কিছু কঠোরতা ভবিষ্যতের রাস্তাকে সহজ করে দেয়।আর কিছু ক্ষমা ভবিষ্যতকে অন্ধকার করে দেয়।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৪ জুলাই, ২০১৪, ০১:৫৯:২৮ দুপুর
১.
১৯৭৯ সালে ইরানে বিপ্লব হলো।আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী ফ্রান্স থেকে ইরানে ফিরলেন।
বিপ্লবের ফলে বাদশাহ রেজা শাহ আমেরিকায় পালিয়ে গেলেন।কিন্তু যে সেনাবাহিনী অফিসাররা ইরানে রক্তবন্যা বইয়ে দিয়েছিলো,তারা কেউ পালিয়ে যেতে পারেনি।
খোমেনী সেনা অফিসারদের নিয়ে বিচারে বসলেন।এবং রায় দিলেন-হত্যাকান্ডের সাথে জড়িত সকল সেনা অফিসারদের ফাঁসি প্রকাশ্যে কার্যকর করা হবে।
এবং জনগনের সামনে কয়েকশ অফিসারের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
এবং এখন পর্যন্ত ইরানে সেনাবাহিনীর কোন আধিপত্য নাই।
২.
১৯৭৬ সালে জিয়াউর রহমান ক্ষমতায় বসলেন।জিয়াকে ক্ষমতায় বসাতে বামরা পূর্ণ সহযোগিতা করেছিলো।বামদের পরিকল্পনা ছিলো,জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশকে একটি কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত করা।
জিয়াউর রহমান বামদের চাল বুঝতে পেরেছিলেন।তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসার সাথে সাথে কয়েকশ বাম নেতাকে মেরে ফেললেন।যার কারনে বামরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয়।
এবং এখন পর্যন্ত বামরা বিএনপির কট্টর বিরোধী।
৩.
২০১২ সালে ইখওয়ানুল মুসলিমীন গনতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মিসরে ক্ষমতা দখল করে।ক্ষমতায় বসার পর সবাইকে গনহারে ক্ষমার ঘোষণা দেন।সেনাবাহিনী,পুলিশ বিভাগের সবাই ক্ষমা পেয়ে যায়।সহস্রাধিক হত্যার পরও হুসনে মোবারককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।অন্যান্য সবাইকে তাদের স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়।
এক বছরও যেতে পারেনি।ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিরা তাদের মূল চরিত্র ধারন করলো।মুরসীকে ক্ষমতা থেকে সরিয়ে দিলো।কয়েক হাজার ইসলামপ্রেমিককে হত্যা করলো এবং হুসনে মোবারককে কারাগার থেকে মুক্তিদান করলো।
৪.
জার্মানীতে হিটলারের তোপের মুখে পড়ে ৬০ লক্ষ ইহুদী মৃত্যুবরন করলো।বাকী ইহুদীদের দেশত্যাগ করতে বাধ্য করলো।
ইহুদীরা দেশ-বিদেশ ঘুরতে ঘুরতে মধ্যপ্রাচ্য এসে আস্তানা গাড়লো।আরব দেশগুলোও পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিলো।
নির্যাতিত ইহুদীদেরকে একটি নির্দিষ্ট অঞ্চল দিয়ে দিলো।তাদেরকে বসবাসের সকল রকম সুযোগ-সুবিধা প্রদান করলো।
ধীরে ধীরে ইহুদীদের প্রকৃত রুপ প্রকাশ পেতে লাগলো।তারা তাদের দেশের আয়তন বাড়িয়ে নিতে লাগলো।আরব দেশগুলো বিরোধিতা করলো।কিন্তু কাজ হলোনা।
ইসরাঈলের সাথে আরব দেশগুলো যুদ্ধে লিপ্ত হলো।কিন্তু পরপর চারবার আরবরা পরাজয় বরন করলো।
বর্তমানে ইসরাঈল বিশ্বের অপ্রতিদ্বন্দ্রী পরাক্রমশালী একটি রাষ্ট্র।যাদের হাতে প্রতিনিয়ত অসংখ্য মুসলিম মারা যাচ্ছে।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শত্রুকে কখনও করুণা করতে নেই । সুযোগ পেলেই সে আঘাত হানবে । তাকে যে দয়া দেখানো হয়েছিল তার কাছে সেটার কোন মূল্য কখন ছিলই না ।
মন্তব্য করতে লগইন করুন