হিন্দী সিরিয়াল ও আমাদের সংস্কৃতি

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ২২ এপ্রিল, ২০১৫, ০৮:৫২:৫৪ রাত

এক ফ্রেন্ড ‘সাংস্কৃতিক আগ্রাসনে হিন্দী সিনেমা ও সিরিয়ালে ভূমিকা’টপিকসের উপর টার্ম পেপার করছিলো।কয়েকদিন পূর্বে এটার তথ্য সংগ্রহ ও মানুষের মনে হিন্দী সিরিয়াল ও সিনেমার প্রভাব জন্য কিছু মানুষের সম্মুখীন হয়।

আমার সামনেই ক্লাসের এক মেয়ের কাছ থেকে হিন্দী সিরিয়ালের বিষয়ে জানার চেষ্টা করছিলো।

সে বলছিলো-তুমি কি হিন্দী কোন কিছু দেখো?

মেয়েটি বলছিলো-হ্যা।আমার হিন্দী সনি টিভি দেখতে খুব ভালো লাগে।ঐটার সিরিয়ালটা যা দারুণ হয়না!

সে আবার বলছিলো-এটার জন্য তো পরকীয়া,সংসার ভেঙ্গে যাওয়া এই ঘটনাগুলো ঘটছে?

-না।সনি টিভিতে এগুলো দেখায়না।স্টার জলসা,স্টার প্লাসে এগুলো হয়।

-আচ্ছা!তুমি কি মনে করো,এটি আমাদের দেশের জন্য ক্ষতিকর?

-হ্যা,তাতো অনেকটা মনেই হয়।

-তোমার কি মনে হয়,বাংলাদেশ সরকারের এই চ্যানেলগুলো বন্ধ দেওয়া উচিত?

মেয়েটি আমতা আমতা শুরু করলো।আমি পিছন থেকে বললাম-তোমার ওখানে কি No answer অপশন আছে?

সে বললো-হ্যা আছে।

বললাম-তাহলে সেটি লিখে দাও।বাংলাদেশের কোন মেয়ে এটার উত্তর দিবেনা।হ্যা বললে একটা অন্যায়কে সমর্থণ করা হয়।আবার না বললে সিরিয়ালের বিপক্ষে কথা বলা হয়ে যায়।

বন্ধুর শেষ প্রশ্নটা ছিলো-সরকার এই চ্যানেলগুলোকে বন্ধ করে দিলে তোমার প্রতিক্রিয়া কি হবে?

মেয়েটি চোখ বড় বড় করে বললো-কি বলছো!সরকার চ্যানেল বন্ধ করে দিবে?এটি সম্ভব নাকি?তাহলে আমরা টেলিভিশনে কি দেখবো?

বাঙ্গালীর অনুভূতি জ্ঞান টনটনে।যত খারাপ জিনিসই হোক,সেটি যদি নিজের ভালো লাগে বা নিজের পক্ষে যায়,তাহলে সেই খারাপটি ভালো হয়ে যায়।আবার প্রয়োজনের স্বার্থে অন্যের স্বার্থে সেটিকে মন্দ বলতে দ্বিধা করেনা।

হিন্দী আগ্রাসনের বিষয়টি সবারই জানা।গত ঈদের সময়ই সিরিয়ালের নায়িকার জামা কিনে না দেওয়ায় স্বামীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে।আবার স্বামীকে হত্যা করার ঘটনাও ঘটেছে।

আমি এগুলো বলছি,কিন্তু আমার পরিবারও হিন্দী সিরিয়ালমুক্ত নয়।অত্যধিক আসক্ত না হলেও মোটামোটি অনেকেই সিরিয়াল দেখে থাকে।আমি এর বিরুদ্ধে থাকায় থাকায় কেউ কেউ বলে-তুমি একটানা কয়েকদিন সিরিয়াল দেখো,তাহলে তুমিও এটায় আসক্ত হয়ে যাবে।

--বায়ান্ন ব্লগ থেকে নেয়া।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316355
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সিরিয়ালে আসক্তরা কেউই এটা স্বিকার করেনা যে তারা এটাতে আসক্ত হয়ে গিয়েছে।
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৪
257457
বদর বিন মুগীরা লিখেছেন : প্রত্যেকেই বলে,এটাতে ক্ষতিকর কিছু নেই।কিন্তু এর দ্বারা যে ক্ষতিটা করছে,এটাই তারা বুঝতে পারছেনা।
316356
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন সংস্কৃতি নয় ভাই অপসংস্কৃতির প্রতি মানুষ দুর্বল বেশি। ধন্যবাদ লিখাটি পোস্ট করার জন্য।
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৫
257458
বদর বিন মুগীরা লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ। Happy
316364
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! গাঁজার নেশার চাইতেও এটা আরো ভয়াবহ।
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩২
257469
বদর বিন মুগীরা লিখেছেন : হুম
316377
২২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৮
আবু জান্নাত লিখেছেন : পাগল নিজেকে কখনো পাগল বলে স্বীকার করে না।
316381
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:১৩
সাদা লিখেছেন : হিন্দী সিরিয়াল গুলোর সবচেয়ে খারাপ দিকটা খুব একটা আলোচনায় আসে না ।আর সেটা হলো এই সিরিয়ালগুলো আমাদের ধর্মীয় বিশ্বাসকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে।একত্ববাদ থেকে আমাদের মুশরিক মূর্তিপূজারীতে তৈরী করছে ।প্রতিটি হিন্দী সিরিয়ালই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পুজাকে প্রমোট করছে ।আর সব গূলো চ্যানেলেতো ২/৩ টা সিরিয়াল থাকে সরাসরি হিন্দু দেবদেবীদের জীবনালেখ্য নিয়ে।আমার মনে হয় এই সিরিয়াল গুলোতে ইচ্ছে করেই মূর্তি পূজা বা দেব-দেবীর বিষয় গুলো ঢুকানো হয় যাতে এর দর্শকরা এর প্রতি আকৃষ্ট হয়।
316473
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৯
হতভাগা লিখেছেন : হিন্দী সিরিয়ালের বিপক্ষে বললে বউয়ের রোষে পড়তে হবে । ফল স্বরুপ তার সাথে সেক্স করা দূরুহ হয়ে পড়বে ।

কার এমন বুকের পাটা আছে যে এরকম ভয়াবহ রস্ক নেবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File