বাংলাদেশের ইসলামে কি সমস্যা?

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩২:৫৮ রাত

বাংলাদেশে ইসলামী শক্তি দুইভাগে বিভক্ত।

১.আধ্যাত্বিক ইসলামী শক্তি

২.রাজনৈতিক ইসলামী শক্তি।

**আধ্যাত্বিক ইসলামী শক্তি হচ্ছে তারা,যারা মানুষকে নামাজ,রোজার দিকে আহবান করছে।কুরআন শিক্ষার ব্যবস্হা করছে,পরকালের ভয়-ভীতি জাগিয়ে তুলছে।

এরা শুধু মানুষকে হক্ব পথে নিয়ে আসার চেষ্টা করছে।মসজিদ পরিবর্তনের দায়িত্ব নিয়ে এরা ময়দানে নেমেছে।

**রাজনৈতিক ইসলামী শক্তি হচ্ছে তারা,যারা সমাজ থেকে পাপাচার,অনাচার দূর করে সেখানে সুখী সমাজ গড়তে চায়।এরা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য বেশী আগ্রহী।

এরা সমাজ পরিবর্তনে বিশ্বাসী।কিন্তু মানুষকে ইসলামী আদর্শে গড়ে তুলতে এরা ব্যর্থ।শক্তির মাধ্যমে সমাজ থেকে অন্যায় কাজ সরিয়ে দিতে বদ্ধপরিকর।

আমাদের সমাজে আধ্যাত্বিক শক্তি ও রাজনৈতিক শক্তি একে অপরের মুখোমুখি দাড়িয়ে আছে।পরস্পর পরস্পরের ভুল-ত্রুটি ধরাতে ব্যস্ত।ফতোয়া দিয়ে একে অপরকে কাফির,মুরতাদ,মুনাফিক উপাধি দিতেও এরা কার্পন্যবোধ করেনা।

কিন্তু এদেরকে এই বিষয়টা বুঝানো সবচেয়ে বেশী কঠিন যে,একক শক্তি নিয়ে কেউ ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেনা।ইসলাম কায়েম করার জন্য যেমন রাজনৈতিক শক্তির সহযোগিতা দরকার,তেমনি ইসলামকে জনসাধারনের কাছে পৌছিয়ে দেয়ার জন্য আধ্যাত্বিক শক্তিরও ততটাই প্রয়োজন।।

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264742
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩১
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
220371
বদর বিন মুগীরা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
264789
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩৪
কাহাফ লিখেছেন : বিভক্তিতে থেকে ইসলামের লোকসানই হচ্ছে বেশী। মহান আল্লাহ যেখানে সকল কে এক হওয়ার নির্দেশ দিয়েছেন সেখানে বিভিন্ন দলে ভাগ হয়ে থাকার কোন সুযোগ নেই। বিষয়টা যত তাড়াতাড়ি বুঝে আসবে ততই মংগল মুসলিমদের জন্যে।
সুন্দট একটি পোস্টের জন্যে অনেক ধন্যবাদ
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
220372
বদর বিন মুগীরা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File