আত্মহত্যার বিপদসঙ্কেত (রিপোস্ট)

লিখেছেন লিখেছেন আকরামস বিডি ১৫ মার্চ, ২০১৪, ০২:১৪:৪১ দুপুর



ইদানিং দেখা যাচ্ছে আত্মহত্যা যেন একটা ব্যধি হয়ে দাড়িয়েছে।কিছু কিছু ক্ষেত্রে মোটেই কিছু বুঝা যায় না। দেখা যায়, হাসি খুসী মানুষ কিন্তু হঠাৎ করেই ঝোঁকের-মাথায়-নেওয়া সিদ্ধান্ত আত্মহত্যার মতো দূর্ঘটনা ঘটায়। এগুলো ইমপুলস্ সুইসাইড। হয়তো মা-বাবা, আত্মীয়-স্বজন কিংবা পাড়া-প্রতিবেশী কিছু বললো; সেই কষ্ট, রাগে আত্মহত্যার মতো ঘটনা ঘটায়। কিন্তু বেশীর ভাগ আত্মহত্যার ক্ষেত্রে সিগনাল বা বিপদ সঙ্কেত পাওয়া যায়। এখানে আমি সেই সাধারন বিপদসঙ্কেত গুলো ই বর্ণনা করছি।

সবচেয়ে সুদৃঢ় ও ভয়াবহ সঙ্কেত মৌখিক - "আর পারছি না", "সব কিছু অর্থহীন"এমনকি"সব শেষ করে দেব ভাবছি" এই সব মন্তব্যে সবসময় বিশেষ গুরুত্ব দিতে হয়৷

অন্যান্য সুপরিচিত বিপদসঙ্কেতঃ

*নিজেকে গুটিয়ে নেওয়া বা বিষণ্নবোধ করা

*বেপরোয়াভাব

*সবকিছু গুছিয়ে নেওয়া ও মূল্যবান জিনিসপত্র বিলিয়ে দেওয়া

আচরণ, ভাবভঙ্গি ও চেহারায় আমূল পরিবর্তন

*ড্রাগ ও এলকহলে আসক্তি

*বিপুল ক্ষতি বা জীবনে বিশালাকার পরিবর্তন

নিচের তালিকায় আরো উদাহরণ রয়েছে, এ সবই আত্মঘাতী হওয়ার অগ্রীম লক্ষণ হতে পারে৷ অবশ্যই, অধিকাংশ ক্ষেত্রে, এই সব পরিস্থিতির পরিণাম আত্মহত্যা হয় না৷ তবে সাধারণভাবে একজন মানুষের মধ্যে যত বেশী লক্ষণ দেখা যায় আত্মহননের তত বেশী আশঙ্কা থাকে৷

পরিস্থিতি

*পরিবারে আত্মহত্যা বা হিংস্রতার ইতিহাস

*যৌন বা শারীরিক নির্যাতন

*ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যের মৃত্যু

*বিবাহ বিচ্ছেদ বা পৃথক হওয়া, সম্পর্কে ইতি

*পড়াশোনায় ব্যর্থতা, আসল পরীক্ষা, পরীক্ষার ফলাফল

*চাকরি হারানো, কর্মক্ষেত্রে সমস্যা

*আসন্ন আইনী প্রক্রিয়া

*সাম্প্রতিক হাজতবাস বা আসন্ন মুক্তি

আচরণ

*কান্নাকাটি করা

*ঝগড়া করা

*আইনভঙ্গ করা

*আবেগপ্রবণতা

*নিজেকে আহত করা

*মৃত্যু ও আত্মহত্যার বিষয়ে লেখা

*আগেকার আত্মহননমূলক আচরণ

*চরম ব্যবহার

*ব্যবহারে পরিবর্তন

শারীরিক পরিবর্তন

*কর্মশক্তির অভাব

*ঘুমের প্যাটার্নে বিঘ্ন-খুব বেশী বা কম ঘুম

*খিদে নষ্ট হয়ে যাওয়া

*হঠাত্ ওজন বৃদ্ধি বা কম

*অল্পস্বল্প রোগব্যধি বেড়ে যাওয়া

*যৌন উৎসাহে পরিবর্তন

*চেহারায় আকস্মিক পরিবর্তন

*নিজের রূপ বা চেহারায় অনীহা

*অনুভূতি ও ভাবনাচিন্তা

*আত্মহত্যার চিন্তা

*একাকীত্ব - পরিবার ও বন্ধুদের সাহায্যের অভাব

*প্রত্যাখ্যান, বিচ্ছিন্ন বোধ করা

*গভীর অপরাধ বোধ বা দুঃখ

*সর্ঙ্কীর্ণ ভাবনাধারার বাইরে বৃহত্তর প্রেক্ষাপট দেখায় অক্ষমতা

*দিবাস্বপ্ন

*উদ্বেগ ও মানসিক চাপ

*অসহায়বোধ

*আত্মপ্রত্যয় হারানো

সবচেয়ে জরুরী কাজ, কারুর সঙ্গে কথা বলা৷ যাদের আত্মহত্যা করতে ইচ্ছা হয় তাদের একা সব সামলানোর চেষ্টা করা উচিত না ৷ তাদের এখনই সাহায্য চাওয়া উচিত৷

বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন ৷ শুধুমাত্র পরিবারের সদস্য বা বন্ধু কিংবা সহকর্মীর সঙ্গে কথা বলে অনেকটা আশ্বস্ত হওয়া যায় ৷ এটা মানুষের মানসিক ভারসাম্য হারানোর ফলে এমন হয়,ওষুধ ও থেরাপি দিয়ে এর চিকিৎসা করা যায়।প্রয়োজনে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।

http://www.psychobd.com

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192495
১৫ মার্চ ২০১৪ দুপুর ০২:২৩
মুই অমপুরী লিখেছেন : ভালো লাগলো
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
143310
আকরামস বিডি লিখেছেন : ধন্যবাদ।
192498
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬
হতভাগা লিখেছেন : আত্মহত্যা এখন একটা স্টাইল ।

বিশ্বকাপ আসুক , ব্রাজিল - আর্জেন্টিনা যখন আগেভাগেই আউট হয়ে যাবে তখন দেখবেন এর হার বেড়ে গেছে ।




২০১১ ও ২০১২ সালের পরিসংখ্যান দিয়েছেন ।

৩,১১৫ জন বলা হয়েছে এ বছরের জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত ।

এখন তো মার্চ মাসের অর্ধেকও শেষ হয় নাই , উনারা বাকী দেড় মাসের পরিসংখ্যান কিভাবে পেলেন ?

১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
143308
আকরামস বিডি লিখেছেন : দেখতেই পাচ্ছেন এটা আগের পরিসংখান।তবুও ধন্যবাদ পড়ার জন্য।
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
143320
হতভাগা লিখেছেন : তাহলে কি এটা ২০১৩ এর ? ২০১৩ কি জানুয়ারী - এপ্রিল এই চার মাসেই এক বছর শেষ হয়ে গেছে ?

পোস্ট করেছেন ১৫.০৩.২০১৪ এ । এর মধ্যে ২০১৩ পার হয়ে গেছে ২ মাসে বেশী হয়ে গেল ।

২০১৩ এর বাকী ৮ মাসের কি কোন স্ট্যাটিস্টিক্স আর নেওয়া হয় নাই ?

192499
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
192505
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৪
সজল আহমেদ লিখেছেন : আব্দুর রউফের একটা বই তে তিনি লিখেছেন,যারা নিজেকে হত্যা করে তারা জ্ঞানপাপী।
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
143309
আকরামস বিডি লিখেছেন : যত জ্ঞানই হোক,তারা কিন্তু অসুস্হ্য!
192506
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৬
ফেরারী মন লিখেছেন : সুন্দর চমৎকার পোষ্ট। পড়ে যেমন আত্মহত্যায় ভরসা পেলাম শেষে এসে আবার নিরাশ হলাম। Worried Worried Frustrated
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪০
143312
আকরামস বিডি লিখেছেন : নিরাশ হবার কিছুই নাই, ভরসা রাখতে পারেন।
192661
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার মনে হয় আমাদের সামাজিক অবস্থাই আত্মহত্যার মানসিকতা বৃদ্ধি করার জন্য দায়ি। পরীক্ষায় একটু কম নম্বর পেলেই পিতামাতা একজন সন্তানকে যেভাবে বকাবকি করেন সেখান থেকেই তার মধ্যে কিছু হবেনা জাতিয় প্রবনতা সৃষ্টি হয়। যার ফলাফল সে যখন আবেগপ্রবনতার স্তরে পেীছে যায় তখন নিজের উপর সকল বিশ্বাস হারিয়ে ফেলে।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:৪৮
143439
আকরামস বিডি লিখেছেন : রিদওয়ান কবির সবুজ @@@ঠিক বলেছেন। সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File