সংগঠন করার কারণ।

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ০৯ মার্চ, ২০১৪, ০৯:০৪:০৬ রাত

তিন শ্রেনীর ব্যক্তির সংগঠন করার পিছনে তিনটি উদ্দেশ্য।

১.সংগঠনকেন্দ্রীক ক্যারিয়ার।

২.ক্যারিয়ারকেন্দ্রীক সংগঠন।

৩.সংগঠনকেন্দ্রীক সংগঠন।

১.সংগঠনকেন্দ্রীক ক্যারিয়ার-এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ স্হানে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে উচ্চস্হানে প্রতিষ্ঠিত করা।যিনি সংগঠনকে গড়ার জন্য ক্যারিয়ারকে গুরুত্ব দেন।

২.ক্যারিয়ারকেন্দ্রীক সংগঠন-সংগঠনকে ব্যবহার করা হয় ক্যারিয়ার গড়ে তোলার জন্য।যাকে বলা হয় সুবিধাপন্হী।শিবির করলে ইসলামী ব্যাংকে বা জামায়াতের কোন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।সুযোগ শেষ হওয়ার সাথে সাথে সংগঠনের বিরোধিতা শুরু করেন।

৩.সংগঠনকেন্দ্রীক সংগঠন-ছাত্রজীবনে সংগঠনের জন্য নিবেদিতপ্রান।ক্যারিয়ার গঠনের দিকে কোন নজরই থাকেনা।৫০ জন সাথী ও ১০ জন সদস্য বৃদ্ধি উনার সাফল্যগাঁথা।কিন্তু ছাত্রজীবন শেষ হওয়ার সাথে সাথে মাথা হাতিয়ে কপাল খুজে পাননা।তখন আন্দোলনে জড়িত না হয়ে নিজেকে আত্নগোপনে রাখতে পছন্দ করেন।

পরবর্তীতে আন্দোলনের জগৎ থেকে হারিয়ে যান।।

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189550
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:৩৩
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
140643
বদর বিন মুগীরা লিখেছেন : জাযাকাল্লাহ
189814
১০ মার্চ ২০১৪ সকাল ১০:৩৩
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩২
140958
বদর বিন মুগীরা লিখেছেন : জাযাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File