ঈমানের পরীক্ষা কোন জায়গায়?

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১১ জুন, ২০১৪, ০৯:১৬:১৫ রাত

মসজিদে বসে কুরআন তিলাওয়াত,জিকির আযকার,দোয়া-দুরুদ পড়া ঈমানের পরীক্ষা নয়।মসজিদে মিম্বারে বসে,ওয়াজে চিৎকার করে কিছু বলাই ঈমান নয়।

মসজিদের ঈমাম মিম্বারে বসে ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি,চুরির কথা বলেন।নিজামী,সাঈদীরা জোট সরকারের সময় কোটি কোটি টাকা মেরে খেয়েছে।এরাই আবার ইসলামের কথা বলে।

আপনি তো মসজিদের ঈমাম।বেতন পান চার থেকে পাঁচ হাজার টাকা।আপনি খাবেন কোথা থেকে?নিজামী,সাঈদীর জায়গায় যান।গিয়ে কোটি কোটি টাকার উপর চোখ রাখেন তারপর দেখেন আপনার ঈমান কোথায় ভেসে যায়?

যদিও নিজামী,সাঈদী সাহেবদের বিরুদ্ধে কেউ এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমান করতে পারেননি।

যেই ঈমাম সাহেবটির কন্ঠ থাকে বাতিলের জন্য আতংক।সেই ঈমাম সাহেবটি কিছুদিন পরে কন্ঠ পরিবর্তন করে ফেলেন।যাদেরকে ইসলামবিরোধী বলে বক্তৃতা দেন,তারা যখন একটা দাওয়াত দিয়ে হাতে কিছু হাদিয়া ধরিয়ে দেন বা চাকরির কথা স্মরন করিয়ে দেন,তখন উনি তাদের ইসলামপন্হী হিসেবে বক্তৃতা দিতে থাকেন।

যখন বলা হয়-হুজুর,এরা তো শাপলা চত্বরে হেফাজতকে মেরেছিলো।শাহবাগে বসে বসে হুজুরদের অপমান ও আল্লাহ-রাসুলের বিরুদ্ধে কটুক্তি করেছে,এরা কিভাবে ইসলামপন্হী হয়?

তখন ইমাম সাহেব চমৎকারভাবে জবাব দেন-হেফাজত কেনো শাপলা চত্বরে গিয়েছিলো।তারা কি আমাদেরকে নামাজ,রোজা,জিকির করতে বাঁধা দিচ্ছে?হেফাজত মাদ্রাসায় বসে তাদের কাজ করে যেতো,কেউ তাদের কিছুই বলতোনা।

আর কতিপয় ধর্মব্যবসায়ীর জন্য আমাদের ইসলামকে অপমান করা হচ্ছে।আর অপরাধীর বিচার চাওয়ার অধিকার ইসলামই দিয়েছে।

প্রশ্ন করা হয়-হুজুর,আপনি সব দলের পক্ষে কথা বলেন কেন?

হুজুর বলেন-এখানে চাকরি করতে আসছি।এখন যদি চরমোনাইয়ের বিপক্ষে বলি,ওরা ক্ষেপে যাবে।তাবলিগের বিপক্ষে বললে ওরা ক্ষেপে যাবে।বিএনপি-আওয়ামীলীগের বিরুদ্ধে বললে ওরা আমার চাকরি রাখবেনা।তাই সবাইকে খুশি রাখার চেষ্টা করি।

--কিন্তু হুজুর,জামায়াতের বিরুদ্ধে কথা বলেন কেন?

--সবগুলো দলই জামায়াতের বিপক্ষে।তাই জামায়াতের বিপক্ষে বললে সবাই খুশী হয়।

বড় বড় ওয়াজ মাহফিল,সভা-সমাবেশে অন্য ইসলামপন্হীদের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারবেন,সরকারেরও অনেক বদনাম করতে পারবেন।কিন্তু আপনার এই চিৎকারে গাছের একটা পাতাও নড়বেনা।আর সরকার নড়া তো দূরের কথা।

যদি পারেন রাজপথে নেমে শুধু একবার 'নারায়ে তাকবীর আল্লাহু আকবার' আর 'মানব রচিত কোন বিধান নয়,আল্লাহর বিধান চাই'বলে একবার স্লোগান দেন।ঈমানের পরীক্ষা কাকে বলে,তা হাড়ে হাড়ে টের পাবেন।।

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233925
১১ জুন ২০১৪ রাত ০৯:৪২
সিটিজি৪বিডি লিখেছেন : এই হুজুরের মাল কামানোর জন্য যে কারো কাছে নিজেদের ঈমানকে বিলিয়ে দিতে লজ্বা বোধ করে না।
233978
১১ জুন ২০১৪ রাত ১১:৪৩
আলো আঁধারি লিখেছেন : এরা এরকমই। তাদের চাকরি বাঁচাতে তারা সুদ ঘুষ জিহাদ এরকম কোরানের আয়াতগুলো নিয়ে ভুলেও কিছু বলেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File