অদ্ভুত দেশপ্রেম।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ০৬ মার্চ, ২০১৪, ০৯:৩৯:৩৩ রাত
ক্রিকেটে চিৎকার করে ভারত-পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমের মাপকাঠি নয়।
ইন্ডিয়ান টুথপেস্ট ও ডিউ মাউন্টেইন খেয়ে ইন্ডিয়ার গুনগান করা দেশপ্রেমের মাপকাঠি নয়।
হিন্দি গান ও সিরিয়াল দেখা সংসার ভেঙ্গে যাওয়া দেশপ্রেমের মাপকাঠি নয়।
রাহুল গান্ধীর গালে নারীর চুমু খাওয়া দেখে ওয়াও ওয়াও করা দেশপ্রেমের মাপকাঠি নয়।
সীমান্তে ফেলানীর লাশ দেশে প্রতিবাদ করা দেশপ্রেমের মাপকাঠি নয়।
বেরুবাড়ী হস্তান্তর,ফারাক্কা বাঁধ,রামপাল চুক্তির বিরুদ্ধে মানববন্ধন করা দেশপ্রেমের মাপকাঠি নয়
দেশপ্রেমের মাপকাঠি হলো,২১ ই ফেব্রুয়ারীতে হিন্দী গান বাজিয়ে সারারাত নাচানাচি করা ও গাঞ্জা খাওয়া।
দেশপ্রেমের মাপকাঠি হলো,২৫ ই ফেব্রুয়ারীতে দেশপ্রেমিক সেনাঅফিসারদের লাশের উপর দাড়িয়ে এশিয়া কাপ উদ্বোধন করা।
দেশপ্রেমের মাপকাঠি হলো,২৬ ই মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা।
দেশপ্রেমের মাপকাঠি হলো,১৫ ই আগষ্টে সকল অফিস,কারখানা সরকারী ছুটি ঘোষণা করা।
দেশপ্রেমের মাপকাঠি হলো,১৬ ই ডিসেম্বরে দলবলসহ শহীদ মিনারে ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করা।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন