আজ একজন মাহমুদ আহমাদিনেজাদের বড্ড প্রয়োজন

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ২০ অক্টোবর, ২০১৪, ০৬:৩৪:১৯ সন্ধ্যা

ছোটসময় থেকে প্রচুর বই পড়তাম।যে বইই পেতাম,সে বইই হাপুস-হুপুস করে শেষ করে ফেলতাম।

কিশোরকন্ঠ,ফুলকুড়ি,কমিকসের বই,রুপকথার গল্প,রাক্ষসের গল্প,গোপালভাড়,নাসিরুদ্দীন হোজ্জা এই বইগুলো জীবনের পয়লা ওয়াক্তেই শেষ করে ফেলেছি।

গল্প শোনার আগ্রহ ছিলো প্রচুর।যার সাথেই ঘুমাতাম,তার কাছ থেকে গল্প না শুনে ঘুমাতে পারতামনা।

ক্লাস ফাইভে যখন পড়ি,তখন ভাইজান সাইমুম সিরিজের গল্প শোনাতেন।ভাইজান বাইরে পড়াশুনা করতেন বিধায় অনেকদিন পরে পরে একটু একটু করে গল্প শুনতাম।

একদিন ভাইজান সাইমুম সিরিজের 15-20 টা বই নিয়ে আসলেন।বই চুরি করে পড়া শুরু করলাম।তিনটা শেষ করার পরে ভাইজান টের পেয়ে গেলেন।বইগুলো তালাবদ্ধ করলেন।

ঐ একই সময়ে আমার কর্মী হওয়ার চেষ্টা চলছে।হঠাৎ করে নিস্ক্রিয় হয়ে গেলাম।সভাপতি ভাই জানতে পারলেন,সাইমুম না দেয়ায় আমার এই অবস্হা।

তিনি আমাকে বললেন-তুমি কর্মী হয়ে যাও,তোমার ভাইজানের কাছ থেকে আমি ঐ বইগুলো জোগাড় করে দেবো।

ক্লাস টেনে পড়ার সময় একদিন ভাবীকে বলছিলাম-আজ যদি আহমদ মুসার মত একজন বিশ্বে থাকতেন,তাহলে মুসলমানদের এই পরাধীনতা থেকে মুক্তি দিতো পারতো।

ভাবী বললেন-তোমার ঐটা কাল্পনিক আহমদ মুসা।আর বাস্তবেই এক আহমদ মুসা আছে,যে পাশ্চাত্যের জন্য আতংকের কারণ হয়ে দাড়িয়েছে।সে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

তারপর থেকে সবসময় পত্রিকার আন্তর্জাতিক পাতাটা পড়তাম।আহমাদিনেজাদ কবে কোথায় কোন বক্তব্য দিতো,কোন মন্তব্য করতো,সবগুলো মনে রাখার চেষ্টা রাখতাম।

দুই টার্ম প্রেসিডেন্ট থাকার পর আহমাদিনেজাদ যখন ক্ষমতা থেকে অবসরে যাবেন,তখন শুধু এই কথাটা বলছিলাম-ইরান তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে।হাসান রুহানী কোনদিন ইরানের ঐতিহ্য ধরে রাখতে পারবেননা।কেউ আর কোনদিন বলবেনা,বিশ্বের মানচিত্র থেকে ইসরাঈল নামে কোন দেশ থাকবেনা।কেউ বলবেনা-যেই ইরানের দিকে আঙ্গুল ঘুরাবে,সেই আঙ্গুল ভেঙ্গে ফেলা হবে।

আহমাদিনেজাদের দ্বিতীয়বার ক্ষমতা আরোহনের পর আমেরিকার মন্তব্য ছিলো-আগামীতে যেনো আহমাদিনেজাদের মত দ্বিতীয় কেউ ইরানের ক্ষমতায় আসতে না পারে।

বড্ড মিস করি মাহমুদ আহমাদিনেজাদকে।এখন আর দেখা যায়না,ইরান-পাশ্চাত্য স্নায়ুযুদ্ধ।শোনা যায়না আহমাদিনেজাদের পাশ্চাত্য কাঁপানো হুংকার।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276420
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
আল মাসুদ লিখেছেন : থাঁর নেতৃত্ব বড় প্রয়োজন এই সময়।
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩১
220397
বদর বিন মুগীরা লিখেছেন : হুমমমমম
276451
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৬
ফেরারী মন লিখেছেন : আমিও বড্ড মিস করি মাহমুদ আহমাদিনেজাদকে কারণ তার মত সাধারণ ও জ্ঞানী মানব হয়তো আর ইরান পাবে না। মাঝে মাঝে মনে জাগে তার মত একজন নেতা যদি আমাদের দেশ পেতো!!!
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩২
220400
বদর বিন মুগীরা লিখেছেন : এটা মুসলিম জাতির দুর্ভাগ্য।
276497
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:১৬
লজিকাল ভাইছা লিখেছেন : বদর বিন মুগীরা এবং বশীর বিন মুগীরা দুটি ই অনেক প্রিয় চরিত্র। ভালো লাগলো
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৪
220472
বদর বিন মুগীরা লিখেছেন : বদর বিন মুগীরা এবং বশীর বিন হাসান। Happy

পড়ার জন্য ধন্যবাদ।
276514
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৮
লজিকাল ভাইছা লিখেছেন : হু Right. ধন্যবাদ
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৭
257477
বদর বিন মুগীরা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File