বিদ্রোহী চিন্তাধারা।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ০৭ মার্চ, ২০১৪, ১২:৪৫:০১ রাত
ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়।এইটাই এখন বিভিন্ন সুশীল গোষ্ঠীর মুখে শোনা যায়।
কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ইসলাম।দল নয়,দেশ নয়,পৃথিবী নয়,ইসলামই আমার কাছে সবচেয়ে প্রিয়।
কোন প্রিয় ব্যক্তিও যদি আমার দ্বীনের পথে বাঁধা দেয়,আমি তাকে ত্যাগ করতে পারি।পরিবার যদি আমার পথে বাঁধার সৃষ্টি করে,পরিবার ছেড়ে দিতে পারি।হয়ে যেতে পারি হযরত মাসআব (রা) এর মত।যিনি বিপুল অর্থবিত্তের মাঝেও বড় হয়ে এক কাপড়ে মক্কা হতে মদীনা হিজরত করেছিলেন।যাকে দাফন করার জন্য কাপড় খুজে না পেয়ে ঘাঁস দিয়ে ঢেকে দাফন করা হয়েছিলো।
সমস্ত ধন-সম্পদের মায়া ছেড়ে দিতে পারি।আবুবকর (রা)এর মত দুনিয়ায় নিঃস্ব হয়ে পরকালে ধনী হতে চাই।দুনিয়ার সমস্ত ঈমানদারদের আমলের পাল্লা একদিকে আর আবুবকর (রা) এর আমলের পাল্লা একদিকে করা হয়,তাহলে আবুবকর (রা) এর আমলের পাল্লা অপেক্ষাকৃত ভারী হবে।
দেশ ছেড়ে দিতে পারি,বিদ্রোহ ঘোষণা করতে পারি।হয়ে যেতে পারি আসহাবে কাহাফের সদস্যদের মত।যারা জালিম পরাশক্তির কাছে মাথানত না করে মহান রবের সান্নিধ্য লাভের আশায় গভীর রজনীতে দেশ ত্যাগ করেছিলেন।
কিন্তু কেউ আমাকে ইসলাম থেকে বিন্দু পরিমান বিচ্যুৎ করতে পারবেনা।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন