আপনি কি প্রস্তুত?

লিখেছেন লিখেছেন গ্রামের সাদা মনের একজন ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৫:০৫ সকাল

আপনার দাদাকে যিনি সাথে নিয়ে গেছেন, তিনিই আপনাকে সাথে নেয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছেন। তবে কখন আপনার কাছে পৌছবে, তা তিনিও জানেন না আর আপনিও জানেন না।

তবে কখন, তা আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না।

তবে, মনে হয় আর বেশী দেরী নেই। কত বছর?

আপনার বয়স বর্তমানে হয়তবা ৪০ বছর। তবে ধরুন আর ষাট বা সত্তর বা আশি বছর।

তারপর আপনার সব কিছু রেখে তার সাথে পারি জমাতে হবে সেই ওপারে। যেখানে আপনার ধন-সম্পদ, আত্নীয়-স্বজন.. কেউ যাবে না। যাবে শুধু আপনার সাথে আপনার আমল। তা যদি আপনি ভাল করে থাকেন, তবে আপনার সাথে উত্তর আচরণ করা হবে আর যদি খারাপ করে থাকেন, তবে আপনার সাথে কি ব্যবহার করা হবে, তা আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না।

তাই আসুন, আমরা সবাই সেই সময়ের জন্য সদা-সর্বদায় প্রস্তুত থাকি।

আল্লাহ তায়ালা আমাদেরকে সবাইকে তাওফীক দান করুন। আমীণ

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265314
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৬
কাহাফ লিখেছেন : পরকালিন সাফল্যের জন্য ইহকালীন পুর্ণ প্রস্তুতিতে নির্দেশিত ভালো-কল্যাণময় কাজ করে যেতে হবে আমাদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File