলা গেলেন প্যারিস আফার দোকানে। ব্যাস কিন্যা ফালাইলেন গিফট। আবার লাফদিয়া উইঠ্যা গেলেন বোয়িং ৭৭৭ এ। ফুরুৎ কইরা চইলা আইলেন দেশে। আর নামের পিছে লাগইয়া দিলেন আলহাজ্ব হাসানুল হক ইনু।



এতক্ষন তো খালি যোগ অংক করলাম। আসেন এইবার একটু বিয়োগ করি। বোয়িং ইসরাইল এর প্রধান আর্মস সপ্লাইয়ারদের অন্যতম। তার একটা ডেডিকেটেড টিম আছে যাদের কাজ হচ্ছে শুধু মাত্র ইসরাইলকে সার্ভ করা। তো তাদের সেই খরচ কোথা থেকে আসে?

হিলটন বাবাজি এইবার ইসরাইলের ফিলিস্তিনে হামলার সময় যে দান ক্ষয়রাত করেছেন তা উসুল কতে ঠিক কয়জন হাজিকে উনার হোটেলের রাত্রি যাপক করতে হপে।( এভারেজ হিসাব)

প্যারিস আফা গতকালকে নিয়্যত করল নতুন ওই পোলাটার লগে আইজকা ডিনার কইরা রাইতে বালুবালু খেলবেন। সেই মোতাবেক উনি ঘুম থেকে উইঠা সবকিছু পইরা সুন্দর কইরা সাইজা রেডি হইয়া জুতার ড্রয়ারে হাত দিয়া দেখেন জুতাগুলা আর পছন্দ হইতাছেন না। তারাতারি উনার ম্যানেজাররে ফোন দিয়া হুকুম ফরমাইলেন। যাও মক্কার দোকানের একাউন্ট থেকে টেকা তুইলা নতুন জুতার টেকা পরিশোধ কর।



এইটা আমার অংকের প্রথম পার্ট। এরকম আরো ২০-২৫ টার মত পার্ট আছে। আপনারা বিরক্ত হবেন। তাই আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন কইরা আইজকার মত বিদায় নিতাছি।

১) প্যারিস হিলটন আফার জোতার দামে পরিশোধ করার জন্য কয়জন হাজ্বির হজ্বের পয়সা লাগবে। ( শুধু সংখ্যা উল্লেখ করুন)

২) ফিলিস্তিনের শিশুদের রক্ত দিয়া যে বোয়িং এর পাংখা ঘুরে সেই বোয়িং এর সিটে আরামের মাত্রা কত? ১-১০ এর মধ্যে চয়েস করুন।

৩) সিরিয়ার সেই শুশুটি যে মৃত্যুর আগে বলেছিল " আমি আল্লাহকে সব বলে দিবো" তার শরিরে বিদ্ধ বুলেটের দাম কয়জন হাজ্বির টেকা থেকে কাটা হইছে?

৪) ইরাকে আইসআইএল এর যৌন জিহাদের ফলে নিহত সেই কুর্দি অথবা শিয়া কিশোরিটির লাশ দাফন করতে কয়টুকরা সাদা কাপরের প্রয়োজন আছে



পরিশেষে আমাদের হিলটন আফা সকল হাজ্বিদেরকে উনার অন্তরের অন্তস্থল থেইকা মোবারকবাদ জানাইছেন। আর তিনি এও বলেছেন আইএস এর নতুন খলিফাকে তিনি নিজে গিয়ে একদিন ডিনারে টাইম দিয়ে আসবেন। তবে তিনি সন্দিহান খলিফা মাঠের মত খাটেও যুদ্ধ করতে সক্ষম কিনা।

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273253
১১ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৪
বুড়া মিয়া লিখেছেন : বেবাগতা ম্যাথ দিয়াই কিলিয়ার হয়; তয় অহন কিন্তু হিলটনরা সার্ভিস দিয়াও কিনারা করতাম পারতাছে না! পিডাইয়াও না!

লিবিয়া টেগা (ডলার) এর বদলে মাল (গোল্ড) চাইয়া খাইছে মাইর; ইরাক আবার ডল বাদ দিয়া ইউরো লইয়া ফাল দেওনে হেতেও খাইছে মাইর, ইরানও কিন্তু ডলার বাদ দিয়া গোল্ডে/মালে আইয়া গেছে কিন্তু পিডাতাম পারতাছে না, জাম্বিয়াতে তো ডল এর নাম লইলে পারলে ফাসি! এমতে বেবাগতেই ডলগো দাবাড়ের উপরে রাখছে ...

ডল-গো দিন পরায় ফুরাইয়া আইতাছে বিশ্বব্যাপি, কিন্তু সৌদী হালায় কি দুঃখে অহনও চুষতাছে বুঝে আইতাছে না!
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:২৬
217311
বশর সিদ্দিকী লিখেছেন : তারা মরুক আর বাচুক চুষতেই থাকবে।
273279
১২ অক্টোবর ২০১৪ রাত ১২:১১
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আলহাজ্ব ইনু
নজর না লাগে যেন চাঁদনীর গায় Rolling on the Floor Rolling on the Floor Puppy Dog Eyes Puppy Dog Eyes Puppy Dog Eyes Puppy Dog Eyes

১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
217558
বশর সিদ্দিকী লিখেছেন : ইনুর দৃস্টি বক্ষ প্রদেশে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
273303
১২ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কিন্তু হাজীদের কর্তব্য কী????

আমজনতার অবস্থা তো রাখালবিহীন ভেড়ার পালের মত-
আবু জান্দালের(রাঃ) মত সিংহপুরুষ কদাচিত জন্মায়


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
217556
বশর সিদ্দিকী লিখেছেন : হাজিদের কিছুই করার নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File