মুসলিম নিধনে সৌদি সরকারের ভূমিকা। পর্ব-০৪

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ২৯ আগস্ট, ২০১৪, ০২:০৩:২২ দুপুর

সৌদি আরবকে নিয়ে বিশাল বড় একটা সংখ্যা গর্ববোধ করেন।সৌদি আরব ইসলামের কেন্দ্রভূমি।সৌদি আরব রাসুল (সাঃ) জন্মস্হান,মসজিদুল হারাম ও মসজিদুল নববী সেখানে অবস্হিত।

আমিও একসময় এটা নিয়ে গর্ববোধ করতাম।যেহেতু সৌদি আরব থেকেই ইসলামের প্রচার শুরু হয়েছে,তাই সৌদি আরবকে সম্মান করা উচিত।

কিন্তু পরিবেশ আমায় বর্তমানে সৌদি আরবের প্রতি বিরুপ হতে বাধ্য করেছে।ইসলামকে নিকৃষ্ট হতে নিকৃষ্টতর করেছে সৌদি শাসকরা।

এখনও ইসলামের ধারক-বাহক ধরা হয় সৌদি আরবকে।কিন্তু সৌদি আরবই আজ ইসলামের সবচেয়ে বড় শত্রু

।রাসুল (সাঃ) যদি আরবে জন্মগ্রহন না করতেন,রাসুল (সাঃ) এর রওজা মোবারক যদি সেখানে না থাকতো,আল্লাহ তায়ালা যদি পবিত্র কাবা শরীফকে নিজ হাতে হেফাজতের দায়িত্ব না নিতেন,তাহলে আজ সৌদি সরকার সৌদি আরবকে অমুসলিম রাষ্ট্রে পরিণত করতে বিন্দুমাত্র দ্বিধা করতোনা।

মুসলিম দেশসমূহের সাথে সম্পর্ক দূরীকরন ও বিচ্ছেদ,আরবলীগ ও ওআইসি নামের সংগঠনের মাধ্যমে মুসলিম দেশসমূহের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করা,ইসলামপন্হী শক্তিকে পরোক্ষভাবে নির্মূল করাসহ বিভিন্ন ষড়যন্ত্রের সাথে নিজেদের জড়িয়ে মুসলিম রাষ্ট্রগুলোর একতা ভেঙ্গে দিচ্ছে সৌদি সরকার।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File