"প্যারানয়েড পার্সোনালিটি’"

লিখেছেন লিখেছেন আকরামস বিডি ০৮ মার্চ, ২০১৪, ০৪:৩৬:২৬ বিকাল

এই রোগের রোগী আমাদের আশেপাশেই অনেক আছে।



*এরা সামান্যতম সমালোচনা সহ্য করে না

*অন্যের ব্যাপারে এরা অনেক বেশি সমালোচনাশীল হয়ে থাকে

*এরা কোনো দোষ করে তা স্বীকার করে না

*এ ধরনের রোগীরা সামান্য ব্যাপারকেও বড় আকারে পরিণত করে ফেলতে পারে।

যারা গ্রান্ডিউজ ডিলিউশন নামক ভ্রান্ত বিশ্বাসে আক্রান্ত তারা মাঝে মাঝে ধারণা করে যে, তাদের বিশেষ কোনো পাওয়ার বা শক্তি রয়েছে এবং সেই পাওয়ার বা শক্তি দিয়ে সে যে কোনো রোগ নিরাময় করতে পারবে বা যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। তারা ভাবতে পারে যে তারা-

দারিদ্র্র্য দূর করতে পারে

পৃথিবীতে শান্তি কায়েম করতে পারে

অদ্ভুত কিছু করে মানুষকে তাক লাগিয়ে দিতে পারে।

যারা প্যারানওয়াতে ভুগছে তাদের সাধারণত খুব বেশি মাত্রায় ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস ও হ্যালুসিনেশন হয়ে থাকে।

*তারা নিজেদের কানে গায়েবি আওয়াজ শুনতে পায়

*কেউ তাদের ক্ষতি করছে

*তাদের পেছনে লেগে আছে

*তাদের মনের কথা জেনে ফেলছে ইত্যাদি সন্দেহবাতিকতা বা ভ্রান্ত বিশ্বাস সৃষ্টি হয়।

*যাদের অপেক্ষাকৃত কম মাত্রায় প্যারানয়েড ডিসঅর্ডার থাকে তারা সাধারণত ডিলিউশন অব পারসিকিউশন বা ঈর্ষাজনিত ডিলিউশনে ভুগে থাকে। তারা কোনোভাবে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে এবং এদের আবেগজনিত প্রকাশ ও আচরণ দিয়ে সমাজে কোনোভাবে খাপ খাইয়ে চলতে পারে। ভ্রান্ত বিশ্বাস ব্যতীত তাদের চিন্তা-ভাবনার ধরন পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য থাকে। কিন্তু যারা প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত তাদের বোঝার ক্ষমতা অনেকটা কমে যায় এবং তারা দ্বিধান্বিত অবস্থায় ভুগে থাকে।

বিস্তারিত দেখুনঃ http://www.psychobd.com/

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188924
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই রোগে মনে হয় আমাদের দেশের রাজনিতিবিদ ও সরকারী কর্মকর্তাদের অধিকাংশই আক্রান্ত।
মনের কথা অন্যরা বুঝে ফেলে এই এই ধারনাটি কি সিজোফ্রেনিয়ার লক্ষন।
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
140198
আকরামস বিডি লিখেছেন :
ধন্যবাদ,রিদওয়ান কবির সবুজ।মনের কথা বুঝে ফেলে,এটা প্যারানয়েড সিজোফ্রেনিয়ার লক্ষন।
হ্যা,এই রোগে মনে হয় আমাদের দেশের রাজনিতিবিদ ও সরকারী কর্মকর্তাদের অধিকাংশই আক্রান্ত। Happy
189001
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:০৮
সজল আহমেদ লিখেছেন : বিস্তারিত আপনি দিলে কি হইত?
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
140571
আকরামস বিডি লিখেছেন : একটু কষ্ট করেন,বস!Happy
189089
০৮ মার্চ ২০১৪ রাত ১০:২৩
নানা ভাই লিখেছেন :
আরে এইডা তো দেখি আমাগো দ্যাশের নেত্রীর রোগ। Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File