বিএনপি বনাম ইসলামী আন্দোলন।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ০৮ মার্চ, ২০১৪, ০১:৪৮:১৬ দুপুর
অতীত আবার আমায় নতুন করে ভাবতে শিখাচ্ছে।বিএনপির সাথে আমাদের সরকারবিরোধী আন্দোলন কি সফল হবে?নাকি আমরা শুধু আমাদের ভাইদের খুনের নাজরানা দিয়ে বিএনপির পথকে সুগম করে দিবো আর আমাদের পথকে কন্টকাকীর্ণ করে তুলবো?
২০০১ এর নির্বাচনে বিএনপির সাথে জোট থাকায় আমরা ১৭ টি সংসদীয় আসন ও ২ টি মন্ত্রীত্ব পেয়েছিলাম।আমরা আমাদের কাজের ক্ষেত্রে শতভাগ সফল ছিলাম।আমাদের কোন মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতির টিকিটিও খুজে পাওয়া যায়নি।কিন্তু বিএনপির সাথে জোট থাকায় বিএনপির অনেক অপকর্ম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।তারপরও ইসলামিক কর্মকান্ডে আমরা আমাদের উপর সন্তুষ্ট ছিলাম।ইসলামবিরোধী কোন আইন করতে দেইনি,মাদ্রাসার ফাজিল-কামিলকে ডিগ্রি-মাস্টার্সের মান দেওয়া হয়েছিলো।ইসলামী ফাউন্ডেশনকে দাওয়াতে দ্বীনের কাজে ব্যবহার করা হয়েছিলো।কোন ইসলামপন্হী ব্যক্তিকে কেউ অপমান করার সাহস পায়নি।ইসলামিক মাহফিলগুলো বেড়ে গিয়েছিলো।
কিন্তু রাষ্ট্রীয় কর্মকান্ডে পুরোপুরি সফল হতে পারিনি।মদের লাইসেন্স দেয়া হয়েছিলো,দুর্নীতির পরিমান বেড়ে গিয়েছিলো,সুদভিত্তিক ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করেছিলো।বিভিন্ন সেক্টরে অযোগ্য লোকদের নিয়োগ দেওয়া হয়েছিলো।
আমাদের ভাইদের উপর ছাত্রদলের জুলুম বেড়ে গিয়েছিলো।অসংখ্য ভাই শাহাদত বরণ করেছিলেন,অগণিত ভাই আহত হয়েছিলেন ও পঙ্গুত্ব বরন করেছিলেন।অনেক ভাইকে গুম করা হয়েছিলো।
বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে আঠারো দলের পক্ষ থেকে জামায়াত-শিবিরের ভাইয়েরা ত্যাগের নাজরানা পেশ করছেন।অসংখ্য ভাই শহীদ হয়েছেন।শত শত ভাই আহত ও পঙ্গুত্ব অবস্হায় হাসপাতালে কাতরাচ্ছেন।কিছু ভাই চিরদিনের জন্য হারিয়ে গেছেন।হাজার হাজার ভাই কারাগারে মানবেতর জীবন যাপন করছেন।আমাদের এই ত্যাগগুলো বৃথা যাবে নাতো?
আল্লাহ না করুন সামনে যদি আঠারো দলীয় জোট আবার ক্ষমতায় আসে,বিএনপি আমাদের সাথে বেঈমানী করবে না তো?দেশের জনসাধারনের জীবনযাত্রার মানউন্নতি হবে নাকি আবার দুর্নীতির প্রকোপ বেড়ে যাবে?যারা গত পাঁচ বছরে নিঃশ্বাস ফেলার সুযোগ পায়নি,নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারেননি,তাদের উপর ছাত্রদলের কর্মীরা আক্রমন করবে নাতো?বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমাদের আন্দোলনের ভাইয়েরা সহাবস্হান করার সুযোগ পাবে তো?না আবার ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের মত হিংস্র আচরন শুরু করবে?আমরা আমাদের অধিকার ফিরে পাবো তো?আমার ভাইকে আবার শহীদ করা হবে নাতো?আমার বোনের শ্লীলতাহানি করা হবে নাতো?দেশে অর্ধেক ইসলামী শাসনব্যবস্হা কায়েম করতে পারবো তো?মাদ্রাসার ছাত্ররা তাদের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা ফিরে পাবে তো?কওমী মাদ্রাসাগুলোকে দ্বীনের প্রচার করার সুযোগ দেওয়া হবে তো?
এই বিষয়গুলো অতীতের মত আবারো চোখের সামনে চলে আসে।হাজার হাজার শহীদের রক্ত রঞ্জিত পথ পেরিয়ে আমরা আমাদের কাংখিত মানজিলে পৌছতে পারবো তো?যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি,তাহলে পরকালে শহীদদের প্রশ্নের কি জবাব দেবো?
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন