সন্ত্রাসী কারা?কাদের হাতে বিশ্ব বিপন্ন?
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৭ আগস্ট, ২০১৪, ১০:৪১:১৮ রাত
আজ গ্লোবালাইজেশনের যুগে ইতিহাসকে চরমভাবে বিকৃত করা হচ্ছে।অনেক জুলুম-নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিকে বানিয়ে দেওয়া হচ্ছে অত্যাচারী।অত্যাচারীকে বানিয়ে দেওয়া হচ্ছে নিষ্পাপ,নির্যাতিত।
মুসলমানদের অতীত সবসময় সত্য ও সুন্দরের কথা বলে।তাদের হাতে নির্যাতিত হওয়া ব্যক্তির পরিমান অতি সামান্য।কিন্তু বর্তমানে ক্ষমতাশালী অমুসলিম রাষ্ট্রগুলো মিডিয়ার মাধ্যমে মুসলিমদের অত্যাচারী,সন্ত্রাসী,জঙ্গীতে রুপান্তরিত করেছে।
কিন্তু ইচ্ছে করলেই ইতিহাসকে রাতারাতি বদলিয়ে দেয়া যায়না।
চলুন দেখে আসি,কাদের হাতে সবচেয়ে ভয়ংকর যুদ্ধগুলো সংগঠিত হয়েছিলো এবং কাদের হাতে সর্বাধিক মানুষ মারা গিয়েছিলো।
১.দ্বিতীয় বিশ্বযুদ্ধ-(১৯৩৯-৪৫)-ছয় কোটি।
২.মঙ্গোলিয়দের যুদ্ধজয়-(ত্রয়োদশ সেঞ্চুরী)-পাঁচ কোটি
৩.এন সাই বিদ্রোহ-(৭৫৫-৭৬৩)-তিন কোটি ত্রিশ লাখ।
৪.চায়না বিদ্রোহ-(১৮৫১-১৮৬৪)-তিন কোটি
৫.রাজবংশের সম্মিলিত সংঘর্ষ-(১৬১৮-১৬৪৪)-দুই কোটি পঞ্চাশ লাখ।
৬.দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ-(১৯৩৭-১৯৪৫)-দুই কোটি।
৭.প্রথম বিশ্বযুদ্ধ-(১৯১৪-১৯১৮)-এক কোটি সত্তুর লাখ
৮.তাইমুরের যুদ্ধজয়-(১৩৬৯-১৪০৫)-দেড় কোটি।
৯.রাশিয়ার গৃহযুদ্ধ-(১৯১৭-২১)-৯০ লক্ষ
১০.ডুঙ্গান বিদ্রোহ-(১৮৬২-৭৭)-চীনে-মৃতের সংখ্যা-৮০ লক্ষ।
এদের হাতে কোটি কোটি লোক মারা গেলেও এরা সন্ত্রাসী,জঙ্গী,অত্যাচারী হয়না।অথচ যাদের মাধ্যমে বিশ্ব নতুন আলো দেখতে পেয়েছিলো,যাদের মাধ্যমে অসভ্যরা সভ্যতার চর্চা করতে শিখেছে,যাদের জ্ঞান-বিজ্ঞান,চিকিৎসাকে চুরি করে আজ বিশ্বকে নেতৃত্ব দিতে পারছে,সেই জাতিই আজ সন্ত্রাসী,জঙ্গী।
ইতিহাস বারবার দেখার দরকার হয়না।কেউ তার রক্তের ধারাকে পরিবর্তন করে দিতে পারেনা।আজো বিশ্বে সন্ত্রাসী,জঙ্গী টিকে আছে এদের কল্যাণেই।ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কথিত সভ্যতার ধারক বাহক ইসরাঈলীদের হাতে।কাশ্মীরে মুসলিম হত্যা করছে উগ্রবাদী জঙ্গী হিন্দুদের দ্বারা।মায়ানমারে রোহিঙ্গা নিধন চলছে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে।চায়নাদের হাতে নির্যাতিত চীনের উইঘুর মুসলিমরা।
আমেরিকা,ব্রিটেন,ফ্রান্সের দ্বারা নির্যাতিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো।
বিশ্বের সবচেয়ে ভয়ংকর কারাগার আবু গারীব কারাগার পরিচালিত হচ্ছে বিশ্ব মানবতার গল্পকার আমেরিকার দ্বারা।
মার্কিনীদের হাতে গ্রেফতার হওয়ার পূর্বে ড.আফিয়া সিদ্দীকি।
মার্কিনীদের হাতে গ্রেফতার হওয়ার পরে ড.আফিয়া সিদ্দীকি।
যেখানে মানবতা অবহেলিত,মজলুম যেখানে অসহায়,সেখানে অত্যাচারীই হয়ে যায় নিরপরাধ,নিষ্পাপ।
তারপরও মুসলিমরাই অত্যাচারী,জঙ্গী,সন্ত্রাসী।কারণ,এদের হাতেই সভ্যতার ধারক-বাহকদের পতন হয়েছিলো।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাস্তি যত দেরীতে আসে শাস্তি তত কঠিন ও দীর্ঘস্থায়ী হয় ।
মন্তব্য করতে লগইন করুন