ধর্মের নামে হত্যাকাণ্ড চালিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে: ইমামি কাশানি
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২২ মে, ২০১৬, ১১:১৯:২৩ সকাল
পার্স্ টুডে,মে ২০,২০১৬,২১:৩০,এশিয়া/ঢাকা:-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অনুচর সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন। আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ আহবান জানান।
মুসলিম বিশ্বের মানসম্মান ধুলার সাথে মিশিয়ে দেয়া এবং মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার জন্য সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ কাশানি বলেছেন, শত্রুদের মোকাবেলায় মুসলমানরা ঐক্যবদ্ধ ও সচেতন হলে সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
তেহরানের জুমার নামাজের অস্থায়ী ইমাম আরো বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা কখনই মুসলিম দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতি চায় না। এমনকি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যে কোনো হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালাতেও তারা কুণ্ঠাবোধ করে না।
সারা বিশ্বে ইরান আতঙ্ক সৃষ্টি করা এবং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য বৃহৎ শক্তিগুলোর গভীর ষড়যন্ত্রের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সতর্কবাণীর কথা উল্লেখ করে আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, বর্তমানে ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে ধর্মের নামে যে হত্যাকাণ্ডগুলো চলছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে ইরান আতঙ্ক ও ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেয়া। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২০
বিষয়: আন্তর্জাতিক
৯১১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন